পটুয়াখালী প্রতিনিধি

আসন্ন তৃতীয় ধাপের পৌর নির্বাচনে পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের সঙ্গে আঁতাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি মনোনয়ন পাওয়া প্রার্থীর সঙ্গে উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদকের একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই অভিযোগ ওঠে।
জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র আহসানুল হক তুহিন। তাঁর সঙ্গে ছবি ভাইরাল হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের কিছু নেতা-কর্মী এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদের দাবি মেয়র প্রার্থী জামাতের সঙ্গে আঁতাত করছেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে জামাতের আঁতাতের প্রতিবাদ, বিচার ও নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গলাচিপা উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহসম্পাদক মামুন আজাদ, গলাচিপা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি মো. মারুফসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু বলেন, ‘জামায়াত আওয়ামী লীগের রাজনৈতিক শত্রু, যুদ্ধাপরাধীদের দল, তাঁদের সঙ্গে যাদের সখ্য থাকে তাঁরা আর যাই হোক মনে প্রাণে আওয়ামী লীগ না।’
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি মো. মারুফ বলেন, ‘সাবেক মেয়র তুহিন নৌকা পেয়ে জামায়াতের সেক্রেটারির সঙ্গে রাতে গোপন মিটিং করে। এর আগে তিনি উপনির্বাচনে মেয়র হয়ে জামায়াত বিএনপির লোকজনকে প্রতিষ্ঠিত করেছেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে এটা কখনো মানব না।’
কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহসম্পাদক মামুন আজাদ বলেন, ‘পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একজন কুখ্যাত রাজাকারের নাতি। নৌকা পেয়ে তিনি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ না রেখে জামায়াতের সেক্রেটারির সঙ্গে রাতে গোপন মিটিং করে এবং ফুলের মালা নেয়। এতে পরিষ্কার হয় যে, তিনি এখনো জামায়াতের সঙ্গে আঁতাত করে চলছে। তাই নৌকার মনোনয়ন বাতিল করে তাঁর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানাই।’
এ বিষয়ে আহসানুল হক তুহিন বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার বিরুদ্ধে এটি একটি সাজানো ষড়যন্ত্র। আমাকে দোয়া অনুষ্ঠানে দাওয়াত করা হয়, সেখানে স্থানীয় আওয়ামী লীগের সমর্থনপুষ্ট কাউন্সিলরও উপস্থিত ছিলেন। যারা এটি নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাঁরা মূলত আওয়ামী লীগে অনুপ্রবেশকারী এবং বিএনপির জামাতের এজেন্ট।’

আসন্ন তৃতীয় ধাপের পৌর নির্বাচনে পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের সঙ্গে আঁতাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি মনোনয়ন পাওয়া প্রার্থীর সঙ্গে উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদকের একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই অভিযোগ ওঠে।
জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র আহসানুল হক তুহিন। তাঁর সঙ্গে ছবি ভাইরাল হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের কিছু নেতা-কর্মী এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদের দাবি মেয়র প্রার্থী জামাতের সঙ্গে আঁতাত করছেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে জামাতের আঁতাতের প্রতিবাদ, বিচার ও নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গলাচিপা উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহসম্পাদক মামুন আজাদ, গলাচিপা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি মো. মারুফসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু বলেন, ‘জামায়াত আওয়ামী লীগের রাজনৈতিক শত্রু, যুদ্ধাপরাধীদের দল, তাঁদের সঙ্গে যাদের সখ্য থাকে তাঁরা আর যাই হোক মনে প্রাণে আওয়ামী লীগ না।’
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি মো. মারুফ বলেন, ‘সাবেক মেয়র তুহিন নৌকা পেয়ে জামায়াতের সেক্রেটারির সঙ্গে রাতে গোপন মিটিং করে। এর আগে তিনি উপনির্বাচনে মেয়র হয়ে জামায়াত বিএনপির লোকজনকে প্রতিষ্ঠিত করেছেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে এটা কখনো মানব না।’
কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহসম্পাদক মামুন আজাদ বলেন, ‘পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একজন কুখ্যাত রাজাকারের নাতি। নৌকা পেয়ে তিনি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ না রেখে জামায়াতের সেক্রেটারির সঙ্গে রাতে গোপন মিটিং করে এবং ফুলের মালা নেয়। এতে পরিষ্কার হয় যে, তিনি এখনো জামায়াতের সঙ্গে আঁতাত করে চলছে। তাই নৌকার মনোনয়ন বাতিল করে তাঁর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানাই।’
এ বিষয়ে আহসানুল হক তুহিন বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার বিরুদ্ধে এটি একটি সাজানো ষড়যন্ত্র। আমাকে দোয়া অনুষ্ঠানে দাওয়াত করা হয়, সেখানে স্থানীয় আওয়ামী লীগের সমর্থনপুষ্ট কাউন্সিলরও উপস্থিত ছিলেন। যারা এটি নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাঁরা মূলত আওয়ামী লীগে অনুপ্রবেশকারী এবং বিএনপির জামাতের এজেন্ট।’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৮ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৮ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৬ মিনিট আগে