বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট কারাগারে বন্দী কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান বাবুসহ চার কারাবন্দীকে শাস্তি হিসেবে ডান্ডাবেড়ি পরানো হয়।
শাস্তি পাওয়া তিনজন হলেন বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার। তবে বাবুর কাছে তিনটি নয়, ১০০ ইয়াবা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
কারা অভ্যন্তরের একটি বিশ্বস্ত সূত্র বলছে, বাবুর ব্যাগে তল্লাশি করে ১০০টি ইয়াবা পাওয়া গেছে। তবে জটিলতা এড়াতে তিনটি ইয়াবার বিষয় উল্লেখ করা হচ্ছে। কারা অভ্যন্তরে ইয়াবা প্রবেশের ক্ষেত্রে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্বে থাকা কারারক্ষী আনোয়ারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ অনেকের।
বাগেরহাটের জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, ‘কারাবন্দী বাবুকে নিয়ে সন্দেহ হলে দায়িত্বরত কারারক্ষীরা আমাদের জানান। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে তিনটি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেল কোড অনুযায়ী বাবুসহ চারজনকে ডান্ডাবেড়ি পরানো হয়েছে।’ তবে কারাগারের অভ্যন্তরে কীভাবে ইয়াবা ঢুকল, এমন প্রশ্নের উত্তর দেননি জেল সুপার।
এ বিষয়ে কারাগারে সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ‘আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারব না।’ এরপর তিনি তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয় মেহেদী হাসান বাবুকে।

বাগেরহাট কারাগারে বন্দী কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান বাবুসহ চার কারাবন্দীকে শাস্তি হিসেবে ডান্ডাবেড়ি পরানো হয়।
শাস্তি পাওয়া তিনজন হলেন বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার। তবে বাবুর কাছে তিনটি নয়, ১০০ ইয়াবা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
কারা অভ্যন্তরের একটি বিশ্বস্ত সূত্র বলছে, বাবুর ব্যাগে তল্লাশি করে ১০০টি ইয়াবা পাওয়া গেছে। তবে জটিলতা এড়াতে তিনটি ইয়াবার বিষয় উল্লেখ করা হচ্ছে। কারা অভ্যন্তরে ইয়াবা প্রবেশের ক্ষেত্রে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্বে থাকা কারারক্ষী আনোয়ারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ অনেকের।
বাগেরহাটের জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, ‘কারাবন্দী বাবুকে নিয়ে সন্দেহ হলে দায়িত্বরত কারারক্ষীরা আমাদের জানান। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে তিনটি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেল কোড অনুযায়ী বাবুসহ চারজনকে ডান্ডাবেড়ি পরানো হয়েছে।’ তবে কারাগারের অভ্যন্তরে কীভাবে ইয়াবা ঢুকল, এমন প্রশ্নের উত্তর দেননি জেল সুপার।
এ বিষয়ে কারাগারে সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ‘আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারব না।’ এরপর তিনি তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয় মেহেদী হাসান বাবুকে।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৪১ মিনিট আগে