খান রফিক, বরিশাল

বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা কাউনিয়ায় সাধারণত জোয়ারের পানি প্রবেশ করে না। কেননা, এলাকাটি উঁচু। অথচ ওই সড়কের পাশে এ কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্মাণ করা হচ্ছে সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবন।
ভবনটি স্থাপিত হলে স্কুলের মাঠটি ব্যবহারের অনুপযোগী হবে। এই মাঠ খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানের জন্য গত ৫৭ বছর ধরে ব্যবহার করে আসছে স্থানীয়রা। মাঠে ভবন নির্মাণে ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় লোকজন।
মাঠ নষ্ট করে ভবন নির্মাণের প্রতিবাদ জানাতে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় খেলার মাঠ উন্মুক্ত করতে আলটিমেটাম দেওয়া হয় কর্তৃপক্ষকে।
মানববন্ধনে শিশু-কিশোর সংগঠন জাগৃহী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নওরোজ কবির বলেন, সাইক্লোন শেল্টার বন্যা উপদ্রুত এলাকায় নির্মাণ হওয়া আবশ্যক। নগরীর মধ্যে বিদ্যালয়ের মাঠ নষ্ট করে নির্মাণ করার কোনো যৌক্তিকতা নেই। তার পরও যদি করতেই হয়, এ কাদের স্কুলের পেছনে যথেষ্ট জায়গা রয়েছে, সেখানে করা যেতে পারে। কিন্তু বিদ্যালয়ের মাঠ নষ্ট করে স্থাপনা নির্মাণ করলে তাঁরা আরও কঠিন কর্মসূচি দেবেন।
স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম বলেন, শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, কিশোর-তরুণেরা নিয়মিত এই মাঠে ক্রিকেট-ফুটবল খেলে, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এ কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। তিনি জানতে চান, এই শিক্ষার্থীরা কোথায় খেলাধুলা করবে? কোথায় তাদের শরীরচর্চা হবে? তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের কি বিবেকে নাড়া দেয় না।’
প্রবীণ শিক্ষক নুরুল আমিন খানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ২ নম্বর কাউন্সিলর মুর্তজা আবেদীন, উন্নয়ন সংগঠক কাজী এনায়েত হোসেন শিবলু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, বেলার সমন্বয়ক লিংকন বায়েন প্রমুখ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাউনিয়া প্রধান সড়কে এ কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে নতুন ভবন নির্মাণের জন্য মাঠের প্রায় অর্ধেক অংশজুড়ে মাটি খোঁড়ার কাজ চলছে। দুই দিন আগে শ্রমিকেরা কাজ শুরু করেছেন সেখানে। নির্মীয়মাণ ভবনের পেছনে বড় অংশ ফাঁকা পড়ে আছে। সিটি করপোরেশন ও প্রয়াত সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম মোনায়েমের ওয়ারিশদের মধ্যে মামলা চলমান এমন একটি সাইনবোর্ড ঝুলানো রয়েছে ফাঁকা জমিতে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ তিনতলা ভবনের নিচতলায় সাইক্লোন শেল্টার এবং দোতালা ও তিনতলায় শ্রেণিকক্ষ থাকবে। পেছনে জমি ফাঁকা রেখে মাঠের ভেতরে নতুন ভবন নির্মাণের কারণ জানতে চাইলে এ কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি ভবন নির্মাণের স্থান নির্ধারণ করেছে।
পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন তালুকদার বলেন, মাঠের পূর্ব দিকের লাগোয়া জমি নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে একটি পরিবারের মামলা রয়েছে। সিটি করপোরেশন নিয়মানুযায়ী সীমানা থেকে ৩ ফুট ভেতরে গিয়ে নির্মাণকাজ শুরু করায় মাঠের বড় অংশ নির্মীয়মাণ ভবনের ভেতরে চলে এসেছে। আমির হোসেন তালুকদার জানান, নতুন ভবন নির্মাণের বিরোধিতা করা স্থানীয় রাজনীতির একটি অংশ বলে দাবি করেন সভাপতি।
এ ব্যাপারে সম্মিলিত সামাজিক আন্দোলনের বরিশাল জেলা সদস্যসচিব কাজি এনায়েত হোসেন শিবলু বলেন, এ বিদ্যালয়টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের মাঠ নষ্ট না করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। স্কুলের পেছনে ভবন নির্মাণের পর্যাপ্ত জমি থাকলেও তা একটি প্রভাবশালী মহল দখল করার পাঁয়তারা চালাচ্ছে। এ কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার জন্য তাঁরা স্থানীয় সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের কাছে যাবেন এবং প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন।

বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা কাউনিয়ায় সাধারণত জোয়ারের পানি প্রবেশ করে না। কেননা, এলাকাটি উঁচু। অথচ ওই সড়কের পাশে এ কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্মাণ করা হচ্ছে সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবন।
ভবনটি স্থাপিত হলে স্কুলের মাঠটি ব্যবহারের অনুপযোগী হবে। এই মাঠ খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানের জন্য গত ৫৭ বছর ধরে ব্যবহার করে আসছে স্থানীয়রা। মাঠে ভবন নির্মাণে ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় লোকজন।
মাঠ নষ্ট করে ভবন নির্মাণের প্রতিবাদ জানাতে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় খেলার মাঠ উন্মুক্ত করতে আলটিমেটাম দেওয়া হয় কর্তৃপক্ষকে।
মানববন্ধনে শিশু-কিশোর সংগঠন জাগৃহী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নওরোজ কবির বলেন, সাইক্লোন শেল্টার বন্যা উপদ্রুত এলাকায় নির্মাণ হওয়া আবশ্যক। নগরীর মধ্যে বিদ্যালয়ের মাঠ নষ্ট করে নির্মাণ করার কোনো যৌক্তিকতা নেই। তার পরও যদি করতেই হয়, এ কাদের স্কুলের পেছনে যথেষ্ট জায়গা রয়েছে, সেখানে করা যেতে পারে। কিন্তু বিদ্যালয়ের মাঠ নষ্ট করে স্থাপনা নির্মাণ করলে তাঁরা আরও কঠিন কর্মসূচি দেবেন।
স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম বলেন, শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, কিশোর-তরুণেরা নিয়মিত এই মাঠে ক্রিকেট-ফুটবল খেলে, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এ কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। তিনি জানতে চান, এই শিক্ষার্থীরা কোথায় খেলাধুলা করবে? কোথায় তাদের শরীরচর্চা হবে? তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের কি বিবেকে নাড়া দেয় না।’
প্রবীণ শিক্ষক নুরুল আমিন খানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ২ নম্বর কাউন্সিলর মুর্তজা আবেদীন, উন্নয়ন সংগঠক কাজী এনায়েত হোসেন শিবলু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, বেলার সমন্বয়ক লিংকন বায়েন প্রমুখ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাউনিয়া প্রধান সড়কে এ কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে নতুন ভবন নির্মাণের জন্য মাঠের প্রায় অর্ধেক অংশজুড়ে মাটি খোঁড়ার কাজ চলছে। দুই দিন আগে শ্রমিকেরা কাজ শুরু করেছেন সেখানে। নির্মীয়মাণ ভবনের পেছনে বড় অংশ ফাঁকা পড়ে আছে। সিটি করপোরেশন ও প্রয়াত সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম মোনায়েমের ওয়ারিশদের মধ্যে মামলা চলমান এমন একটি সাইনবোর্ড ঝুলানো রয়েছে ফাঁকা জমিতে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ তিনতলা ভবনের নিচতলায় সাইক্লোন শেল্টার এবং দোতালা ও তিনতলায় শ্রেণিকক্ষ থাকবে। পেছনে জমি ফাঁকা রেখে মাঠের ভেতরে নতুন ভবন নির্মাণের কারণ জানতে চাইলে এ কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি ভবন নির্মাণের স্থান নির্ধারণ করেছে।
পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন তালুকদার বলেন, মাঠের পূর্ব দিকের লাগোয়া জমি নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে একটি পরিবারের মামলা রয়েছে। সিটি করপোরেশন নিয়মানুযায়ী সীমানা থেকে ৩ ফুট ভেতরে গিয়ে নির্মাণকাজ শুরু করায় মাঠের বড় অংশ নির্মীয়মাণ ভবনের ভেতরে চলে এসেছে। আমির হোসেন তালুকদার জানান, নতুন ভবন নির্মাণের বিরোধিতা করা স্থানীয় রাজনীতির একটি অংশ বলে দাবি করেন সভাপতি।
এ ব্যাপারে সম্মিলিত সামাজিক আন্দোলনের বরিশাল জেলা সদস্যসচিব কাজি এনায়েত হোসেন শিবলু বলেন, এ বিদ্যালয়টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের মাঠ নষ্ট না করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। স্কুলের পেছনে ভবন নির্মাণের পর্যাপ্ত জমি থাকলেও তা একটি প্রভাবশালী মহল দখল করার পাঁয়তারা চালাচ্ছে। এ কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার জন্য তাঁরা স্থানীয় সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের কাছে যাবেন এবং প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে