কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৫) নামের এক সাংবাদিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
জানা যায়, নিহত আবু জাফর প্রদীপ এলাকার মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। এ ছাড়া আবু জাফর একাধারে দলিল লেখক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ছিলেন। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর গতকাল রোববার ৯টার দিকে বাসা থেকে বের হন। রাতে বাড়ি ফিরে না আসলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। রাতে নিজ বাড়ির পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী জিনিয়া আক্তার জানান, গতকাল রোববার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর ভাই ইলিয়াসের সঙ্গে ঝগড়া হয়। রাত ৯টার দিকে থানায় যাবে বলে বাসা থেকে বের হন তিনি। রাতে বাড়ি ফিরে না আসাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। রাতে নিজ বাড়ির পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। ঘটনার পরপরই ইলিয়াস গা ঢাকা দিয়েছেন। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে।
কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি নীল রতন কুন্ডু নিলয় জানান, আবু জাফর প্রদীপ ‘দৈনিক সরেজমিন বার্তার’ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি আমার সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর পরিবারের তথ্যমতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, নিহতের পরিবারের তথ্যমতে জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে বের করার চেষ্টা করছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৫) নামের এক সাংবাদিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
জানা যায়, নিহত আবু জাফর প্রদীপ এলাকার মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। এ ছাড়া আবু জাফর একাধারে দলিল লেখক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ছিলেন। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর গতকাল রোববার ৯টার দিকে বাসা থেকে বের হন। রাতে বাড়ি ফিরে না আসলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। রাতে নিজ বাড়ির পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী জিনিয়া আক্তার জানান, গতকাল রোববার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর ভাই ইলিয়াসের সঙ্গে ঝগড়া হয়। রাত ৯টার দিকে থানায় যাবে বলে বাসা থেকে বের হন তিনি। রাতে বাড়ি ফিরে না আসাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। রাতে নিজ বাড়ির পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। ঘটনার পরপরই ইলিয়াস গা ঢাকা দিয়েছেন। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে।
কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি নীল রতন কুন্ডু নিলয় জানান, আবু জাফর প্রদীপ ‘দৈনিক সরেজমিন বার্তার’ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি আমার সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর পরিবারের তথ্যমতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, নিহতের পরিবারের তথ্যমতে জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে বের করার চেষ্টা করছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
১ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে