প্রতিনিধি, কিশোরগঞ্জ

শষ্যভান্ডার খ্যাত কিশোরগঞ্জের হাওরগুলোতে ব্যস্ত সময় পার করছে বোরো চাষিরা। চলতি বছর এ জেলায় ১ লাখ ৬৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকলে অতীতের সব রেকর্ড ভেঙ্গে আশানুরূপ ধান উৎপাদন হবে বলে আশা করেছন কৃষকরা।
চলতি বোরো মৌসুমে গত বারের তুলনায় প্রায় ৫শ হেক্টর জমিতে বেশি ধান চাষ হয়েছে। এবছর হোসেনপুর উপজেলায় ৭ হাজার ৬৬০ হেক্টর, কিশোরগঞ্জ সদরে ৯ হাজার ২১০ হেক্টর, পাকুন্দিয়ায় ১০ হাজার ২৩০ হেক্টর, কটিয়াদীতে ১২ হাজার ৮৫০ হেক্টর, করিমগঞ্জে ৯ হাজার ৬৭০ হেক্টর, তাড়াইলে ১০ হাজার ৩০০ হেক্টর, ইটনায় ২৬ হাজার ৩৪৫ হেক্টর, মিঠামইনে ১৬ হাজার ১৮০ হেক্টর, নিকলীতে ১৪ হাজার ৭৪৫ হেক্টর, অষ্টগ্রামে ২৪ হাজার ১৩৫ হেক্টর, বাজিতপুরে ১২ হাজার ৩০০ হেক্টর, কুলিয়ারচরে ৬ হাজার ৫৬৫ হেক্টর ও ভৈরব উপজেলায় ৬ হাজার ৬৬০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।
প্রতি মণ ধানের বর্তমান বাজার দর ১১শ টাকা। ধানের খড় বা বিচালি বিক্রি হচ্ছে মোটা দামে। আগাম বন্যা, পোকা মাকড়ের আক্রমণ, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্যে ধানের ন্যায্য মূল্য না পাওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে উঠতে পারলে অতীতের যে কোন সময়ের চেয়ে লাভবান হবেন বলে মনে করছেন কিশোরগঞ্জের হাওর অঞ্চলের চাষীরা।
ইটনা উপজেলার এলংজুড়ি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের কৃষক আব্দুল মালেক জানান, প্রতিবছর বোরো ধান কৃষকের ঘরে উঠার সঙ্গে সঙ্গে অসাধু আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে দেয়।
অধিকাংশ কৃষকরা জানান, প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় কম মূল্যে কৃষকদের ধান বিক্রি করে দিতে হয়। সরকারি ধান ক্রয় সংস্থাগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা গেলে প্রকৃত চাষিরা সুফল পাবে। এ জন্য সরাসরি কৃষকদের নিকট থেকে ধান কেনার ব্যবস্থা করতে হবে। আর না হয় গতবারের মত এবারও চাষিরা ক্ষতিগ্রস্থ হবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ছাইফুল আলম বলেন, এবছর প্রায় ৫৮ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছি। কৃষি বিভাগ কৃষকদের সার্বক্ষণিক পাশে থেকে বোরো আবাদের তদারকি করে যাচ্ছে।

শষ্যভান্ডার খ্যাত কিশোরগঞ্জের হাওরগুলোতে ব্যস্ত সময় পার করছে বোরো চাষিরা। চলতি বছর এ জেলায় ১ লাখ ৬৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকলে অতীতের সব রেকর্ড ভেঙ্গে আশানুরূপ ধান উৎপাদন হবে বলে আশা করেছন কৃষকরা।
চলতি বোরো মৌসুমে গত বারের তুলনায় প্রায় ৫শ হেক্টর জমিতে বেশি ধান চাষ হয়েছে। এবছর হোসেনপুর উপজেলায় ৭ হাজার ৬৬০ হেক্টর, কিশোরগঞ্জ সদরে ৯ হাজার ২১০ হেক্টর, পাকুন্দিয়ায় ১০ হাজার ২৩০ হেক্টর, কটিয়াদীতে ১২ হাজার ৮৫০ হেক্টর, করিমগঞ্জে ৯ হাজার ৬৭০ হেক্টর, তাড়াইলে ১০ হাজার ৩০০ হেক্টর, ইটনায় ২৬ হাজার ৩৪৫ হেক্টর, মিঠামইনে ১৬ হাজার ১৮০ হেক্টর, নিকলীতে ১৪ হাজার ৭৪৫ হেক্টর, অষ্টগ্রামে ২৪ হাজার ১৩৫ হেক্টর, বাজিতপুরে ১২ হাজার ৩০০ হেক্টর, কুলিয়ারচরে ৬ হাজার ৫৬৫ হেক্টর ও ভৈরব উপজেলায় ৬ হাজার ৬৬০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।
প্রতি মণ ধানের বর্তমান বাজার দর ১১শ টাকা। ধানের খড় বা বিচালি বিক্রি হচ্ছে মোটা দামে। আগাম বন্যা, পোকা মাকড়ের আক্রমণ, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্যে ধানের ন্যায্য মূল্য না পাওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে উঠতে পারলে অতীতের যে কোন সময়ের চেয়ে লাভবান হবেন বলে মনে করছেন কিশোরগঞ্জের হাওর অঞ্চলের চাষীরা।
ইটনা উপজেলার এলংজুড়ি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের কৃষক আব্দুল মালেক জানান, প্রতিবছর বোরো ধান কৃষকের ঘরে উঠার সঙ্গে সঙ্গে অসাধু আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে দেয়।
অধিকাংশ কৃষকরা জানান, প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় কম মূল্যে কৃষকদের ধান বিক্রি করে দিতে হয়। সরকারি ধান ক্রয় সংস্থাগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা গেলে প্রকৃত চাষিরা সুফল পাবে। এ জন্য সরাসরি কৃষকদের নিকট থেকে ধান কেনার ব্যবস্থা করতে হবে। আর না হয় গতবারের মত এবারও চাষিরা ক্ষতিগ্রস্থ হবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ছাইফুল আলম বলেন, এবছর প্রায় ৫৮ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছি। কৃষি বিভাগ কৃষকদের সার্বক্ষণিক পাশে থেকে বোরো আবাদের তদারকি করে যাচ্ছে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে