আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় মসজিদ কমিটি গঠনের দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের এক নেতার হাত ভেঙে দিয়েছেন বলে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম সোহেল পাইক। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্রদলের সদস্যসচিব মঈন পাইকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
জানা গেছে, জুমার নামাজ শেষে যবসেন কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠনের জন্য মুসল্লিদের নিয়ে আলোচনা করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মসজিদ কমিটির সভাপতি পদে মো. হাফিজুর রহমান চাঁন ও সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম পাইকের নাম খসড়া করে জমা দেন জাকির পাইক। এ সময় সোহেল পাইকসহ স্থানীয় বাসিন্দারা বিরোধিতা করলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মসজিদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। জাকির পাইকের ছেলে ও আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্রদলের সদস্যসচিব মঈন পাইকের নেতৃত্বে ৫-৬ জনের নেতৃত্বে একটি দল জিআই পাইপ দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল পাইকের ওপর হামলা চালায়। এতে সোহেল পাইকের ডান হাত ভেঙে যায় এবং গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনা জানতে পেরে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সোহেলের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে সোহেল বলেন, ‘মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে জাকির পাইকের ছেলে ছাত্রদলের সদস্যসচিব মঈন পাইক জিআই পাইপ দিয়ে আমাকে পিটিয়েছেন। এতে আমার হাত ভেঙে গেছে।’
ছাত্রদলের সদস্যসচিব মঈন পাইককে না পাওয়ায় তাঁর বাবা জাকির পাইক মসজিদ কমিটি গঠন নিয়ে তর্কাতর্কির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার ছেলে সোহেল পাইকের ওপর হামলা করেনি। মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে সোহেলের হাত ভেঙে যায়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।’
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ‘ঘটনা শুনে সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ব্যক্তি লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।’
বরিশালের আগৈলঝাড়ায় মসজিদ কমিটি গঠনের দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের এক নেতার হাত ভেঙে দিয়েছেন বলে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম সোহেল পাইক। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্রদলের সদস্যসচিব মঈন পাইকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
জানা গেছে, জুমার নামাজ শেষে যবসেন কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠনের জন্য মুসল্লিদের নিয়ে আলোচনা করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মসজিদ কমিটির সভাপতি পদে মো. হাফিজুর রহমান চাঁন ও সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম পাইকের নাম খসড়া করে জমা দেন জাকির পাইক। এ সময় সোহেল পাইকসহ স্থানীয় বাসিন্দারা বিরোধিতা করলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মসজিদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। জাকির পাইকের ছেলে ও আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্রদলের সদস্যসচিব মঈন পাইকের নেতৃত্বে ৫-৬ জনের নেতৃত্বে একটি দল জিআই পাইপ দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল পাইকের ওপর হামলা চালায়। এতে সোহেল পাইকের ডান হাত ভেঙে যায় এবং গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনা জানতে পেরে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সোহেলের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে সোহেল বলেন, ‘মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে জাকির পাইকের ছেলে ছাত্রদলের সদস্যসচিব মঈন পাইক জিআই পাইপ দিয়ে আমাকে পিটিয়েছেন। এতে আমার হাত ভেঙে গেছে।’
ছাত্রদলের সদস্যসচিব মঈন পাইককে না পাওয়ায় তাঁর বাবা জাকির পাইক মসজিদ কমিটি গঠন নিয়ে তর্কাতর্কির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার ছেলে সোহেল পাইকের ওপর হামলা করেনি। মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে সোহেলের হাত ভেঙে যায়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।’
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ‘ঘটনা শুনে সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ব্যক্তি লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।’
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাপড় চুরির অভিযোগ তুলে যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হারদী ইউনিয়নের খালপাড়া এলাকায় মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতনের ঘটনা ঘটে। তবে আজ শুক্রবার নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে
২১ মিনিট আগেদলিত সম্প্রদায়ের অবস্থা পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, যদিও বর্তমান সরকার সবকিছু রাতারাতি পরিবর্তন করতে পারবে না, তবুও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অনেক কাজ করার সুযোগ তাদের রয়েছে।
৪০ মিনিট আগেকিশোরগঞ্জের ইটনায় এবার খাদ্যবান্ধব কমর্সূচির ডিলার নিয়োগের জন্য এলআর বাবদ ১ লাখ টাকা ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে ‘সিরাজুল ইসলাম ভূঁইয়া’ নামের আইডি থেকে কল রেকর্ডটি ছাড়ার পর সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মিজান মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে