দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর বলেছেন, ‘বিজিবি সীমান্ত সুরক্ষায় কাউকে ছাড় দেবে না। সীমান্তের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত বিজিবি। মাদক, চোরাচালান, পুশ ইন বন্ধে কাজ করছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা দিতে বিজিবিকে স্থানীয় জনসাধারণ পূর্বে থেকে সহযোগিতা করে আসছে। আমরা মনে করি, আগামীতেও তাঁরা আমাদের পাশে থাকবেন।’
আজ রোববার নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধীনে সাতক্ষীরার দেবহাটায় নবনির্মিত ছুটিপুর বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন এসব কথা বলেন।
রিজিয়ন কমান্ডার বলেন, ‘বর্তমানে ভারত বিভিন্ন এলাকায় পুশ ইন করছে, যা সম্পূর্ণ অবৈধ। আমরা চাই যেকোনো ইস্যু রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান হোক। কিন্তু তারা তাদের দেশের অবৈধ নাগরিক ও বাংলাদেশিদের সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করাচ্ছে। যদি তাদের আটকের তালিকায় বাংলাদেশের কোনো নাগরিক থাকেন, তাঁদের ঠিকানা নিশ্চিত করে আলোচনার মাধ্যমে সঠিক পন্থায় দেশে ফেরানো উচিত। কিন্তু ভারতীয় বাহিনী সেটি না করে নির্জন দ্বীপ বা চরে তাঁদের ফেলে রেখে যাচ্ছে। এটি বন্ধে আমরা উদ্যোগ গ্রহণ করব।’
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক, রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব প্রমুখ।
বিওপি উদ্বোধন শেষে প্রধান অতিথি সেখানে দুস্থ, অসচ্ছল স্থানীয় রোগীদের জন্য চলমান ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসহায়তা বিতরণ কর্মসূচি পরিদর্শন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর বলেছেন, ‘বিজিবি সীমান্ত সুরক্ষায় কাউকে ছাড় দেবে না। সীমান্তের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত বিজিবি। মাদক, চোরাচালান, পুশ ইন বন্ধে কাজ করছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা দিতে বিজিবিকে স্থানীয় জনসাধারণ পূর্বে থেকে সহযোগিতা করে আসছে। আমরা মনে করি, আগামীতেও তাঁরা আমাদের পাশে থাকবেন।’
আজ রোববার নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধীনে সাতক্ষীরার দেবহাটায় নবনির্মিত ছুটিপুর বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন এসব কথা বলেন।
রিজিয়ন কমান্ডার বলেন, ‘বর্তমানে ভারত বিভিন্ন এলাকায় পুশ ইন করছে, যা সম্পূর্ণ অবৈধ। আমরা চাই যেকোনো ইস্যু রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান হোক। কিন্তু তারা তাদের দেশের অবৈধ নাগরিক ও বাংলাদেশিদের সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করাচ্ছে। যদি তাদের আটকের তালিকায় বাংলাদেশের কোনো নাগরিক থাকেন, তাঁদের ঠিকানা নিশ্চিত করে আলোচনার মাধ্যমে সঠিক পন্থায় দেশে ফেরানো উচিত। কিন্তু ভারতীয় বাহিনী সেটি না করে নির্জন দ্বীপ বা চরে তাঁদের ফেলে রেখে যাচ্ছে। এটি বন্ধে আমরা উদ্যোগ গ্রহণ করব।’
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক, রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব প্রমুখ।
বিওপি উদ্বোধন শেষে প্রধান অতিথি সেখানে দুস্থ, অসচ্ছল স্থানীয় রোগীদের জন্য চলমান ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসহায়তা বিতরণ কর্মসূচি পরিদর্শন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১৯ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে