নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলক্ষেতের বাসা থেকে জুমার নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের (এইচআরডি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশফিকুর রহমান। গতকাল শুক্রবার দুপুর থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত এই ব্যাংক কর্মকর্তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি বাসার পাশে যে মসজিদে তাঁর জুমার নামাজ পড়ার কথা ছিল, সেখানেও তিনি যাননি।
এমন পরিস্থিতিতে আজ বিকেলে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।
মুশফিকুর রহমানের ছোট ভাই জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জুমার নামাজ পড়ার কথা বলে খিলক্ষেতের পূর্ব নাওয়াপাড়া এলাকার বাসা থেকে বের হন মুশফিকুর রহমান (৫৮)। সঙ্গে তিনি তাঁর মোবাইল ফোন নিয়ে যাননি। বাসায় রেখে যান। নামাজ শেষ হওয়ার অনেক পরেও বাসায় না ফেরায় তাঁর খোঁজ নিতে শুরু করেন পরিবারের সদস্যরা। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়। কিন্তু আজ বিকেল পর্যন্ত কোথাও তাঁর সন্ধান মেলেনি।
জিয়াউর রহমান জানান, মুশফিকুর রহমানের বাসা ও আশপাশের সড়কের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করা হয়েছে। তাতে দেখা যায়, গতকাল দুপুরে বাসার পাশের মসজিদে তিনি জুমার নামাজ আদায় করতে যাননি।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই ব্যাংক কর্মকর্তার সন্ধানে আজ খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তার নিখোঁজের বিষয়টি তদন্ত করা হচ্ছে। বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এখনো তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে।

রাজধানীর খিলক্ষেতের বাসা থেকে জুমার নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের (এইচআরডি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশফিকুর রহমান। গতকাল শুক্রবার দুপুর থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত এই ব্যাংক কর্মকর্তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি বাসার পাশে যে মসজিদে তাঁর জুমার নামাজ পড়ার কথা ছিল, সেখানেও তিনি যাননি।
এমন পরিস্থিতিতে আজ বিকেলে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।
মুশফিকুর রহমানের ছোট ভাই জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জুমার নামাজ পড়ার কথা বলে খিলক্ষেতের পূর্ব নাওয়াপাড়া এলাকার বাসা থেকে বের হন মুশফিকুর রহমান (৫৮)। সঙ্গে তিনি তাঁর মোবাইল ফোন নিয়ে যাননি। বাসায় রেখে যান। নামাজ শেষ হওয়ার অনেক পরেও বাসায় না ফেরায় তাঁর খোঁজ নিতে শুরু করেন পরিবারের সদস্যরা। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়। কিন্তু আজ বিকেল পর্যন্ত কোথাও তাঁর সন্ধান মেলেনি।
জিয়াউর রহমান জানান, মুশফিকুর রহমানের বাসা ও আশপাশের সড়কের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করা হয়েছে। তাতে দেখা যায়, গতকাল দুপুরে বাসার পাশের মসজিদে তিনি জুমার নামাজ আদায় করতে যাননি।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই ব্যাংক কর্মকর্তার সন্ধানে আজ খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তার নিখোঁজের বিষয়টি তদন্ত করা হচ্ছে। বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এখনো তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে