প্রতিনিধি

বাগেরহাট: চায়ের দোকানের পেছনে ক্যারাম বোর্ডের ওপর রেখে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন এক দম্পতি। আজ সোমবার ভোর ৪টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর গ্রামের সাইদুলের চায়ের দোকান থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকটি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।
শিশুটিকে উদ্ধারকারী চিতলী-বৈটপুর গ্রামের শরীফা বেগম বলেন, গভীর রাতে কান্নার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে খুঁজতে থাকি, কোথায় বাচ্চা কাঁদছে। একপর্যায়ে সাইদুল ইসলামের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারাম বোর্ডের ওপরে নবজাতকটিকে দেখতে পাই। তখনই আমি ৯৯৯–এ ফোন দিয়ে পুলিশকে জানাই।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আছাদুজ্জামান বলেন, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ৯৯৯–এ ফোনের মাধ্যমে আমরা খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।
আজ দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা নবজাতকটিকে দেখতে বাগেরহাট সদর হাসপাতালে যান।
বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিষয়ক কনসালট্যান্ট ডা. খান শিহান মাহমুদ বলেন, কন্যাশিশুটির বয়স আনুমানিক দুই দিন। এখন সুস্থ আছে, টেনে খেতে পারছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপাতত পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালেই রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেবি হোমে স্থানান্তর করা হবে।
জেলা প্রশাসক জানান, এরই মধ্যে বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছেন। শিশু কল্যাণ বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাগেরহাট: চায়ের দোকানের পেছনে ক্যারাম বোর্ডের ওপর রেখে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন এক দম্পতি। আজ সোমবার ভোর ৪টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর গ্রামের সাইদুলের চায়ের দোকান থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকটি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।
শিশুটিকে উদ্ধারকারী চিতলী-বৈটপুর গ্রামের শরীফা বেগম বলেন, গভীর রাতে কান্নার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে খুঁজতে থাকি, কোথায় বাচ্চা কাঁদছে। একপর্যায়ে সাইদুল ইসলামের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারাম বোর্ডের ওপরে নবজাতকটিকে দেখতে পাই। তখনই আমি ৯৯৯–এ ফোন দিয়ে পুলিশকে জানাই।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আছাদুজ্জামান বলেন, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ৯৯৯–এ ফোনের মাধ্যমে আমরা খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।
আজ দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা নবজাতকটিকে দেখতে বাগেরহাট সদর হাসপাতালে যান।
বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিষয়ক কনসালট্যান্ট ডা. খান শিহান মাহমুদ বলেন, কন্যাশিশুটির বয়স আনুমানিক দুই দিন। এখন সুস্থ আছে, টেনে খেতে পারছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপাতত পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালেই রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেবি হোমে স্থানান্তর করা হবে।
জেলা প্রশাসক জানান, এরই মধ্যে বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছেন। শিশু কল্যাণ বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

নোয়াখালী সুপার মার্কেটের ‘নিলয় জুয়েলার্সে’ চুরির ঘটনায় মোর্শেদ মহসিন, তাঁর স্ত্রী শিল্পী আক্তারসহ আলাউদ্দিন নামের তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা সবাই আন্তজেলা চোর চক্রের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া ১২৭ ভরি স্বর্ণের মধ্যে ৯ ভরি ৪ আনা ২ রত্তি ৭ পয়েন্ট
১১ মিনিট আগে
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ৪১টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন নারী ও এক শিশু।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১ ঘণ্টা আগে