Ajker Patrika

খুলনায় ক্ষুরের আঘাতে বাগেরহাট এসপি অফিসের প্রধান সহকারী জখম

খুলনা প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০০: ৪০
খুলনায় ক্ষুরের আঘাতে বাগেরহাট এসপি অফিসের প্রধান সহকারী জখম
প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের ক্ষুরের আঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারী মো. হাফিজুর রহমান (৫৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের আহসান আহমেদ রোডে ল কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত হাফিজুর রহমান ওই এলাকার বাসিন্দা মোজাহার আলীর ছেলে। তিনি বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে বিভিন্ন ডকুমেন্টসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছিলেন। অভিযোগপত্র দেওয়ার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাফিজুর রহমান ফুচকা ও কাঠগোলার মাঝামাঝি জায়গায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ দুই যুবক তাঁর ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তারা ক্ষুর দিয়ে তাঁর পিঠে কয়েকটি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ওসি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাগেরহাটের এসপি তৌহিদুল আরিফের ব্যাপক দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে ডকুমেন্টসসহ দুদকে আবেদন করার পর থেকে হাফিজুর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘এখনই কোনো মন্তব্য করা ঠিক নয়, আমরা তদন্ত করে কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত