বেতাগী (বরগুনা) প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বরগুনার বেতাগীতে মিছিল ও শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. খলিলুর রহমান খানকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ সোমবার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
চিঠিতে তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান খান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্র দাখিলের আগে তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগও করেন। গত রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বেলা ১১টার দিকে তিনি পাঁচ শতাধিক নেতা-কর্মী নিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে মিছিল ও শোডাউন করেন।
এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। মিছিলের পুরো সময়ে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে যুক্ত ছিলেন। পরে খলিলুর রহমান নিজের ছেলেসহ ৫ জনের বেশি নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদারের অফিস কক্ষে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ বিষয়ে প্রার্থী মো. খলিলুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মনোনয়নপত্র দাখিল করব শুনে আমার ইউনিয়নসহ বেতাগীর বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ কর্মীরা আমার সঙ্গে দেখা করতে আসে। আমি কোনো মিছিল-মিটিং কিংবা শোডাউন করিনি। তারপরও নির্বাচন কমিশন থেকে নোটিশ করা হয়েছে শুনেছি। তবে এখনো নোটিশ পাইনি। নোটিশ হাতে পেলে আমি আমার মতো নোটিশের জবাব দেব।’
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের সময় চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খান উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ১১ (১) (২) বিধি লঙ্ঘন করেছে। তাই মনোনয়নপত্র দাখিল ও পরবর্তী সময়ে মিছিল ও শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে তাঁর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। ২৩ এপ্রিলের মধ্যে জেলায় তাঁকে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।’
প্রসঙ্গত ২ এপ্রিল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ মে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৩ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের তিনটি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বরগুনার বেতাগীতে মিছিল ও শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. খলিলুর রহমান খানকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ সোমবার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
চিঠিতে তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান খান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্র দাখিলের আগে তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগও করেন। গত রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বেলা ১১টার দিকে তিনি পাঁচ শতাধিক নেতা-কর্মী নিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে মিছিল ও শোডাউন করেন।
এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। মিছিলের পুরো সময়ে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে যুক্ত ছিলেন। পরে খলিলুর রহমান নিজের ছেলেসহ ৫ জনের বেশি নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদারের অফিস কক্ষে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ বিষয়ে প্রার্থী মো. খলিলুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মনোনয়নপত্র দাখিল করব শুনে আমার ইউনিয়নসহ বেতাগীর বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ কর্মীরা আমার সঙ্গে দেখা করতে আসে। আমি কোনো মিছিল-মিটিং কিংবা শোডাউন করিনি। তারপরও নির্বাচন কমিশন থেকে নোটিশ করা হয়েছে শুনেছি। তবে এখনো নোটিশ পাইনি। নোটিশ হাতে পেলে আমি আমার মতো নোটিশের জবাব দেব।’
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের সময় চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খান উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ১১ (১) (২) বিধি লঙ্ঘন করেছে। তাই মনোনয়নপত্র দাখিল ও পরবর্তী সময়ে মিছিল ও শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে তাঁর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। ২৩ এপ্রিলের মধ্যে জেলায় তাঁকে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।’
প্রসঙ্গত ২ এপ্রিল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ মে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৩ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের তিনটি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার নগরীর সোনাডাঙ্গা নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
৬ মিনিট আগে
প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিনে পরিবেশ-প্রতিবেশ ও বাস্তুসংস্থান সংরক্ষণে অভিযান চালানো হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বীপের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও সৈকতে এই অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ি ও পরিবেশ অধিদপ্তরের
৯ মিনিট আগে
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার উচ্চ আদালতের স্থগিতাদেশের পর এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের একাংশ।
১৩ মিনিট আগে
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী নেতা হাজি আমিন উর রশিদ ইয়াছিন। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহারের কথা
২৫ মিনিট আগে