বরগুনা সংবাদদাতা

বরগুনায় এক শিশুকে ধর্ষণ এবং তার বাবাকে হত্যা করা পরিবারটির খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি আজ সোমবার সকালে ভুক্তভোগীদের বাড়িতে যান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির বলেন, ‘সামাজিকভাবে আমরা যদি এই মজলুমদের পাশে ছুটে আসি, তাহলে মজলুমরা শক্তি পাবে। জালিমদের ভয় দেখাতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। মজলুমদের পাশে দাঁড়াতে হবে, এই অনুভূতি নিয়ে যে সেই মজলুম ব্যক্তিটি আমিও হতে পারতাম, তখন আমি সমাজের কাছে কী আশা করতাম?’
শফিকুর রহমান বলেন, ‘আমাদের কাছে দল ও ধর্মের কোনো ব্যবধান নেই। মানবতা যেখানেই বিপন্ন হবে, আমরা চেষ্টা করি সেখানেই হাজিরা দেওয়ার জন্য। আমাদের বার্তা পরিষ্কার, আমরা জালিমের বিরুদ্ধে আর মজলুমের পক্ষে।’
পরিবারটির দায়িত্ব নেওয়ার বিষয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘এই বাচ্চারা বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন এর চাইতে একটু ভালো চলতে পারে সে দিকে আমরা খেয়াল রাখব। আমরা এও বলেছি, কোলের ছোট শিশুটির বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত এই পরিবারের পাশে প্রতি মাসে আছি ইনশা আল্লাহ। তাদের পড়ালেখার খরচ, জীবনের ব্যয় নির্বাহ, একটা সাধারণ পরিবারের যেটা, সেটার জন্য আমরা পাশে আছি।’
এ ঘটনায় মামলার দায়িত্ব নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ধন্যবাদ জানান জামায়াতের আমির। সেই সঙ্গে তিনি প্রশাসন ও বিচার বিভাগের কাছে দাবি জানান, এ ঘটনায় অভিযুক্তরা যেন কোনো প্রকার আইনি ফাঁকে বেরিয়ে যেতে না পারে। আর মামলাটি যেন দ্রুত বিচার আইনে সম্পন্ন করা হয়।
পরে বরগুনা টাউন হলে জেলা জামায়েতে ইসলামী আয়োজিত পথসভায় বক্তব্য দেন শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের বরগুনা জেলা আমির মহিবুল্লাহ হারুন, নায়েবে আমির আবদুল লতিফ, সেক্রেটারি আসাদুজ্জামান মামুন, ছাত্রশিবিরের জেলা সভাপতি আবদুল্লাহ মো. সুমন প্রমুখ।
উল্লেখ, ৭ মার্চ এক শিশুকে ধর্ষণ করেন সৃজিত রায় নামের এক যুবক। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করলে অভিযুক্ত সৃজিতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আদালতে শুনানির এক দিন আগে ১১ মার্চ দিবাগত রাত ১টার দিকে বাদীর লাশ পাওয়া যায়।

বরগুনায় এক শিশুকে ধর্ষণ এবং তার বাবাকে হত্যা করা পরিবারটির খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি আজ সোমবার সকালে ভুক্তভোগীদের বাড়িতে যান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির বলেন, ‘সামাজিকভাবে আমরা যদি এই মজলুমদের পাশে ছুটে আসি, তাহলে মজলুমরা শক্তি পাবে। জালিমদের ভয় দেখাতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। মজলুমদের পাশে দাঁড়াতে হবে, এই অনুভূতি নিয়ে যে সেই মজলুম ব্যক্তিটি আমিও হতে পারতাম, তখন আমি সমাজের কাছে কী আশা করতাম?’
শফিকুর রহমান বলেন, ‘আমাদের কাছে দল ও ধর্মের কোনো ব্যবধান নেই। মানবতা যেখানেই বিপন্ন হবে, আমরা চেষ্টা করি সেখানেই হাজিরা দেওয়ার জন্য। আমাদের বার্তা পরিষ্কার, আমরা জালিমের বিরুদ্ধে আর মজলুমের পক্ষে।’
পরিবারটির দায়িত্ব নেওয়ার বিষয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘এই বাচ্চারা বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন এর চাইতে একটু ভালো চলতে পারে সে দিকে আমরা খেয়াল রাখব। আমরা এও বলেছি, কোলের ছোট শিশুটির বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত এই পরিবারের পাশে প্রতি মাসে আছি ইনশা আল্লাহ। তাদের পড়ালেখার খরচ, জীবনের ব্যয় নির্বাহ, একটা সাধারণ পরিবারের যেটা, সেটার জন্য আমরা পাশে আছি।’
এ ঘটনায় মামলার দায়িত্ব নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ধন্যবাদ জানান জামায়াতের আমির। সেই সঙ্গে তিনি প্রশাসন ও বিচার বিভাগের কাছে দাবি জানান, এ ঘটনায় অভিযুক্তরা যেন কোনো প্রকার আইনি ফাঁকে বেরিয়ে যেতে না পারে। আর মামলাটি যেন দ্রুত বিচার আইনে সম্পন্ন করা হয়।
পরে বরগুনা টাউন হলে জেলা জামায়েতে ইসলামী আয়োজিত পথসভায় বক্তব্য দেন শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের বরগুনা জেলা আমির মহিবুল্লাহ হারুন, নায়েবে আমির আবদুল লতিফ, সেক্রেটারি আসাদুজ্জামান মামুন, ছাত্রশিবিরের জেলা সভাপতি আবদুল্লাহ মো. সুমন প্রমুখ।
উল্লেখ, ৭ মার্চ এক শিশুকে ধর্ষণ করেন সৃজিত রায় নামের এক যুবক। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করলে অভিযুক্ত সৃজিতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আদালতে শুনানির এক দিন আগে ১১ মার্চ দিবাগত রাত ১টার দিকে বাদীর লাশ পাওয়া যায়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে