বরগুনা প্রতিনিধি

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম রফিককে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সহসভাপতি মো. সবুজ মোল্লা, মো. সাকিব ফরাজী ও প্রত্যয় দেব প্রান্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই দিন পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে একই অভিযোগে জেলা ছাত্রলীগের তিন সহসভাপতির বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মেহেদী হাসানের ওপর হামলায় আমার কোনো সম্পৃক্ততা ছিল না। মেহেদী বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ার কারণেই এসব ঘটনায় আমার নাম জড়ানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আমার সম্পৃক্ত পাওয়া গেলে আমি কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নেব। কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে, তা ষড়যন্ত্র।’
জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবীর রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘বেতাগী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের ওপর হামলার ঘটনায় বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম রফিকের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম রফিককে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সহসভাপতি মো. সবুজ মোল্লা, মো. সাকিব ফরাজী ও প্রত্যয় দেব প্রান্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই দিন পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে একই অভিযোগে জেলা ছাত্রলীগের তিন সহসভাপতির বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মেহেদী হাসানের ওপর হামলায় আমার কোনো সম্পৃক্ততা ছিল না। মেহেদী বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ার কারণেই এসব ঘটনায় আমার নাম জড়ানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আমার সম্পৃক্ত পাওয়া গেলে আমি কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নেব। কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে, তা ষড়যন্ত্র।’
জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবীর রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘বেতাগী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের ওপর হামলার ঘটনায় বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম রফিকের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে