প্রতিনিধি, চিতলমারী (বাগেরহাট)

বাগেরহাটের চিতলমারীতে স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। এ সময় নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়।
রোববার বিকেলে উপজেলার বারাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌকা প্রতীকের অফিস ভাঙচুরের খবরে এ দিন সন্ধ্যায় সাবেক ভাইস চেয়ারম্যান মো. রাশেদ পুকুলের নেতৃত্বে কয়েক হাজার কর্মী নৌকার পক্ষে মিছিল বের করেন।
নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন শেখ বলেন, রোববার বিকেলে বারাশিয়া বাজারে আমার নির্বাচনী অফিসে কর্মী-সমর্থকেরা বসেছিলেন। এ সময় বিদ্রোহী প্রার্থী মো. সাহেব আলী ফরাজীর লোকজন আমার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তাঁরা আমার দুই কর্মীকে মারধর করে সিদ্দিক মোল্লা (২৮) ও তুহিন শেখকে (২২) আহত করে।
স্বতন্ত্র প্রার্থী মো. সাহেব আলী ফরাজী বলেন, নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুরের প্রশ্নই ওঠে না। আমার কিছু লোকজন আনারসের লিফলেট বিতরণ করতে গেলে মো. নিজাম উদ্দিন শেখের কর্মীরা মারপিট করে। তাঁদের মারপিটে আমার কর্মী জাহাঙ্গীর হোসেন ফরাজী (৪২) ও জুয়েল শেখ (২১) আহত হয়েছেন।
চিতলমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুন হাসান জানান, আহতদের মধ্যে সিদ্দিক মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাটের চিতলমারীতে স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। এ সময় নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়।
রোববার বিকেলে উপজেলার বারাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌকা প্রতীকের অফিস ভাঙচুরের খবরে এ দিন সন্ধ্যায় সাবেক ভাইস চেয়ারম্যান মো. রাশেদ পুকুলের নেতৃত্বে কয়েক হাজার কর্মী নৌকার পক্ষে মিছিল বের করেন।
নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন শেখ বলেন, রোববার বিকেলে বারাশিয়া বাজারে আমার নির্বাচনী অফিসে কর্মী-সমর্থকেরা বসেছিলেন। এ সময় বিদ্রোহী প্রার্থী মো. সাহেব আলী ফরাজীর লোকজন আমার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তাঁরা আমার দুই কর্মীকে মারধর করে সিদ্দিক মোল্লা (২৮) ও তুহিন শেখকে (২২) আহত করে।
স্বতন্ত্র প্রার্থী মো. সাহেব আলী ফরাজী বলেন, নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুরের প্রশ্নই ওঠে না। আমার কিছু লোকজন আনারসের লিফলেট বিতরণ করতে গেলে মো. নিজাম উদ্দিন শেখের কর্মীরা মারপিট করে। তাঁদের মারপিটে আমার কর্মী জাহাঙ্গীর হোসেন ফরাজী (৪২) ও জুয়েল শেখ (২১) আহত হয়েছেন।
চিতলমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুন হাসান জানান, আহতদের মধ্যে সিদ্দিক মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে জনপ্রতিনিধিদের জরুরি সভা হয়। সভা শেষে মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস শহীদকে ‘মব’ করে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন যুবক হেনস্তা করেন এবং আটক করে থানায় সোপর্দ করেন।
৪ মিনিট আগে
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর মেয়ে বুশরা আফরিনকে ডাকা হয়েছিল।
২০ মিনিট আগে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
৪৪ মিনিট আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
১ ঘণ্টা আগে