আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে মুরং সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আলীকদম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মুরং জনগোষ্ঠীর নারী-পুরুষ এবং ছাত্রছাত্রীদের নিয়ে এ সম্মেলন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মনজুরুল হাসান।
এ সময় মনজুরুল হাসান বলেন, মুরং সম্প্রদায় সেনাবাহিনীদের সঙ্গে থেকে পাহাড়ে সন্ত্রাস নির্মূলে নানাভাবে ভূমিকা রাখছে। তাঁরা মুরং বাহিনী গঠন করে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হয়ে পাহাড়ের শান্তি বজায় রাখছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী ম্রো জনগোষ্ঠী ও তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া সুযোগ তৈরি করে দিয়েছে। মুরং সম্প্রদায়ের জন্য আলাদা হোস্টেল তৈরি করা হয়েছে। এ ছাড়া চিকিৎসাসেবা এবং ম্রো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম ৩১ বীর জোন কমান্ডার লে. কর্নেল সাব্বির হাসান, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুস্তাফা কামাল, লামা পৌরসভার মেয়র জহির উদ্দিন প্রমুখ।
আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, আশির দশকের দিকে আলীকদম উপজেলায় সশস্ত্র শান্তি বাহিনীর তৎপরতায় জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছিল। বাহিনীর চাঁদাবাজি, গুম, হত্যাকাণ্ড ও ধর্ষণের কারণে পার্বত্য এলাকা আতঙ্কের রাজ্যে পরিণত হয়েছিল। সে সময় সেনাবাহিনীর সশস্ত্র অভিযানে সন্ত্রাসী শান্তি বাহিনীকে নির্মূল করতে মুরং বাহিনী কাজ করেছিল।
এদিকে মুরং সম্মেলন ও মতবিনিময় সভায় মুরং জনগোষ্ঠীর মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া মুরং ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। মুরং জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের অংশগ্রহণ এবং স্থানীয় শিল্পীগোষ্ঠীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলন শেষ হয়।

বান্দরবানের আলীকদমে মুরং সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আলীকদম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মুরং জনগোষ্ঠীর নারী-পুরুষ এবং ছাত্রছাত্রীদের নিয়ে এ সম্মেলন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মনজুরুল হাসান।
এ সময় মনজুরুল হাসান বলেন, মুরং সম্প্রদায় সেনাবাহিনীদের সঙ্গে থেকে পাহাড়ে সন্ত্রাস নির্মূলে নানাভাবে ভূমিকা রাখছে। তাঁরা মুরং বাহিনী গঠন করে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হয়ে পাহাড়ের শান্তি বজায় রাখছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী ম্রো জনগোষ্ঠী ও তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া সুযোগ তৈরি করে দিয়েছে। মুরং সম্প্রদায়ের জন্য আলাদা হোস্টেল তৈরি করা হয়েছে। এ ছাড়া চিকিৎসাসেবা এবং ম্রো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম ৩১ বীর জোন কমান্ডার লে. কর্নেল সাব্বির হাসান, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুস্তাফা কামাল, লামা পৌরসভার মেয়র জহির উদ্দিন প্রমুখ।
আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, আশির দশকের দিকে আলীকদম উপজেলায় সশস্ত্র শান্তি বাহিনীর তৎপরতায় জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছিল। বাহিনীর চাঁদাবাজি, গুম, হত্যাকাণ্ড ও ধর্ষণের কারণে পার্বত্য এলাকা আতঙ্কের রাজ্যে পরিণত হয়েছিল। সে সময় সেনাবাহিনীর সশস্ত্র অভিযানে সন্ত্রাসী শান্তি বাহিনীকে নির্মূল করতে মুরং বাহিনী কাজ করেছিল।
এদিকে মুরং সম্মেলন ও মতবিনিময় সভায় মুরং জনগোষ্ঠীর মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া মুরং ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। মুরং জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের অংশগ্রহণ এবং স্থানীয় শিল্পীগোষ্ঠীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলন শেষ হয়।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৫ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে