বরগুনা প্রতিনিধি

বিয়ের দাবিতে রাজধানীর উত্তরা থেকে বরগুনায় আসা জামালপুরের সেই তরুণী শিখা আক্তার মৌকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ভোরে বেতাগী থানার পুলিশ চান্দখালী এলাকায় যুবক মাহমুদুল হাসানের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার।
ওসি শাহ আলম হাওলাদার বলেন, ‘গতকাল বৃহস্পতিবার চান্দখালী এলাকার বাসিন্দা মো. মোশাররফ হোসেন বাদী হয়ে জামালপুরের সরিষাবাড়ীর আবদুর রহিমের মেয়ে শিখা আক্তার মৌ নামের এক তরুণীসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় সকালে চান্দখালী এলাকায় অবস্থান নেওয়া তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর আগে গত বুধবার বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। ওই দিন সন্ধ্যায় আদালত থেকে আমরা আদেশের কপি পেয়েছিলাম।’
মামলার বাদী মোশারফ হোসেন বলেন, ‘গত ২৯ এপ্রিল ওই তরুণী বিয়ের দাবিতে আমার বাসায় এসে অবস্থান নিয়েছিল। এ সময় আমরা কেউ বাসায় ছিলাম না। খবর পেয়ে আমি বাসায় গেলে স্থানীয়দের সহায়তায় আমাদেরও অবরুদ্ধ করে রাখে। পরে গত মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে বরগুনা মুখ্য বিচারিক আদালতে আইনগত প্রতিকার চেয়ে একটি আবেদন করি। বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন আমলে নিয়ে ওই দিনই বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে বৃহস্পতিবার বেতাগী থানায় একটি মামলা দায়ের করি।’
তিনি আরও বলেন, ‘শিখা আক্তার মৌকে আমি শর্ত দিয়েছিলাম তাঁর আগের বিয়ের তালাকনামাসহ বৈধ অভিভাবক নিয়ে আসতে। কিন্তু তিনি তা আনতে ব্যর্থ হয়েছেন। এখানে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আমার উপায় ছিল না।’
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও বেতাগী সার্কেল) মেহেদি হাসান বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগে থানায় মামলা হওয়ার পর আমরা আইনগত পদক্ষেপ নিয়েছি। শিখা আক্তার মৌ নামের ওই তরুণীকে আটক করে থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীতে মাহমুদ হাসানের ভাড়া বাড়িতে বিয়ের দাবিতে অবস্থায় নেন জামালপুরের তরুণী শিখা আক্তার মৌ। ছেলে ও তাঁর বাবা-মা আত্মগোপনে থাকায় স্থানীয়রা গত ২ মে ওই বাড়ির তালা ভেঙে একটি কক্ষে ঢুকিয়ে দেন ওই তরুণীকে। একপর্যায়ে গত বৃহস্পতিবার (৫ মে) মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন ওই বাড়িতে আসেন এবং ওই তরুণীকে পুত্রবধূ বানাতে কিছু শর্ত দেন। এর মধ্যে ওই তরুণীর পুরোনো স্বামীকে তালাকের কাগজ এবং অভিভাবকদের নিয়ে আসার শর্ত দেন তিনি। কিন্তু এসব শর্ত পূরণে ব্যর্থ হন ওই তরুণী। এরপরই মাহমুদুলের বাবা আদালতের দ্বারস্থ হন।

বিয়ের দাবিতে রাজধানীর উত্তরা থেকে বরগুনায় আসা জামালপুরের সেই তরুণী শিখা আক্তার মৌকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ভোরে বেতাগী থানার পুলিশ চান্দখালী এলাকায় যুবক মাহমুদুল হাসানের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার।
ওসি শাহ আলম হাওলাদার বলেন, ‘গতকাল বৃহস্পতিবার চান্দখালী এলাকার বাসিন্দা মো. মোশাররফ হোসেন বাদী হয়ে জামালপুরের সরিষাবাড়ীর আবদুর রহিমের মেয়ে শিখা আক্তার মৌ নামের এক তরুণীসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় সকালে চান্দখালী এলাকায় অবস্থান নেওয়া তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর আগে গত বুধবার বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। ওই দিন সন্ধ্যায় আদালত থেকে আমরা আদেশের কপি পেয়েছিলাম।’
মামলার বাদী মোশারফ হোসেন বলেন, ‘গত ২৯ এপ্রিল ওই তরুণী বিয়ের দাবিতে আমার বাসায় এসে অবস্থান নিয়েছিল। এ সময় আমরা কেউ বাসায় ছিলাম না। খবর পেয়ে আমি বাসায় গেলে স্থানীয়দের সহায়তায় আমাদেরও অবরুদ্ধ করে রাখে। পরে গত মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে বরগুনা মুখ্য বিচারিক আদালতে আইনগত প্রতিকার চেয়ে একটি আবেদন করি। বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন আমলে নিয়ে ওই দিনই বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে বৃহস্পতিবার বেতাগী থানায় একটি মামলা দায়ের করি।’
তিনি আরও বলেন, ‘শিখা আক্তার মৌকে আমি শর্ত দিয়েছিলাম তাঁর আগের বিয়ের তালাকনামাসহ বৈধ অভিভাবক নিয়ে আসতে। কিন্তু তিনি তা আনতে ব্যর্থ হয়েছেন। এখানে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আমার উপায় ছিল না।’
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও বেতাগী সার্কেল) মেহেদি হাসান বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগে থানায় মামলা হওয়ার পর আমরা আইনগত পদক্ষেপ নিয়েছি। শিখা আক্তার মৌ নামের ওই তরুণীকে আটক করে থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীতে মাহমুদ হাসানের ভাড়া বাড়িতে বিয়ের দাবিতে অবস্থায় নেন জামালপুরের তরুণী শিখা আক্তার মৌ। ছেলে ও তাঁর বাবা-মা আত্মগোপনে থাকায় স্থানীয়রা গত ২ মে ওই বাড়ির তালা ভেঙে একটি কক্ষে ঢুকিয়ে দেন ওই তরুণীকে। একপর্যায়ে গত বৃহস্পতিবার (৫ মে) মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন ওই বাড়িতে আসেন এবং ওই তরুণীকে পুত্রবধূ বানাতে কিছু শর্ত দেন। এর মধ্যে ওই তরুণীর পুরোনো স্বামীকে তালাকের কাগজ এবং অভিভাবকদের নিয়ে আসার শর্ত দেন তিনি। কিন্তু এসব শর্ত পূরণে ব্যর্থ হন ওই তরুণী। এরপরই মাহমুদুলের বাবা আদালতের দ্বারস্থ হন।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
৩ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
২২ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে