প্রতিনিধি, কিশোরগঞ্জ

শষ্যভান্ডার খ্যাত কিশোরগঞ্জের হাওরগুলোতে ব্যস্ত সময় পার করছে বোরো চাষিরা। চলতি বছর এ জেলায় ১ লাখ ৬৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকলে অতীতের সব রেকর্ড ভেঙ্গে আশানুরূপ ধান উৎপাদন হবে বলে আশা করেছন কৃষকরা।
চলতি বোরো মৌসুমে গত বারের তুলনায় প্রায় ৫শ হেক্টর জমিতে বেশি ধান চাষ হয়েছে। এবছর হোসেনপুর উপজেলায় ৭ হাজার ৬৬০ হেক্টর, কিশোরগঞ্জ সদরে ৯ হাজার ২১০ হেক্টর, পাকুন্দিয়ায় ১০ হাজার ২৩০ হেক্টর, কটিয়াদীতে ১২ হাজার ৮৫০ হেক্টর, করিমগঞ্জে ৯ হাজার ৬৭০ হেক্টর, তাড়াইলে ১০ হাজার ৩০০ হেক্টর, ইটনায় ২৬ হাজার ৩৪৫ হেক্টর, মিঠামইনে ১৬ হাজার ১৮০ হেক্টর, নিকলীতে ১৪ হাজার ৭৪৫ হেক্টর, অষ্টগ্রামে ২৪ হাজার ১৩৫ হেক্টর, বাজিতপুরে ১২ হাজার ৩০০ হেক্টর, কুলিয়ারচরে ৬ হাজার ৫৬৫ হেক্টর ও ভৈরব উপজেলায় ৬ হাজার ৬৬০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।
প্রতি মণ ধানের বর্তমান বাজার দর ১১শ টাকা। ধানের খড় বা বিচালি বিক্রি হচ্ছে মোটা দামে। আগাম বন্যা, পোকা মাকড়ের আক্রমণ, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্যে ধানের ন্যায্য মূল্য না পাওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে উঠতে পারলে অতীতের যে কোন সময়ের চেয়ে লাভবান হবেন বলে মনে করছেন কিশোরগঞ্জের হাওর অঞ্চলের চাষীরা।
ইটনা উপজেলার এলংজুড়ি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের কৃষক আব্দুল মালেক জানান, প্রতিবছর বোরো ধান কৃষকের ঘরে উঠার সঙ্গে সঙ্গে অসাধু আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে দেয়।
অধিকাংশ কৃষকরা জানান, প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় কম মূল্যে কৃষকদের ধান বিক্রি করে দিতে হয়। সরকারি ধান ক্রয় সংস্থাগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা গেলে প্রকৃত চাষিরা সুফল পাবে। এ জন্য সরাসরি কৃষকদের নিকট থেকে ধান কেনার ব্যবস্থা করতে হবে। আর না হয় গতবারের মত এবারও চাষিরা ক্ষতিগ্রস্থ হবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ছাইফুল আলম বলেন, এবছর প্রায় ৫৮ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছি। কৃষি বিভাগ কৃষকদের সার্বক্ষণিক পাশে থেকে বোরো আবাদের তদারকি করে যাচ্ছে।

শষ্যভান্ডার খ্যাত কিশোরগঞ্জের হাওরগুলোতে ব্যস্ত সময় পার করছে বোরো চাষিরা। চলতি বছর এ জেলায় ১ লাখ ৬৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকলে অতীতের সব রেকর্ড ভেঙ্গে আশানুরূপ ধান উৎপাদন হবে বলে আশা করেছন কৃষকরা।
চলতি বোরো মৌসুমে গত বারের তুলনায় প্রায় ৫শ হেক্টর জমিতে বেশি ধান চাষ হয়েছে। এবছর হোসেনপুর উপজেলায় ৭ হাজার ৬৬০ হেক্টর, কিশোরগঞ্জ সদরে ৯ হাজার ২১০ হেক্টর, পাকুন্দিয়ায় ১০ হাজার ২৩০ হেক্টর, কটিয়াদীতে ১২ হাজার ৮৫০ হেক্টর, করিমগঞ্জে ৯ হাজার ৬৭০ হেক্টর, তাড়াইলে ১০ হাজার ৩০০ হেক্টর, ইটনায় ২৬ হাজার ৩৪৫ হেক্টর, মিঠামইনে ১৬ হাজার ১৮০ হেক্টর, নিকলীতে ১৪ হাজার ৭৪৫ হেক্টর, অষ্টগ্রামে ২৪ হাজার ১৩৫ হেক্টর, বাজিতপুরে ১২ হাজার ৩০০ হেক্টর, কুলিয়ারচরে ৬ হাজার ৫৬৫ হেক্টর ও ভৈরব উপজেলায় ৬ হাজার ৬৬০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।
প্রতি মণ ধানের বর্তমান বাজার দর ১১শ টাকা। ধানের খড় বা বিচালি বিক্রি হচ্ছে মোটা দামে। আগাম বন্যা, পোকা মাকড়ের আক্রমণ, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্যে ধানের ন্যায্য মূল্য না পাওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে উঠতে পারলে অতীতের যে কোন সময়ের চেয়ে লাভবান হবেন বলে মনে করছেন কিশোরগঞ্জের হাওর অঞ্চলের চাষীরা।
ইটনা উপজেলার এলংজুড়ি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের কৃষক আব্দুল মালেক জানান, প্রতিবছর বোরো ধান কৃষকের ঘরে উঠার সঙ্গে সঙ্গে অসাধু আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে দেয়।
অধিকাংশ কৃষকরা জানান, প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় কম মূল্যে কৃষকদের ধান বিক্রি করে দিতে হয়। সরকারি ধান ক্রয় সংস্থাগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা গেলে প্রকৃত চাষিরা সুফল পাবে। এ জন্য সরাসরি কৃষকদের নিকট থেকে ধান কেনার ব্যবস্থা করতে হবে। আর না হয় গতবারের মত এবারও চাষিরা ক্ষতিগ্রস্থ হবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ছাইফুল আলম বলেন, এবছর প্রায় ৫৮ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছি। কৃষি বিভাগ কৃষকদের সার্বক্ষণিক পাশে থেকে বোরো আবাদের তদারকি করে যাচ্ছে।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৯ ঘণ্টা আগে