নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হরতাল ঘিরে বরিশালে বিএনপি নেতা-কর্মীদের আটক করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত বিভাগের তিন জেলায় ২৭ জন নেতা-কর্মীকে আট করা হয়েছে।
দলের পদধারী নেতা ও পদহীন কর্মীদের বাড়িতেও ব্যাপক পুলিশ অভিযান চালিয়েছে। এ তথ্য বিএনপির স্থানীয় নেতাদের। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শরীফ জহির সাজ্জাদ সাংবাদিকদের জানান, গৌরনদীর যেসব নেতা-কর্মী ঢাকার কর্মসূচিতে গেছেন, পুলিশ ওই সব বাড়িতে অভিযান চালাচ্ছে। গতকাল শনিবার রাতে পৌর শহরে ছাত্রদল কর্মী রাজীব খান ও শরিকলের আধুনা গ্রামে যুবদল কর্মী পান্না প্যাদাকে বাড়ি থেকে আটক করে পুলিশ।
মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেন, গত শুক্রবার রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড নেতা-কর্মীর বাসায় অভিযান চালায় পুলিশ। নগর বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপুর বাসায়ও তল্লাশি চালানো হয় রাতভর। টিপু এ তথ্য স্বীকার করেছেন।
এদিকে ঝালকাঠী শহরে আজ রোববার দুপুরে হরতালে পিকেটিং করার পর জেলা সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদত হোসেনের বাসায় অভিযান চালিয়ে বিএনপির তিন কর্মীকে আটক করা হয়। ওই তিনজনসহ শুক্রবার রাত থেকে জেলায় মোট আটক হয়েছেন ১৮ জন।
দ্বীপ জেলা ভোলা সদরে তিনজন এবং চরফ্যাশনে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সদরের পূর্ব ইলিশা যুবদলের সহসভাপতি নুরে আলম পাটোয়ারী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর আলম, ভেলুমিয়া ইউনিয়ন জামায়াতের আমির জসিম উদ্দিন, চরফ্যাশনে বিএনপির আবু তাহের ফরাজী, বাবুল ব্যাপারী, শহীদুল মাস্টার ও আলমগীর রাঢ়ি।

হরতাল ঘিরে বরিশালে বিএনপি নেতা-কর্মীদের আটক করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত বিভাগের তিন জেলায় ২৭ জন নেতা-কর্মীকে আট করা হয়েছে।
দলের পদধারী নেতা ও পদহীন কর্মীদের বাড়িতেও ব্যাপক পুলিশ অভিযান চালিয়েছে। এ তথ্য বিএনপির স্থানীয় নেতাদের। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শরীফ জহির সাজ্জাদ সাংবাদিকদের জানান, গৌরনদীর যেসব নেতা-কর্মী ঢাকার কর্মসূচিতে গেছেন, পুলিশ ওই সব বাড়িতে অভিযান চালাচ্ছে। গতকাল শনিবার রাতে পৌর শহরে ছাত্রদল কর্মী রাজীব খান ও শরিকলের আধুনা গ্রামে যুবদল কর্মী পান্না প্যাদাকে বাড়ি থেকে আটক করে পুলিশ।
মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেন, গত শুক্রবার রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড নেতা-কর্মীর বাসায় অভিযান চালায় পুলিশ। নগর বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপুর বাসায়ও তল্লাশি চালানো হয় রাতভর। টিপু এ তথ্য স্বীকার করেছেন।
এদিকে ঝালকাঠী শহরে আজ রোববার দুপুরে হরতালে পিকেটিং করার পর জেলা সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদত হোসেনের বাসায় অভিযান চালিয়ে বিএনপির তিন কর্মীকে আটক করা হয়। ওই তিনজনসহ শুক্রবার রাত থেকে জেলায় মোট আটক হয়েছেন ১৮ জন।
দ্বীপ জেলা ভোলা সদরে তিনজন এবং চরফ্যাশনে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সদরের পূর্ব ইলিশা যুবদলের সহসভাপতি নুরে আলম পাটোয়ারী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর আলম, ভেলুমিয়া ইউনিয়ন জামায়াতের আমির জসিম উদ্দিন, চরফ্যাশনে বিএনপির আবু তাহের ফরাজী, বাবুল ব্যাপারী, শহীদুল মাস্টার ও আলমগীর রাঢ়ি।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে