আমতলী (বরগুনা) প্রতিনিধি

সাত বছরের শিশুর গলায় ছুরি ধরে ঘরে থাকা ঈদবাজারের ৭ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বরগুনার আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলা কলাগাছিয়া গ্রামের কালু হাওলাদারের স্ত্রী লিপি বেগম ব্রেইন টিউমারে আক্রান্ত। স্বামী সর্বস্ব হারিয়ে ঢাকায় ফেরি করে লুঙ্গি, কাপড় বিক্রি করেন। বাড়িতে অসুস্থ স্ত্রী লিপি বেগম (৩৫) দুই ছেলে লিমন (১৪) ও ইমাম হোসেনকে (৭) নিয়ে থাকেন। কিছুদিন আগে ঈদবাজার করতে স্বামী কালু হাওলাদার স্ত্রীর কাছে ৭ হাজার টাকা পাঠান। বৃহস্পতিবার লাইলাতুল কদর রাতে বড় ছেলে লিমন মসজিদে নামাজ পড়তে যায়। ওই ফাঁকে ৬-৭ জনের মুখোশধারী ডাকাত দল পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে।
ডাকাতেরা লিপি বেগমকে অসুস্থ অবস্থায় দেখে ৭ বছরের ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার না দিলে শিশু ইমামকে হত্যার হুমকি দেয় ডাকাতেরা। ছেলেকে রক্ষায় অসুস্থ লিপি বেগম তাঁর কানে থাকা স্বর্ণের দুল খুলে দেন। পরে ডাকাত দল ঘরের ট্রাংক ভেঙে ঈদবাজারের ৭ হাজার এবং এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে দাবি করেন লিপি বেগম।
লিপি বেগম বলেন, ‘ঘরের পেছনের দরজা ভেঙে তিন ডাকাত ঘরে ঢুকে আমাকে লাথি দেয়। আমাকে অসুস্থ দেখে তারা আমার ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। টাকা ও গয়না না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। আমি ছেলেকে রক্ষায় কানের দুল খুলে দেই। পরে তারা ট্রাংক ভেঙে ঈদবাজারের ৭ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাত বছরের শিশুর গলায় ছুরি ধরে ঘরে থাকা ঈদবাজারের ৭ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বরগুনার আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলা কলাগাছিয়া গ্রামের কালু হাওলাদারের স্ত্রী লিপি বেগম ব্রেইন টিউমারে আক্রান্ত। স্বামী সর্বস্ব হারিয়ে ঢাকায় ফেরি করে লুঙ্গি, কাপড় বিক্রি করেন। বাড়িতে অসুস্থ স্ত্রী লিপি বেগম (৩৫) দুই ছেলে লিমন (১৪) ও ইমাম হোসেনকে (৭) নিয়ে থাকেন। কিছুদিন আগে ঈদবাজার করতে স্বামী কালু হাওলাদার স্ত্রীর কাছে ৭ হাজার টাকা পাঠান। বৃহস্পতিবার লাইলাতুল কদর রাতে বড় ছেলে লিমন মসজিদে নামাজ পড়তে যায়। ওই ফাঁকে ৬-৭ জনের মুখোশধারী ডাকাত দল পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে।
ডাকাতেরা লিপি বেগমকে অসুস্থ অবস্থায় দেখে ৭ বছরের ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার না দিলে শিশু ইমামকে হত্যার হুমকি দেয় ডাকাতেরা। ছেলেকে রক্ষায় অসুস্থ লিপি বেগম তাঁর কানে থাকা স্বর্ণের দুল খুলে দেন। পরে ডাকাত দল ঘরের ট্রাংক ভেঙে ঈদবাজারের ৭ হাজার এবং এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে দাবি করেন লিপি বেগম।
লিপি বেগম বলেন, ‘ঘরের পেছনের দরজা ভেঙে তিন ডাকাত ঘরে ঢুকে আমাকে লাথি দেয়। আমাকে অসুস্থ দেখে তারা আমার ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। টাকা ও গয়না না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। আমি ছেলেকে রক্ষায় কানের দুল খুলে দেই। পরে তারা ট্রাংক ভেঙে ঈদবাজারের ৭ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
২ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
৮ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
১৯ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৫ মিনিট আগে