দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়সংলগ্ন ভাড়ানী খালের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার সকাল ১০টার দিকে খালের দুপাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক, লেবুখালী বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় জনসাধারণ এই মানববন্ধনে অংশ নেন।
মানব বন্ধনে বক্তারা বলেন, খালের উভয় তীরে বসে সাপ্তাহিক বাজার। বাজারের লোকজন, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়ে অধ্যয়নরত ছয় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ হাজার হাজার পথচারীর যাতায়াত করত খালের ওপরের লোহার সেতুটি দিয়ে। গভীর রাত পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল বহনের একমাত্র মাধ্যম ছিল এটি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ সেতুটির অর্ধেক অংশ গত বছর বালুভর্তি ট্রলারের ধাক্কায় ভেঙে যায়। এরপর এখনো এখানে সেতু নির্মাণের উদ্যোগ না নেওয়া হয়নি। তাই ঝুঁকি নিয়ে নৌকায় প্রতিদিন খাল পারাপার করতে হচ্ছে পথচারীদের।
মানববন্ধনে বক্তব্য দেন লেবুখালী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আবদুস সালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, লেবুখালী বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন খান প্রমুখ।
এ সময় শিক্ষার্থী মরিয়ম বলে, ‘প্রতিদিন খেয়ার দিয়ে পার হতে হচ্ছে আমাদের। খালটিতে প্রবল স্রোত থাকায় যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।’
লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ বলেন, ‘দ্রুত এখানে সেতু নির্মাণ করা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বলেন, ‘সেতু নির্মাণের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ব্যবস্থা নেব।’

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়সংলগ্ন ভাড়ানী খালের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার সকাল ১০টার দিকে খালের দুপাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক, লেবুখালী বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় জনসাধারণ এই মানববন্ধনে অংশ নেন।
মানব বন্ধনে বক্তারা বলেন, খালের উভয় তীরে বসে সাপ্তাহিক বাজার। বাজারের লোকজন, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়ে অধ্যয়নরত ছয় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ হাজার হাজার পথচারীর যাতায়াত করত খালের ওপরের লোহার সেতুটি দিয়ে। গভীর রাত পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল বহনের একমাত্র মাধ্যম ছিল এটি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ সেতুটির অর্ধেক অংশ গত বছর বালুভর্তি ট্রলারের ধাক্কায় ভেঙে যায়। এরপর এখনো এখানে সেতু নির্মাণের উদ্যোগ না নেওয়া হয়নি। তাই ঝুঁকি নিয়ে নৌকায় প্রতিদিন খাল পারাপার করতে হচ্ছে পথচারীদের।
মানববন্ধনে বক্তব্য দেন লেবুখালী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আবদুস সালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, লেবুখালী বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন খান প্রমুখ।
এ সময় শিক্ষার্থী মরিয়ম বলে, ‘প্রতিদিন খেয়ার দিয়ে পার হতে হচ্ছে আমাদের। খালটিতে প্রবল স্রোত থাকায় যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।’
লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ বলেন, ‘দ্রুত এখানে সেতু নির্মাণ করা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বলেন, ‘সেতু নির্মাণের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ব্যবস্থা নেব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে