প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন (রাজার ব্যার) খালের ওপর থাকা আয়রন সেতুটি ভেঙে পড়েছে। সেতুর সঙ্গে পানিতে পড়ে গেছে পাথরবোঝাই একটি ট্রাক। এতে বরিশাল জেলা শহরের সঙ্গে বানারীপাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বরিশাল-বানারীপাড়া মহাসড়কের মাধবপাশার এই ব্রিজ ভেঙে পড়ায় সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, ১৬ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন খালের ওপর নির্মিত ৬০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মিত হয়। পুরোনো এই সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামালবোঝাই যানবাহন চলাচল করতে থাকে। এ অবস্থায় বুধবার সকালের দিকে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বরিশাল থেকে বানারীপাড়ার উদ্দেশে পার হওয়ার সময় সেতুটি ভেঙে খালের পানিতে পড়ে যায়।
বাদলা গ্রামের মো. শাহজাহান নামের এক প্রত্যক্ষদর্শী জানান, বরিশাল থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৩-০৯২৫) বানারীপাড়ার দিকে যাচ্ছিল। ব্রিজের মাঝ বরাবর এলে সেটি আংশিক ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এতে চালকসহ হেলপার সামান্য আহত হন। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর দুই পাশে আটকা পড়েছে এই সড়কে চলাচল কারা কয়েক শতাধিক যানবাহন। দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী।
পথচারী মো. সুমন হাওলাদার, মোসা. আছিয়া বেগম, স্কুলছাত্রী তানিয়া আক্তারসহ একাধিক পথচারী জানায়, ব্রিজটি ভেঙে যাওয়ায় বরিশালে যেতে তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। তারা অনতিবিলম্বে ব্রিজটি মেরামতের জন্য স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে।
বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, বরিশাল জেলা ও বাবুগঞ্জ উপজেলার সঙ্গে বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলার সঙ্গে যোগাযোগে সরাসরি বাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ওই সেতু দিয়ে চলাচল করে। সেতুটি ভেঙে পড়ায় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে এসব এলাকার লক্ষাধিক মানুষ।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ভেঙে পড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন (রাজার ব্যার) খালের ওপর থাকা আয়রন সেতুটি ভেঙে পড়েছে। সেতুর সঙ্গে পানিতে পড়ে গেছে পাথরবোঝাই একটি ট্রাক। এতে বরিশাল জেলা শহরের সঙ্গে বানারীপাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বরিশাল-বানারীপাড়া মহাসড়কের মাধবপাশার এই ব্রিজ ভেঙে পড়ায় সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, ১৬ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন খালের ওপর নির্মিত ৬০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মিত হয়। পুরোনো এই সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামালবোঝাই যানবাহন চলাচল করতে থাকে। এ অবস্থায় বুধবার সকালের দিকে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বরিশাল থেকে বানারীপাড়ার উদ্দেশে পার হওয়ার সময় সেতুটি ভেঙে খালের পানিতে পড়ে যায়।
বাদলা গ্রামের মো. শাহজাহান নামের এক প্রত্যক্ষদর্শী জানান, বরিশাল থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৩-০৯২৫) বানারীপাড়ার দিকে যাচ্ছিল। ব্রিজের মাঝ বরাবর এলে সেটি আংশিক ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এতে চালকসহ হেলপার সামান্য আহত হন। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর দুই পাশে আটকা পড়েছে এই সড়কে চলাচল কারা কয়েক শতাধিক যানবাহন। দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী।
পথচারী মো. সুমন হাওলাদার, মোসা. আছিয়া বেগম, স্কুলছাত্রী তানিয়া আক্তারসহ একাধিক পথচারী জানায়, ব্রিজটি ভেঙে যাওয়ায় বরিশালে যেতে তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। তারা অনতিবিলম্বে ব্রিজটি মেরামতের জন্য স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে।
বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, বরিশাল জেলা ও বাবুগঞ্জ উপজেলার সঙ্গে বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলার সঙ্গে যোগাযোগে সরাসরি বাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ওই সেতু দিয়ে চলাচল করে। সেতুটি ভেঙে পড়ায় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে এসব এলাকার লক্ষাধিক মানুষ।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ভেঙে পড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে।
৪২ মিনিট আগে
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেই ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে এক শিক্ষার্থী। মো. তাহাসিন নামের ওই শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নামের একটি বিশেষ যন্ত্র, যা পানিতে ডুবে গেলেই শিশুর অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে।
১ ঘণ্টা আগে