নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বর্ষা আসছে। আশঙ্কা বাড়ছে বরিশাল মহানগরবাসীর। কেননা সংস্কারের জন্য এক ডজন সড়ক খুঁড়ে রাখা হয়েছে প্রায় এক বছর। সেসব সড়কে এমনিতেই চলা দায়, বর্ষার আগে সংস্কার না হলে দুর্ভোগ কয়েক গুণ বাড়বে বলে অভিযোগ বাসিন্দাদের। এ জন্য আন্দোলনও করছে ভুক্তভোগীরা।
জানা গেছে, গত বছরের ৬ মে শুরু হয় বরিশাল নগরে ৭৯৭ কোটি টাকার সড়ক সংস্কারের কাজ। ওই বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেক দিন বন্ধ থাকে কাজ। বিসিসির বর্তমান প্রশাসকের উদ্যোগে অসম্পূর্ণ প্রায় ২৫০ কোটি টাকার কাজের কিছু অংশ চালু হলেও অধিকাংশ স্থবির হয়ে পড়ে রয়েছে।
নগরের কাজীপাড়ার সড়ক সংস্কার সপ্তাহখানেক আগে থমকে যায় পাশের এক ডজন অবৈধ দোকানের কারণে। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করে এলাকাবাসী। স্থানীয় আবু সাঈদ বলেন, একটু বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে সড়ক। এতে চরম দুর্ভোগে পড়তে হয়।
এর চেয়ে ভয়াবহ অবস্থা নগরের হজরত কালু শাহ সড়কের। খুঁড়ে রাখা সড়কে পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। ফলে চলাচল কঠিন হয়ে পড়েছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী আজ শুক্রবার মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেওয়া বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক জি এম আতায়ে রাব্বি বলেন, বর্ষার আগে সড়কটি মেরামত শেষ না করলে চলাচল বন্ধ হয়ে যাবে। এই গাফিলতির জন্য সিটি করপোরেশনকে দায়ী করেন তিনি।
একই অবস্থা নগরের নিউ সার্কুলার রোড গাজী বাড়ি মসজিদ-সংলগ্ন দক্ষিণ দিকের শাখা সড়কের। স্থানীয় বাসিন্দা মাসুদ আহমেদ বলেন, ‘একটু বৃষ্টিতে রাস্তাটি জলাবদ্ধতায় একাকার হয়ে গেছে। ময়লা জমে ড্রেন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’

এভাবে নগরীর গোরস্থান রোড, জিয়ানগর, নতুন বাজার-সংলগ্ন খালপাড় সড়ক, হরিণাফুলিয়া, পোর্ট রোড, জিয়া সড়কসহ এক ডজন সড়ক সংস্কারের জন্য খুঁড়ে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ঠিকাদারেরা পালিয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, বর্ষার আগেই দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারদের চিঠি দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত কাজ শুরু না করলে টেন্ডার বাতিল করা হবে।

বর্ষা আসছে। আশঙ্কা বাড়ছে বরিশাল মহানগরবাসীর। কেননা সংস্কারের জন্য এক ডজন সড়ক খুঁড়ে রাখা হয়েছে প্রায় এক বছর। সেসব সড়কে এমনিতেই চলা দায়, বর্ষার আগে সংস্কার না হলে দুর্ভোগ কয়েক গুণ বাড়বে বলে অভিযোগ বাসিন্দাদের। এ জন্য আন্দোলনও করছে ভুক্তভোগীরা।
জানা গেছে, গত বছরের ৬ মে শুরু হয় বরিশাল নগরে ৭৯৭ কোটি টাকার সড়ক সংস্কারের কাজ। ওই বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেক দিন বন্ধ থাকে কাজ। বিসিসির বর্তমান প্রশাসকের উদ্যোগে অসম্পূর্ণ প্রায় ২৫০ কোটি টাকার কাজের কিছু অংশ চালু হলেও অধিকাংশ স্থবির হয়ে পড়ে রয়েছে।
নগরের কাজীপাড়ার সড়ক সংস্কার সপ্তাহখানেক আগে থমকে যায় পাশের এক ডজন অবৈধ দোকানের কারণে। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করে এলাকাবাসী। স্থানীয় আবু সাঈদ বলেন, একটু বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে সড়ক। এতে চরম দুর্ভোগে পড়তে হয়।
এর চেয়ে ভয়াবহ অবস্থা নগরের হজরত কালু শাহ সড়কের। খুঁড়ে রাখা সড়কে পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। ফলে চলাচল কঠিন হয়ে পড়েছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী আজ শুক্রবার মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেওয়া বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক জি এম আতায়ে রাব্বি বলেন, বর্ষার আগে সড়কটি মেরামত শেষ না করলে চলাচল বন্ধ হয়ে যাবে। এই গাফিলতির জন্য সিটি করপোরেশনকে দায়ী করেন তিনি।
একই অবস্থা নগরের নিউ সার্কুলার রোড গাজী বাড়ি মসজিদ-সংলগ্ন দক্ষিণ দিকের শাখা সড়কের। স্থানীয় বাসিন্দা মাসুদ আহমেদ বলেন, ‘একটু বৃষ্টিতে রাস্তাটি জলাবদ্ধতায় একাকার হয়ে গেছে। ময়লা জমে ড্রেন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’

এভাবে নগরীর গোরস্থান রোড, জিয়ানগর, নতুন বাজার-সংলগ্ন খালপাড় সড়ক, হরিণাফুলিয়া, পোর্ট রোড, জিয়া সড়কসহ এক ডজন সড়ক সংস্কারের জন্য খুঁড়ে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ঠিকাদারেরা পালিয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, বর্ষার আগেই দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারদের চিঠি দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত কাজ শুরু না করলে টেন্ডার বাতিল করা হবে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২১ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৪ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৭ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৪০ মিনিট আগে