নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় বরিশালের রূপাতলী এলাকায় ‘বন্ধু’ শাহিন মোল্লাকে (৩০) বাড়িতে ডেকে এনে হত্যা করেন ইউসুফ মোল্লা। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে নগরের ইছাকাঠী এলাকা থেকে শাহিনের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গন্ডামারা গ্রামের মো. নজরুল ইসলাম অমি (২০), বরগুনার আমতলী উপজেলার কালিকাপুর গ্রামের ইউসুফ মোল্লা (২৫) ও বরিশালের বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের হামিম সিকদার (২০)। আজ শনিবার দুপুরে র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। র্যাব-৮ এর সদর দপ্তরে হয় এই সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর রূপাতালী এলাকার মুদি ব্যবসায়ী শাহিন মোল্লা গত ২৭ জানুয়ারি রাতে অপহৃত হন। এ ঘটনায় ৩০ জানুয়ারি শাহিনের বোন শিরিন আক্তার মুন্নি কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর দুর্বৃত্তরা অপহৃত শাহিন মোল্লার পরিবারের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে শাহিনের পরিবারের অভিযোগের ভিত্তিতে র্যাব ওই ৩ জনকে গ্রেপ্তার করে স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শুক্রবার রাতে শাহিনের লাশ উদ্ধার করে।
সাংবাদিক সম্মেলনে র্যাবের অধিনায়ক জানান, শাহিন মোল্লা ও ইউসুফ মোল্লা রূপাতালী এলাকায় বসবাস করার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এর জের ধরে শাহিন মোল্লা ইউসুফ মোল্লার সদ্যবিবাহিতা স্ত্রীকে কুপ্রস্তাব দিলে ইউসুফ ক্ষিপ্ত হন শাহিনের ওপর। এর জেরে শাহিন মোল্লাকে হত্যা করার পরিকল্পনা করেন ইউসুফ। পরিকল্পনা অনুযায়ী ইউসুফ মোল্লা তার দুই বন্ধু নাজমুল ইসলাম ও হামিম সিকদারকে সঙ্গে নিয়ে গত ২৭ জানুয়ারি রাতে শাহিন মোল্লাকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতে শাহিন মোল্লাকে রূপাতালীর তালুকদার হাউজিংয়ের নাহার ভিলার ৪র্থ তলার ভাড়া বাসায় নিয়ে যায় ইউসুফ মোল্লা। সেখানে ইউসুফ মোল্লা ও তার দুই সহযোগী নাজমুল ও হামিম গলায় রশি পেঁচিয়ে শাহিনকে হত্যার পর লাশ বস্তাবন্দী করে বাথরুমের ছাদের ওপর রেখে দেয়। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্তের পর তাঁদের গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।

স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় বরিশালের রূপাতলী এলাকায় ‘বন্ধু’ শাহিন মোল্লাকে (৩০) বাড়িতে ডেকে এনে হত্যা করেন ইউসুফ মোল্লা। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে নগরের ইছাকাঠী এলাকা থেকে শাহিনের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গন্ডামারা গ্রামের মো. নজরুল ইসলাম অমি (২০), বরগুনার আমতলী উপজেলার কালিকাপুর গ্রামের ইউসুফ মোল্লা (২৫) ও বরিশালের বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের হামিম সিকদার (২০)। আজ শনিবার দুপুরে র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। র্যাব-৮ এর সদর দপ্তরে হয় এই সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর রূপাতালী এলাকার মুদি ব্যবসায়ী শাহিন মোল্লা গত ২৭ জানুয়ারি রাতে অপহৃত হন। এ ঘটনায় ৩০ জানুয়ারি শাহিনের বোন শিরিন আক্তার মুন্নি কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর দুর্বৃত্তরা অপহৃত শাহিন মোল্লার পরিবারের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে শাহিনের পরিবারের অভিযোগের ভিত্তিতে র্যাব ওই ৩ জনকে গ্রেপ্তার করে স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শুক্রবার রাতে শাহিনের লাশ উদ্ধার করে।
সাংবাদিক সম্মেলনে র্যাবের অধিনায়ক জানান, শাহিন মোল্লা ও ইউসুফ মোল্লা রূপাতালী এলাকায় বসবাস করার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এর জের ধরে শাহিন মোল্লা ইউসুফ মোল্লার সদ্যবিবাহিতা স্ত্রীকে কুপ্রস্তাব দিলে ইউসুফ ক্ষিপ্ত হন শাহিনের ওপর। এর জেরে শাহিন মোল্লাকে হত্যা করার পরিকল্পনা করেন ইউসুফ। পরিকল্পনা অনুযায়ী ইউসুফ মোল্লা তার দুই বন্ধু নাজমুল ইসলাম ও হামিম সিকদারকে সঙ্গে নিয়ে গত ২৭ জানুয়ারি রাতে শাহিন মোল্লাকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতে শাহিন মোল্লাকে রূপাতালীর তালুকদার হাউজিংয়ের নাহার ভিলার ৪র্থ তলার ভাড়া বাসায় নিয়ে যায় ইউসুফ মোল্লা। সেখানে ইউসুফ মোল্লা ও তার দুই সহযোগী নাজমুল ও হামিম গলায় রশি পেঁচিয়ে শাহিনকে হত্যার পর লাশ বস্তাবন্দী করে বাথরুমের ছাদের ওপর রেখে দেয়। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্তের পর তাঁদের গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে