কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৫) নামের এক সাংবাদিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
জানা যায়, নিহত আবু জাফর প্রদীপ এলাকার মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। এ ছাড়া আবু জাফর একাধারে দলিল লেখক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ছিলেন। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর গতকাল রোববার ৯টার দিকে বাসা থেকে বের হন। রাতে বাড়ি ফিরে না আসলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। রাতে নিজ বাড়ির পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী জিনিয়া আক্তার জানান, গতকাল রোববার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর ভাই ইলিয়াসের সঙ্গে ঝগড়া হয়। রাত ৯টার দিকে থানায় যাবে বলে বাসা থেকে বের হন তিনি। রাতে বাড়ি ফিরে না আসাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। রাতে নিজ বাড়ির পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। ঘটনার পরপরই ইলিয়াস গা ঢাকা দিয়েছেন। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে।
কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি নীল রতন কুন্ডু নিলয় জানান, আবু জাফর প্রদীপ ‘দৈনিক সরেজমিন বার্তার’ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি আমার সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর পরিবারের তথ্যমতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, নিহতের পরিবারের তথ্যমতে জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে বের করার চেষ্টা করছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৫) নামের এক সাংবাদিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
জানা যায়, নিহত আবু জাফর প্রদীপ এলাকার মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। এ ছাড়া আবু জাফর একাধারে দলিল লেখক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ছিলেন। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর গতকাল রোববার ৯টার দিকে বাসা থেকে বের হন। রাতে বাড়ি ফিরে না আসলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। রাতে নিজ বাড়ির পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী জিনিয়া আক্তার জানান, গতকাল রোববার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর ভাই ইলিয়াসের সঙ্গে ঝগড়া হয়। রাত ৯টার দিকে থানায় যাবে বলে বাসা থেকে বের হন তিনি। রাতে বাড়ি ফিরে না আসাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। রাতে নিজ বাড়ির পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। ঘটনার পরপরই ইলিয়াস গা ঢাকা দিয়েছেন। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে।
কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি নীল রতন কুন্ডু নিলয় জানান, আবু জাফর প্রদীপ ‘দৈনিক সরেজমিন বার্তার’ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি আমার সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর পরিবারের তথ্যমতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, নিহতের পরিবারের তথ্যমতে জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে বের করার চেষ্টা করছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে