বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট কারাগারে বন্দী কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান বাবুসহ চার কারাবন্দীকে শাস্তি হিসেবে ডান্ডাবেড়ি পরানো হয়।
শাস্তি পাওয়া তিনজন হলেন বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার। তবে বাবুর কাছে তিনটি নয়, ১০০ ইয়াবা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
কারা অভ্যন্তরের একটি বিশ্বস্ত সূত্র বলছে, বাবুর ব্যাগে তল্লাশি করে ১০০টি ইয়াবা পাওয়া গেছে। তবে জটিলতা এড়াতে তিনটি ইয়াবার বিষয় উল্লেখ করা হচ্ছে। কারা অভ্যন্তরে ইয়াবা প্রবেশের ক্ষেত্রে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্বে থাকা কারারক্ষী আনোয়ারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ অনেকের।
বাগেরহাটের জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, ‘কারাবন্দী বাবুকে নিয়ে সন্দেহ হলে দায়িত্বরত কারারক্ষীরা আমাদের জানান। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে তিনটি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেল কোড অনুযায়ী বাবুসহ চারজনকে ডান্ডাবেড়ি পরানো হয়েছে।’ তবে কারাগারের অভ্যন্তরে কীভাবে ইয়াবা ঢুকল, এমন প্রশ্নের উত্তর দেননি জেল সুপার।
এ বিষয়ে কারাগারে সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ‘আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারব না।’ এরপর তিনি তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয় মেহেদী হাসান বাবুকে।

বাগেরহাট কারাগারে বন্দী কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান বাবুসহ চার কারাবন্দীকে শাস্তি হিসেবে ডান্ডাবেড়ি পরানো হয়।
শাস্তি পাওয়া তিনজন হলেন বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার। তবে বাবুর কাছে তিনটি নয়, ১০০ ইয়াবা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
কারা অভ্যন্তরের একটি বিশ্বস্ত সূত্র বলছে, বাবুর ব্যাগে তল্লাশি করে ১০০টি ইয়াবা পাওয়া গেছে। তবে জটিলতা এড়াতে তিনটি ইয়াবার বিষয় উল্লেখ করা হচ্ছে। কারা অভ্যন্তরে ইয়াবা প্রবেশের ক্ষেত্রে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্বে থাকা কারারক্ষী আনোয়ারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ অনেকের।
বাগেরহাটের জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, ‘কারাবন্দী বাবুকে নিয়ে সন্দেহ হলে দায়িত্বরত কারারক্ষীরা আমাদের জানান। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে তিনটি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেল কোড অনুযায়ী বাবুসহ চারজনকে ডান্ডাবেড়ি পরানো হয়েছে।’ তবে কারাগারের অভ্যন্তরে কীভাবে ইয়াবা ঢুকল, এমন প্রশ্নের উত্তর দেননি জেল সুপার।
এ বিষয়ে কারাগারে সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ‘আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারব না।’ এরপর তিনি তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয় মেহেদী হাসান বাবুকে।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে