নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে এবার তাঁর বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বেলা ২টার দিকে শিক্ষার্থীরা গেটে তালা ঝুলিয়ে দেন। তবে এ সময় উপাচার্য তাঁর বাসভবনে উপস্থিত ছিলেন না।
এর আগে উপাচার্যের পদত্যাগ দাবিতে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন প্রতিবাদী গানের পাশাপাশি উপাচার্যবিরোধী বক্তব্যও দেন তাঁরা। পরে তাঁর বাসভবনের গেটে তালা ঝুলিয়ে ফুল গুঁজে দেন আন্দোলনকারীরা। এতেও যদি ভিসি পদত্যাগ না করেন বা অপসারণ না হন, তাহলে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্নসহ পুরো দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থী রাকিন খান বলেন, ‘আমাদের এক দফা দাবিতে উপাচার্যের অপসারণ চেয়ে আসছি। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক সব দপ্তর বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে বুধবার ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছি। আমরা আশা করছি নতুন উপাচার্য এসে এ বাসভবন ও প্রশাসনিক ভবনের তালা খুলবেন। ভিসির বাসভবন থেকে সবাইকে বের করে তালার পাশাপাশি ফুলও ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ বাসভবনে ড. শুচিতার মতো কোনো স্বৈরাচারের ছায়া যেন না থাকে।’
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, শিক্ষার্থীরা এখন তালা ঝুলিয়েছেন। ভিসি অপসারিত না হলে বাসভবনের বিদ্যুৎ এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হবে।
জানা গেছে, শিক্ষার্থীদের ২২ দফা দাবি পূরণে ব্যর্থতা, চিকিৎসার অভাবে মারা যাওয়া শিক্ষার্থীকে অর্থ সহায়তা না দেওয়া, ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসরদের লালন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এবং বিভিন্ন উন্নয়ন খাতে দুর্নীতির অভিযোগে উপাচার্য ড. শুচিতার অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ১৯ দিন ধরে ববি উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। এ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে এখন পর্যন্ত বসেননি ভিসি। উল্টো আন্দোলন দমনে করেছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা। এর জেরে ৫ মে রোববার থেকে শিক্ষার্থীরা ফুঁসে উঠে উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা দেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে এবার তাঁর বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বেলা ২টার দিকে শিক্ষার্থীরা গেটে তালা ঝুলিয়ে দেন। তবে এ সময় উপাচার্য তাঁর বাসভবনে উপস্থিত ছিলেন না।
এর আগে উপাচার্যের পদত্যাগ দাবিতে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন প্রতিবাদী গানের পাশাপাশি উপাচার্যবিরোধী বক্তব্যও দেন তাঁরা। পরে তাঁর বাসভবনের গেটে তালা ঝুলিয়ে ফুল গুঁজে দেন আন্দোলনকারীরা। এতেও যদি ভিসি পদত্যাগ না করেন বা অপসারণ না হন, তাহলে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্নসহ পুরো দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থী রাকিন খান বলেন, ‘আমাদের এক দফা দাবিতে উপাচার্যের অপসারণ চেয়ে আসছি। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক সব দপ্তর বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে বুধবার ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছি। আমরা আশা করছি নতুন উপাচার্য এসে এ বাসভবন ও প্রশাসনিক ভবনের তালা খুলবেন। ভিসির বাসভবন থেকে সবাইকে বের করে তালার পাশাপাশি ফুলও ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ বাসভবনে ড. শুচিতার মতো কোনো স্বৈরাচারের ছায়া যেন না থাকে।’
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, শিক্ষার্থীরা এখন তালা ঝুলিয়েছেন। ভিসি অপসারিত না হলে বাসভবনের বিদ্যুৎ এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হবে।
জানা গেছে, শিক্ষার্থীদের ২২ দফা দাবি পূরণে ব্যর্থতা, চিকিৎসার অভাবে মারা যাওয়া শিক্ষার্থীকে অর্থ সহায়তা না দেওয়া, ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসরদের লালন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এবং বিভিন্ন উন্নয়ন খাতে দুর্নীতির অভিযোগে উপাচার্য ড. শুচিতার অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ১৯ দিন ধরে ববি উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। এ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে এখন পর্যন্ত বসেননি ভিসি। উল্টো আন্দোলন দমনে করেছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা। এর জেরে ৫ মে রোববার থেকে শিক্ষার্থীরা ফুঁসে উঠে উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা দেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে