নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপার থেকে আবারও গোলাগুলির শব্দ আসছে। আজ সোমবার দুপুর থেকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামের বিপরীতে মিয়ানমার অংশ থেকে এ গোলাগুলির শব্দ আসে। গত বছরের সেপ্টেম্বরেও এই সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়।
স্থানীয় ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর ইউনিয়ন পরিষদ ও বাড়ি তুমব্রু এলাকায়। আজ দুপুর থেকে সীমান্ত এলাকা গোলাগুলির তীব্র শব্দ শোনা যাচ্ছে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘মূলত গোলাগুলি হচ্ছে মিয়ানমারে। ধারণা করা হচ্ছে, সরকারি বাহিনী সীমান্তের জিরো পয়েন্টে পালিয়ে বেড়ানো বিদ্রোহীদের লক্ষ্য করে গুলি করছে। যা বাংলাদেশের অংশে নয়। তিনি আতঙ্কিত না হতে সবার প্রতি অনুরোধ জানান।
এদিকে স্থানীয় লোকজন জানায়, মিয়ানমার অংশে মর্টার শেল বা ভারী অস্ত্রের শব্দে কেঁপে উঠছে পুরো ঘুমধুম ইউনিয়ন। তাদের মতে, নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের মিয়ানমারের ২ নম্বর বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প এলাকা থেকে কিছুক্ষণ পরপর গুলির শব্দ আসছে। বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ৪০টি মর্টার শেল বা ভারী অস্ত্রের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাতে ঘুমধুমের তুমব্রু বাজারের মানুষজন ভয়ে বাড়ি চলে গেছে। ব্যবসায়ী আলী আকবর বলেন, সন্ধ্যার পর তুমব্রু বাজার শূন্য হয়ে পড়েছে।
একাধিক সূত্র জানায়, আজ সোমবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তুমব্রু বিওপি এলাকার সীমান্ত পিলার ৩৪ ও ৩৬ নম্বরের মাঝামাঝি স্থানে এ গোলাগুলি হয়। পরে ৪১ পিলার এলাকায়ও গোলাগুলির শব্দ শুনেছে স্থানীয়রা।
সীমান্তে বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকায় সে দেশের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির আধিপত্য রয়েছে। এমনকি সীমান্তের অন্তত ১১টি সীমান্ত চৌকি আরাকান আর্মির দখলে। যা পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে আজ সোমবার সকাল থেকে। আর তাই তাদের অবস্থান লক্ষ্য করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) পক্ষ থেকে ওই মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে।
তুমব্রু বাজার ব্যবসায়ী মোহাম্মদ সরোয়ার বলেন, কয়েক মাস ধরে গোলাগুলির শব্দ শোনা যায়নি। এখন আবার শোনা যাচ্ছে। আর তাও অন্য রকম।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় ৪১ নম্বর পিলার ও আশপাশের এলাকার বিপরীতে মিয়ানমারের ভেতর থেকে গোলাগুলির ব্যাপক শব্দ নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় এসেছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সাহল আহমদ নোবেল আজকের পত্রিকাকে বলেন, ‘গোলাগুলির শব্দ আসছে। তবে তা তাদের (মিয়ানমারের) ইন্টারনাল বিষয়। এ বিষয়ে আমাদের দেশের করার কিছু নেই। তবু নাইক্ষ্যংছড়ি সীমান্ত পয়েন্টে সীমান্তরক্ষীরা সজাগ রয়েছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপার থেকে আবারও গোলাগুলির শব্দ আসছে। আজ সোমবার দুপুর থেকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামের বিপরীতে মিয়ানমার অংশ থেকে এ গোলাগুলির শব্দ আসে। গত বছরের সেপ্টেম্বরেও এই সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়।
স্থানীয় ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর ইউনিয়ন পরিষদ ও বাড়ি তুমব্রু এলাকায়। আজ দুপুর থেকে সীমান্ত এলাকা গোলাগুলির তীব্র শব্দ শোনা যাচ্ছে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘মূলত গোলাগুলি হচ্ছে মিয়ানমারে। ধারণা করা হচ্ছে, সরকারি বাহিনী সীমান্তের জিরো পয়েন্টে পালিয়ে বেড়ানো বিদ্রোহীদের লক্ষ্য করে গুলি করছে। যা বাংলাদেশের অংশে নয়। তিনি আতঙ্কিত না হতে সবার প্রতি অনুরোধ জানান।
এদিকে স্থানীয় লোকজন জানায়, মিয়ানমার অংশে মর্টার শেল বা ভারী অস্ত্রের শব্দে কেঁপে উঠছে পুরো ঘুমধুম ইউনিয়ন। তাদের মতে, নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের মিয়ানমারের ২ নম্বর বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প এলাকা থেকে কিছুক্ষণ পরপর গুলির শব্দ আসছে। বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ৪০টি মর্টার শেল বা ভারী অস্ত্রের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাতে ঘুমধুমের তুমব্রু বাজারের মানুষজন ভয়ে বাড়ি চলে গেছে। ব্যবসায়ী আলী আকবর বলেন, সন্ধ্যার পর তুমব্রু বাজার শূন্য হয়ে পড়েছে।
একাধিক সূত্র জানায়, আজ সোমবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তুমব্রু বিওপি এলাকার সীমান্ত পিলার ৩৪ ও ৩৬ নম্বরের মাঝামাঝি স্থানে এ গোলাগুলি হয়। পরে ৪১ পিলার এলাকায়ও গোলাগুলির শব্দ শুনেছে স্থানীয়রা।
সীমান্তে বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকায় সে দেশের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির আধিপত্য রয়েছে। এমনকি সীমান্তের অন্তত ১১টি সীমান্ত চৌকি আরাকান আর্মির দখলে। যা পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে আজ সোমবার সকাল থেকে। আর তাই তাদের অবস্থান লক্ষ্য করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) পক্ষ থেকে ওই মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে।
তুমব্রু বাজার ব্যবসায়ী মোহাম্মদ সরোয়ার বলেন, কয়েক মাস ধরে গোলাগুলির শব্দ শোনা যায়নি। এখন আবার শোনা যাচ্ছে। আর তাও অন্য রকম।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় ৪১ নম্বর পিলার ও আশপাশের এলাকার বিপরীতে মিয়ানমারের ভেতর থেকে গোলাগুলির ব্যাপক শব্দ নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় এসেছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সাহল আহমদ নোবেল আজকের পত্রিকাকে বলেন, ‘গোলাগুলির শব্দ আসছে। তবে তা তাদের (মিয়ানমারের) ইন্টারনাল বিষয়। এ বিষয়ে আমাদের দেশের করার কিছু নেই। তবু নাইক্ষ্যংছড়ি সীমান্ত পয়েন্টে সীমান্তরক্ষীরা সজাগ রয়েছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
১৬ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
২৭ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
৩০ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৩৯ মিনিট আগে