গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

‘গরিবের হাসপাতাল’ খ্যাত কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসুদেব চাপ এলাকার সাধারণ মানুষ। ওই এলাকার কমিউনিটি ক্লিনিকের একমাত্র স্বাস্থ্যসেবাকর্মী (সিএইচসিপি) অনুরুদ্ধ ঘোষ ক্লিনিকে অনুপস্থিত থাকায় এলাকার দরিদ্র মা ও শিশুরা স্বাস্থ্যসেবা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি সরকারি কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য তাঁকে কৈফিয়তের চিঠি দেওয়া হলেও তিনি এর কোনো উত্তর দেননি বলে জানায় উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে অনিয়মের অভিযোগে গত বছরের জুলাই মাস থেকে বন্ধ রয়েছে তাঁর বেতন ভাতা।
উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গোসাইরহাটের বাসুদেব চাপ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবাকর্মী (সিএইচসিপি) অনুরুদ্ধ ঘোষ দীর্ঘদিন ধরে ক্লিনিকে অনুপস্থিত রয়েছেন এমন অভিযোগ ছিল স্থানীয়দের। যার ফলে এলাকার দরিদ্র মা ও শিশুরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে গত এপ্রিল মাসের ৭ তারিখ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বাসুদেব চাপ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পান।
ওই দিনই ডা.মো. হাফিজুর রহমান মিঞা সিএইচসিপি অনুরুদ্ধ ঘোষকে নিয়মিত সরকারি কাজে কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য কেন তাঁর বিরুদ্ধে বেতন ভাতা বন্ধ করাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না মর্মে কৈফিয়ত তলবের চিঠি দেন। তিন কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের নির্দেশ দেওয়া হলেও অনুরুদ্ধ ঘোষ এখন পর্যন্ত জবাব দেননি বলে জানা যায়। জবাব প্রাপ্তির ব্যর্থতায় এপ্রিল মাস থেকে তাঁর বেতন ভাতা বন্ধ করে দেয় উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ।
স্থানীয় গৃহবধূ সুফিয়া বেগম বলেন, আমার বাচ্চার কয়েক দিন ধরেই জ্বর ও ডায়রিয়া। কিন্তু শুনলাম ক্লিনিক বন্ধ থাকে, তাই বাজারের ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়াই।
বৃদ্ধা মজিরুন্নেছা বলেন, ‘অসুখ বিসুখ হলে ক্লিনিক থেইক্কা আগে দুই চাইরডা ওষুধ পাইতাম। এহন ওষুধের দোকান থেইক্কা কিন্না খাইতে হয়। বুড়ো হয়ে গেছি তাই উপজেলার হাসপাতালে যাইতে অনেক কষ্ট হয়।’
এ বিষয়ে জানতে অনুরুদ্ধ ঘোষকে মোবাইলে কল করা হলেও তাঁর মোবাইল সংযোগ বন্ধ থাকায় তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বলেন, ‘সরকারী কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য অনুরুদ্ধ ঘোষকে কৈফিয়তেরে জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু চিঠির জবাব না পাওয়ায় এপ্রিল মাস থেকে তাঁর বেতন বন্ধ করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। অতিরিক্ত জনবল না থাকায় বাসুদেব কমিউনিটি ক্লিনিকটির কার্যক্রম আপাততঃ বন্ধ থাকলেও অন্য কাউকে দায়িত্ব দেওয়া যায় কিনা তা আমরা ভেবে দেখছি।’

‘গরিবের হাসপাতাল’ খ্যাত কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসুদেব চাপ এলাকার সাধারণ মানুষ। ওই এলাকার কমিউনিটি ক্লিনিকের একমাত্র স্বাস্থ্যসেবাকর্মী (সিএইচসিপি) অনুরুদ্ধ ঘোষ ক্লিনিকে অনুপস্থিত থাকায় এলাকার দরিদ্র মা ও শিশুরা স্বাস্থ্যসেবা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি সরকারি কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য তাঁকে কৈফিয়তের চিঠি দেওয়া হলেও তিনি এর কোনো উত্তর দেননি বলে জানায় উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে অনিয়মের অভিযোগে গত বছরের জুলাই মাস থেকে বন্ধ রয়েছে তাঁর বেতন ভাতা।
উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গোসাইরহাটের বাসুদেব চাপ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবাকর্মী (সিএইচসিপি) অনুরুদ্ধ ঘোষ দীর্ঘদিন ধরে ক্লিনিকে অনুপস্থিত রয়েছেন এমন অভিযোগ ছিল স্থানীয়দের। যার ফলে এলাকার দরিদ্র মা ও শিশুরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে গত এপ্রিল মাসের ৭ তারিখ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বাসুদেব চাপ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পান।
ওই দিনই ডা.মো. হাফিজুর রহমান মিঞা সিএইচসিপি অনুরুদ্ধ ঘোষকে নিয়মিত সরকারি কাজে কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য কেন তাঁর বিরুদ্ধে বেতন ভাতা বন্ধ করাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না মর্মে কৈফিয়ত তলবের চিঠি দেন। তিন কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের নির্দেশ দেওয়া হলেও অনুরুদ্ধ ঘোষ এখন পর্যন্ত জবাব দেননি বলে জানা যায়। জবাব প্রাপ্তির ব্যর্থতায় এপ্রিল মাস থেকে তাঁর বেতন ভাতা বন্ধ করে দেয় উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ।
স্থানীয় গৃহবধূ সুফিয়া বেগম বলেন, আমার বাচ্চার কয়েক দিন ধরেই জ্বর ও ডায়রিয়া। কিন্তু শুনলাম ক্লিনিক বন্ধ থাকে, তাই বাজারের ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়াই।
বৃদ্ধা মজিরুন্নেছা বলেন, ‘অসুখ বিসুখ হলে ক্লিনিক থেইক্কা আগে দুই চাইরডা ওষুধ পাইতাম। এহন ওষুধের দোকান থেইক্কা কিন্না খাইতে হয়। বুড়ো হয়ে গেছি তাই উপজেলার হাসপাতালে যাইতে অনেক কষ্ট হয়।’
এ বিষয়ে জানতে অনুরুদ্ধ ঘোষকে মোবাইলে কল করা হলেও তাঁর মোবাইল সংযোগ বন্ধ থাকায় তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বলেন, ‘সরকারী কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য অনুরুদ্ধ ঘোষকে কৈফিয়তেরে জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু চিঠির জবাব না পাওয়ায় এপ্রিল মাস থেকে তাঁর বেতন বন্ধ করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। অতিরিক্ত জনবল না থাকায় বাসুদেব কমিউনিটি ক্লিনিকটির কার্যক্রম আপাততঃ বন্ধ থাকলেও অন্য কাউকে দায়িত্ব দেওয়া যায় কিনা তা আমরা ভেবে দেখছি।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২৯ মিনিট আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে