Ajker Patrika

লুটন-ব্রিটিশ বাংলাদেশি স্কুল পরিদর্শন করলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ২০: ০৪
বাগেরহাটের লুটন-ব্রিটিশ বাংলাদেশি হেল্পিং হ্যান্ড হাইস্কুল পরিদর্শনের সময় শিক্ষকদের সঙ্গে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা
বাগেরহাটের লুটন-ব্রিটিশ বাংলাদেশি হেল্পিং হ্যান্ড হাইস্কুল পরিদর্শনের সময় শিক্ষকদের সঙ্গে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের লুটন-ব্রিটিশ বাংলাদেশি হেল্পিং হ্যান্ড হাইস্কুল পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ শনিবার সকালে তিনি সদর উপজেলার শ্রীঘাট এলাকায় এই বিদ্যালয়ে পৌঁছে স্কুলভবন ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পরিদর্শনের সময় বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পি রানী দাস উপস্থিত ছিলেন।

প্রত্যন্ত গ্রামের এই শিক্ষাপ্রতিষ্ঠান উপদেষ্টা সাখাওয়াত হোসেন পরিদর্শন করায় খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। এ ছাড়া তিনি বিদ্যালয়ের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন সংশ্লিষ্টদের কাছে।

২০০৯ সালে যুক্তরাজ্যের লুটন প্রদেশের একটি সংস্থার অর্থায়নে বাগেরহাটের সদর উপজেলার শ্রীঘাট এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টিতে বর্তমানে সাতজন শিক্ষক, চারজন কর্মচারী ও ১২০ জনের মতো শিক্ষার্থী রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত