বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে রাস্তায় যাত্রীবাহী বাস উল্টে এক পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের জৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালি হাইওয়ে থানার সার্জেন্ট মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শরণখোলাগামী ইভান নামক যাত্রীবাহী বাসটি রাস্তায় উল্টে যায়। আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল মো. মুস্তাকিমকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যরা বাগেরহাট জেলা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ রেকার দিয়ে বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বেপরোয়া গতির বাসটি একটি মোটরসাইকেল, ভ্যান ও ট্রলিকে ধাক্কা দিয়ে নিজেই উল্টে যায়। চালকের সহকারী বাসটিকে চালাচ্ছিল বলে জানিয়েছেন বাসের যাত্রীরা।
বাসে থাকা যাত্রী মো. সুমন বলেন, ‘চট্টগ্রাম থেকে খুব ভালোভাবে বাসটি চালিয়ে আসছিল। কিন্তু জৌখালী পৌঁছানোর কিছুক্ষণ আগে বাস চালক নেমে তার সহকারীর কাছে গাড়ি দিয়ে যায়। সে উঠেই বেপরোয়া গতিতে গাড়ি চালানো শুরু করে। যাত্রীরা নিষেধ করার পরেও গাড়ির গতি কমাননি। এতে গাড়িটি উল্টে গিয়ে অনেকে আহত হয়েছেন। আমার স্ত্রী ও বাচ্চা আহত হয়েছে। আল্লাহ এবারের মত বাচাইছে।’
কাটাখালি হাইওয়ে থানার সার্জেন্ট মো. কামরুজ্জামান বলেন, ‘গাড়িটির চালক ও হেলপার কাউকেই পাওয়া যায়নি। রেকার দিয়ে গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক কর হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় কেউ মারা যাননি।’

বাগেরহাটে রাস্তায় যাত্রীবাহী বাস উল্টে এক পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের জৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালি হাইওয়ে থানার সার্জেন্ট মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শরণখোলাগামী ইভান নামক যাত্রীবাহী বাসটি রাস্তায় উল্টে যায়। আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল মো. মুস্তাকিমকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যরা বাগেরহাট জেলা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ রেকার দিয়ে বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বেপরোয়া গতির বাসটি একটি মোটরসাইকেল, ভ্যান ও ট্রলিকে ধাক্কা দিয়ে নিজেই উল্টে যায়। চালকের সহকারী বাসটিকে চালাচ্ছিল বলে জানিয়েছেন বাসের যাত্রীরা।
বাসে থাকা যাত্রী মো. সুমন বলেন, ‘চট্টগ্রাম থেকে খুব ভালোভাবে বাসটি চালিয়ে আসছিল। কিন্তু জৌখালী পৌঁছানোর কিছুক্ষণ আগে বাস চালক নেমে তার সহকারীর কাছে গাড়ি দিয়ে যায়। সে উঠেই বেপরোয়া গতিতে গাড়ি চালানো শুরু করে। যাত্রীরা নিষেধ করার পরেও গাড়ির গতি কমাননি। এতে গাড়িটি উল্টে গিয়ে অনেকে আহত হয়েছেন। আমার স্ত্রী ও বাচ্চা আহত হয়েছে। আল্লাহ এবারের মত বাচাইছে।’
কাটাখালি হাইওয়ে থানার সার্জেন্ট মো. কামরুজ্জামান বলেন, ‘গাড়িটির চালক ও হেলপার কাউকেই পাওয়া যায়নি। রেকার দিয়ে গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক কর হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় কেউ মারা যাননি।’

ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
২৩ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে