Ajker Patrika

বান্দরবানে খালের পানিতে মেয়ের লাশ উদ্ধার, মা নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০: ৩৭
বান্দরবানে খালের পানিতে মেয়ের লাশ উদ্ধার, মা নিখোঁজ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পানির স্রোতে ভেসে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার মা মাহ্লা খেয়াং (৪৮) এখনো নিখোঁজ। মেয়ে মানু খেয়াংয়ের (১৫) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউপির তৈচ্ছা খাল পারাপার হতে গিয়ে তাঁরা স্রোতের টানে ভেসে যান। মা-মেয়ে উপজেলার নোয়াপতং ইউপির ক্রংলাইপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, মাহ্লা খেয়াং ও তাঁর মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষে বিকেলে বাড়ি ফিরছিলেন। পথে তৈচ্ছাখাল পারাপারের সময় পাহাড়ি ঢলে ভেসে যান দুজনে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজির পর মানু খেয়াংয়ের লাশ পান। তবে অন্ধকার হয়ে আসার আগে পর্যন্ত মাহ্লা খেয়াংয়ের সন্ধান পাওয়া যায়নি। 

নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, ‘বানের স্রোতে ভেসে যাওয়া মেয়ের লাশ উদ্ধার হলেও মায়ের খোঁজ পাওয়া যায়নি।’ রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘পাহাড়ি ঢলে মা-মেয়ে ভেসে গেছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধারের খবর শুনেছি। এলাকাটি অতি দুর্গম হওয়ায় রাতে যাওয়া সম্ভব নয়, শুক্রবার সকালে ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।’ 

উল্লেখ, প্রতিবছর বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন দুর্গম এলাকায় ঝিরি ও খাল পার হতে গিয়ে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত