নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের সঙ্গে অবশেষে দেখা হলো বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহর।
আজ শনিবার বরিশালের গৌরনদীতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে বিশেষ বর্ধিত সভায় যোগ দিলে সেখানে খোকনকে জড়িয়ে ধরেন ভাই আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এ সময় হাত তুলে ভি চিহ্নিত বিজয়ের ইঙ্গিতও দেন দুই ভাই। বর্ধিত সভায় এমপি আবুল হাসানাত ছয় জেলার এমপি, চেয়ারম্যান, মেয়র, আওয়ামী লীগ নেতাদের ভাই খোকনের পক্ষে ভোটে নামতে ওয়াদাও করান।
বিকেলে গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত হন নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। এ সময় মঞ্চে বসে থাকা বড় ভাই আবুল হাসানাত ডাক দেন, ‘খোকন কাছে আয়।’ একপর্যায়ে ছোট ভাইকে জড়িয়ে ধরেন হাসানাত এমপি। তাঁর পাশেই বসান খোকনকে। দুই ভাইয়ের দুই পাশে ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
বরিশাল বিভাগের ছয় জেলার নেতাদের নিয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন, ‘বিবেধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয় করে শেখ হাসিনাকে উপহার দিন।’
পরে বড় ভাই নৌকার নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনার যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাঁদের দায়িত্ব মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির নেতৃবৃন্দ যেভাবে প্রচারে নামছে, আপনারা তাঁদের সঙ্গে সহযোগিতা করে মাঠে থাকবেন। আপনাদের নির্দিষ্ট এলাকায় যেখানে যেখানে আপনাদের ভোটার বরিশালে আছে, তাঁদের কাছে ভোট চাইবেন। আমার ছোট ভাই যাতে নৌকা মার্কায় জয়যুক্ত হন—এই আশাবাদ করছি।’ তিনি এ সময় ছোট ভাইয়ের হাত তুলে বিভিন্ন জেলার নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা ওয়াদা করেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে খোকনকে নৌকা মার্কায় জয়লাভ করাবেন।’
দ্বিতীয় বিশেষ বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় টিমের সমন্বয়ক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও আ স ম ফিরোজ প্রমুখ।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের সঙ্গে অবশেষে দেখা হলো বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহর।
আজ শনিবার বরিশালের গৌরনদীতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে বিশেষ বর্ধিত সভায় যোগ দিলে সেখানে খোকনকে জড়িয়ে ধরেন ভাই আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এ সময় হাত তুলে ভি চিহ্নিত বিজয়ের ইঙ্গিতও দেন দুই ভাই। বর্ধিত সভায় এমপি আবুল হাসানাত ছয় জেলার এমপি, চেয়ারম্যান, মেয়র, আওয়ামী লীগ নেতাদের ভাই খোকনের পক্ষে ভোটে নামতে ওয়াদাও করান।
বিকেলে গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত হন নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। এ সময় মঞ্চে বসে থাকা বড় ভাই আবুল হাসানাত ডাক দেন, ‘খোকন কাছে আয়।’ একপর্যায়ে ছোট ভাইকে জড়িয়ে ধরেন হাসানাত এমপি। তাঁর পাশেই বসান খোকনকে। দুই ভাইয়ের দুই পাশে ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
বরিশাল বিভাগের ছয় জেলার নেতাদের নিয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন, ‘বিবেধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয় করে শেখ হাসিনাকে উপহার দিন।’
পরে বড় ভাই নৌকার নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনার যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাঁদের দায়িত্ব মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির নেতৃবৃন্দ যেভাবে প্রচারে নামছে, আপনারা তাঁদের সঙ্গে সহযোগিতা করে মাঠে থাকবেন। আপনাদের নির্দিষ্ট এলাকায় যেখানে যেখানে আপনাদের ভোটার বরিশালে আছে, তাঁদের কাছে ভোট চাইবেন। আমার ছোট ভাই যাতে নৌকা মার্কায় জয়যুক্ত হন—এই আশাবাদ করছি।’ তিনি এ সময় ছোট ভাইয়ের হাত তুলে বিভিন্ন জেলার নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা ওয়াদা করেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে খোকনকে নৌকা মার্কায় জয়লাভ করাবেন।’
দ্বিতীয় বিশেষ বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় টিমের সমন্বয়ক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও আ স ম ফিরোজ প্রমুখ।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১২ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৫ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে