গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

‘গরিবের হাসপাতাল’ খ্যাত কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসুদেব চাপ এলাকার সাধারণ মানুষ। ওই এলাকার কমিউনিটি ক্লিনিকের একমাত্র স্বাস্থ্যসেবাকর্মী (সিএইচসিপি) অনুরুদ্ধ ঘোষ ক্লিনিকে অনুপস্থিত থাকায় এলাকার দরিদ্র মা ও শিশুরা স্বাস্থ্যসেবা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি সরকারি কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য তাঁকে কৈফিয়তের চিঠি দেওয়া হলেও তিনি এর কোনো উত্তর দেননি বলে জানায় উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে অনিয়মের অভিযোগে গত বছরের জুলাই মাস থেকে বন্ধ রয়েছে তাঁর বেতন ভাতা।
উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গোসাইরহাটের বাসুদেব চাপ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবাকর্মী (সিএইচসিপি) অনুরুদ্ধ ঘোষ দীর্ঘদিন ধরে ক্লিনিকে অনুপস্থিত রয়েছেন এমন অভিযোগ ছিল স্থানীয়দের। যার ফলে এলাকার দরিদ্র মা ও শিশুরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে গত এপ্রিল মাসের ৭ তারিখ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বাসুদেব চাপ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পান।
ওই দিনই ডা.মো. হাফিজুর রহমান মিঞা সিএইচসিপি অনুরুদ্ধ ঘোষকে নিয়মিত সরকারি কাজে কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য কেন তাঁর বিরুদ্ধে বেতন ভাতা বন্ধ করাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না মর্মে কৈফিয়ত তলবের চিঠি দেন। তিন কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের নির্দেশ দেওয়া হলেও অনুরুদ্ধ ঘোষ এখন পর্যন্ত জবাব দেননি বলে জানা যায়। জবাব প্রাপ্তির ব্যর্থতায় এপ্রিল মাস থেকে তাঁর বেতন ভাতা বন্ধ করে দেয় উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ।
স্থানীয় গৃহবধূ সুফিয়া বেগম বলেন, আমার বাচ্চার কয়েক দিন ধরেই জ্বর ও ডায়রিয়া। কিন্তু শুনলাম ক্লিনিক বন্ধ থাকে, তাই বাজারের ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়াই।
বৃদ্ধা মজিরুন্নেছা বলেন, ‘অসুখ বিসুখ হলে ক্লিনিক থেইক্কা আগে দুই চাইরডা ওষুধ পাইতাম। এহন ওষুধের দোকান থেইক্কা কিন্না খাইতে হয়। বুড়ো হয়ে গেছি তাই উপজেলার হাসপাতালে যাইতে অনেক কষ্ট হয়।’
এ বিষয়ে জানতে অনুরুদ্ধ ঘোষকে মোবাইলে কল করা হলেও তাঁর মোবাইল সংযোগ বন্ধ থাকায় তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বলেন, ‘সরকারী কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য অনুরুদ্ধ ঘোষকে কৈফিয়তেরে জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু চিঠির জবাব না পাওয়ায় এপ্রিল মাস থেকে তাঁর বেতন বন্ধ করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। অতিরিক্ত জনবল না থাকায় বাসুদেব কমিউনিটি ক্লিনিকটির কার্যক্রম আপাততঃ বন্ধ থাকলেও অন্য কাউকে দায়িত্ব দেওয়া যায় কিনা তা আমরা ভেবে দেখছি।’

‘গরিবের হাসপাতাল’ খ্যাত কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসুদেব চাপ এলাকার সাধারণ মানুষ। ওই এলাকার কমিউনিটি ক্লিনিকের একমাত্র স্বাস্থ্যসেবাকর্মী (সিএইচসিপি) অনুরুদ্ধ ঘোষ ক্লিনিকে অনুপস্থিত থাকায় এলাকার দরিদ্র মা ও শিশুরা স্বাস্থ্যসেবা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি সরকারি কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য তাঁকে কৈফিয়তের চিঠি দেওয়া হলেও তিনি এর কোনো উত্তর দেননি বলে জানায় উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে অনিয়মের অভিযোগে গত বছরের জুলাই মাস থেকে বন্ধ রয়েছে তাঁর বেতন ভাতা।
উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গোসাইরহাটের বাসুদেব চাপ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবাকর্মী (সিএইচসিপি) অনুরুদ্ধ ঘোষ দীর্ঘদিন ধরে ক্লিনিকে অনুপস্থিত রয়েছেন এমন অভিযোগ ছিল স্থানীয়দের। যার ফলে এলাকার দরিদ্র মা ও শিশুরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে গত এপ্রিল মাসের ৭ তারিখ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বাসুদেব চাপ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পান।
ওই দিনই ডা.মো. হাফিজুর রহমান মিঞা সিএইচসিপি অনুরুদ্ধ ঘোষকে নিয়মিত সরকারি কাজে কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য কেন তাঁর বিরুদ্ধে বেতন ভাতা বন্ধ করাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না মর্মে কৈফিয়ত তলবের চিঠি দেন। তিন কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের নির্দেশ দেওয়া হলেও অনুরুদ্ধ ঘোষ এখন পর্যন্ত জবাব দেননি বলে জানা যায়। জবাব প্রাপ্তির ব্যর্থতায় এপ্রিল মাস থেকে তাঁর বেতন ভাতা বন্ধ করে দেয় উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ।
স্থানীয় গৃহবধূ সুফিয়া বেগম বলেন, আমার বাচ্চার কয়েক দিন ধরেই জ্বর ও ডায়রিয়া। কিন্তু শুনলাম ক্লিনিক বন্ধ থাকে, তাই বাজারের ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়াই।
বৃদ্ধা মজিরুন্নেছা বলেন, ‘অসুখ বিসুখ হলে ক্লিনিক থেইক্কা আগে দুই চাইরডা ওষুধ পাইতাম। এহন ওষুধের দোকান থেইক্কা কিন্না খাইতে হয়। বুড়ো হয়ে গেছি তাই উপজেলার হাসপাতালে যাইতে অনেক কষ্ট হয়।’
এ বিষয়ে জানতে অনুরুদ্ধ ঘোষকে মোবাইলে কল করা হলেও তাঁর মোবাইল সংযোগ বন্ধ থাকায় তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বলেন, ‘সরকারী কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য অনুরুদ্ধ ঘোষকে কৈফিয়তেরে জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু চিঠির জবাব না পাওয়ায় এপ্রিল মাস থেকে তাঁর বেতন বন্ধ করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। অতিরিক্ত জনবল না থাকায় বাসুদেব কমিউনিটি ক্লিনিকটির কার্যক্রম আপাততঃ বন্ধ থাকলেও অন্য কাউকে দায়িত্ব দেওয়া যায় কিনা তা আমরা ভেবে দেখছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে