পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামের জগৎবেড় ও জোংড়া ইউনিয়নের তিন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা প্রতিহত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয়রা।
বর্তমানে পুশইনের জন্য নিয়ে আসা ১৯ জন নারী-পুরুষকে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে শূন্যরেখায় রেখেছে বিএসএফ। বুধবার (২৮ মে) ভোরে এসব সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬০ নম্বরের ৭ নম্বর উপপিলারের জগৎবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মাথাভাঙ্গা থানার ময়নাতলী সীমান্ত। এ সীমান্ত দিয়ে বুড়াবুড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা চার নারী ও তিন পুরুষকে ঠেলে দেয়। সীমান্তের প্রধান পিলার ৮৬৪ নম্বরের জগৎবেড় ইউনিয়নের আমবাড়ী সীমান্ত এলাকার বিপরীতে ভারতের মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী সীমান্ত দিয়ে বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা পাঁচ নারী ও দুই পুরুষকে একইভাবে ঠেলে দেন।
এ সময় পচাভান্ডার ও আমবাড়ী এলাকার স্থানীয় বাসিন্দারা পুশইন চেষ্টার ঘটনা দেখে হাতে লাঠি নিয়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করতে বিএসএফ ও পুশইনের শিকার নারী-পুরুষদের বাধা দেন। খবর পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) শমসেরনগর ক্যাম্পের টহল দলের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে বাধা দেন।
অন্যদিকে সীমান্তের প্রধান পিলার ৮৮০ নম্বরের ১২ উপপিলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের বিপরীতে ভারতের শীতলকুচি থানার নলঙ্গবাড়ী সীমান্ত। এই সীমান্ত দিয়ে মহিষমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা দুই নারী ও তিন পুরুষকে ঠেলে পাঠান। এ সময়ও স্থানীয়রা এবং ধবলগুড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা বাধা দেন।
বর্তমানে তিন সীমান্তের শূন্যরেখায় নারী-পুরুষেরা অবস্থান করছেন। এসব সীমান্তে বিজিবি-বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘পাটগ্রাম উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে কিছু মানুষকে বিএসএফ পুশইনের চেষ্টা করেছে। আমরা জেনেছি, তারা ভারতীয় নাগরিক। বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রয়াশে আমরা বাংলাদেশে ঢুকতে দিইনি। বর্তমানে ভারতীয় বেড়ার বাইরে শূন্যরেখায় পুশইনের শিকার নারী-পুরুষ অবস্থান করছে। আমরা বিএসএফকে বলেছি তাদের ফিরিয়ে নিতে। আর যদি তারা (বিএসএফ) প্রমাণ করতে পারে বাংলাদেশি, তাহলে আমরা তাদের আলোচনার মাধ্যমে ফেরত নেব।’

লালমনিরহাটের পাটগ্রামের জগৎবেড় ও জোংড়া ইউনিয়নের তিন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা প্রতিহত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয়রা।
বর্তমানে পুশইনের জন্য নিয়ে আসা ১৯ জন নারী-পুরুষকে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে শূন্যরেখায় রেখেছে বিএসএফ। বুধবার (২৮ মে) ভোরে এসব সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬০ নম্বরের ৭ নম্বর উপপিলারের জগৎবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মাথাভাঙ্গা থানার ময়নাতলী সীমান্ত। এ সীমান্ত দিয়ে বুড়াবুড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা চার নারী ও তিন পুরুষকে ঠেলে দেয়। সীমান্তের প্রধান পিলার ৮৬৪ নম্বরের জগৎবেড় ইউনিয়নের আমবাড়ী সীমান্ত এলাকার বিপরীতে ভারতের মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী সীমান্ত দিয়ে বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা পাঁচ নারী ও দুই পুরুষকে একইভাবে ঠেলে দেন।
এ সময় পচাভান্ডার ও আমবাড়ী এলাকার স্থানীয় বাসিন্দারা পুশইন চেষ্টার ঘটনা দেখে হাতে লাঠি নিয়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করতে বিএসএফ ও পুশইনের শিকার নারী-পুরুষদের বাধা দেন। খবর পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) শমসেরনগর ক্যাম্পের টহল দলের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে বাধা দেন।
অন্যদিকে সীমান্তের প্রধান পিলার ৮৮০ নম্বরের ১২ উপপিলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের বিপরীতে ভারতের শীতলকুচি থানার নলঙ্গবাড়ী সীমান্ত। এই সীমান্ত দিয়ে মহিষমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা দুই নারী ও তিন পুরুষকে ঠেলে পাঠান। এ সময়ও স্থানীয়রা এবং ধবলগুড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা বাধা দেন।
বর্তমানে তিন সীমান্তের শূন্যরেখায় নারী-পুরুষেরা অবস্থান করছেন। এসব সীমান্তে বিজিবি-বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘পাটগ্রাম উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে কিছু মানুষকে বিএসএফ পুশইনের চেষ্টা করেছে। আমরা জেনেছি, তারা ভারতীয় নাগরিক। বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রয়াশে আমরা বাংলাদেশে ঢুকতে দিইনি। বর্তমানে ভারতীয় বেড়ার বাইরে শূন্যরেখায় পুশইনের শিকার নারী-পুরুষ অবস্থান করছে। আমরা বিএসএফকে বলেছি তাদের ফিরিয়ে নিতে। আর যদি তারা (বিএসএফ) প্রমাণ করতে পারে বাংলাদেশি, তাহলে আমরা তাদের আলোচনার মাধ্যমে ফেরত নেব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে