প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর মেঘনা নদীতে কচুরিপানার কারণে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নৌযান চালকসহ চরাঞ্চলের ১২ ইউনিয়নে যাতায়াতকারী মানুষদের। প্রতিবছর এই মৌসুমে মেঘনায় কচুরিপানার জট লেগে নৌ চলাচলের দুর্ভোগ বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিন গিয়ে চরাঞ্চলের বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সদর ও রায়পুরা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতেই যাতায়াত করতে হয় নৌপথে। এছাড়া পার্শ্ববর্তী জেলার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরেও যাতায়াত করতে হয় নৌপথে। খেয়া নৌকা, ইঞ্জিনচালিত নৌকা ও স্পীড বোটে প্রতিদিন হাজার হাজার মানুষকে নরসিংদী জেলা শহর হয়ে বিভিন্ন স্থানে আসা যাওয়া করতে হয়। চরাঞ্চলের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানুষসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জেলা শহর থেকে নৌপথে যাতায়াত করে থাকেন। এছাড়া চরাঞ্চলীয় বাজারের ব্যবসায়ীদের মালামাল পরিবহন করতে হয় নৌপথে। চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য ও দুধ নৌপরিবহন করে বিক্রি করতে হয় নরসিংদী জেলা শহরে। কয়েক সপ্তাহ ধরে নরসিংদী শহর সংলগ্ন মেঘনা ও মেঘনার শাখা নদীতে কচুরিপানার কারণে ব্যাহত হচ্ছে নৌ চলাচল।
নৌযান চালক ও যাত্রীরা জানান, প্রতিবছরের মতো এবারও মেঘনা ও মেঘনার শাখা নদীতে প্রচুর পরিমানে কচুরিপানার জট দেখা দিয়েছে। সদর উপজেলার নলবাটা থেকে শুরু করে নরসিংদী শহর সংলগ্ন থানাঘাট ও নাগরিয়াকান্দি এলাকার শেখ হাসিনা সেতু পর্যন্ত কচুরিপানার জট লেগে আছে। এতে ইঞ্জিনচালিত নৌকা ও স্পীড বোটে কোনরকমে পার হতে পারলেও বেশি ভোগান্তিতে পড়ছেন ছোট ছোট খেয়া নৌকার যাত্রী ও চালকরা। প্রায় সময়ই কচুরিপানা আটকে বন্ধ হয়ে যাচ্ছে নৌযানের ইঞ্জিন।
এতে দীর্ঘ সময় আটকা থাকতে হচ্ছে নৌযানগুলোকে। কচুরিপানার জট এড়িয়ে যাতায়াত করতে গিয়ে ব্যয় করতে হচ্ছে বাড়তি সময়। যেখানে যেতে সময় লাগতো ৩০ মিনিট সেখানে সময় লাগছে এক ঘন্টারও বেশি। এছাড়া ভৈরব ও নারায়ণগঞ্জ নদী বন্দরসহ দেশের বিভিন্ন নদী বন্দরে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কচুরিপানা। প্রতিবছরই নৌপথে কচুরিপানার কারণে এমন দুর্ভোগ দেখা দিলেও সমাধানের উদ্যোগ নেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ’র।
ইঞ্জিনচালিত নৌকার চালক জহিরুল হক বলেন, প্রতিবছরই এই সময়টাতে নদীতে কচুরিপানার কারণে ভোগান্তিতে পড়তে হয়। কচুরি আটকে বারবার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে সময়মত গন্তব্যে যাওয়া যাচ্ছে না। দুর্ভোগের পাশাপাশি আমাদের আয়ও কমে গেছে।
নৌযান চালক নজরুল ইসলাম বলেন, নদীতে কচুরিপানার কারণে নৌ চলাচল ব্যাহত হলেও এসব দেখার কেউ নেই। তাই বাধ্য হয়ে ভোগান্তি মাথায় নিয়েই চলতে হচ্ছে।
করিমপুর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন সরকার বলেন, করিমপুর ও নজরপুর এলাকায় শেখ হাসিনা সেতু হয়ে যাতায়াত করা গেলেও অন্যান্য এলাকায় যেতে হয় নৌপথে। কিন্তু কচুরিপানার কারণে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে চরাঞ্চলের মানুষকে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নরসিংদী নদী বন্দর) নূর হোসেন বলেন, ‘আমাকে নরসিংদী নদী বন্দরে নতুন পদায়ণ করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পরপরই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় কচুরিপানার কারণে নৌ চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। সুস্থ হয়ে দায়িত্ব পালন শুরুর সময় এ সমস্যা সমাধানের উদ্যোগ নেবো’।

নরসিংদীর মেঘনা নদীতে কচুরিপানার কারণে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নৌযান চালকসহ চরাঞ্চলের ১২ ইউনিয়নে যাতায়াতকারী মানুষদের। প্রতিবছর এই মৌসুমে মেঘনায় কচুরিপানার জট লেগে নৌ চলাচলের দুর্ভোগ বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিন গিয়ে চরাঞ্চলের বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সদর ও রায়পুরা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতেই যাতায়াত করতে হয় নৌপথে। এছাড়া পার্শ্ববর্তী জেলার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরেও যাতায়াত করতে হয় নৌপথে। খেয়া নৌকা, ইঞ্জিনচালিত নৌকা ও স্পীড বোটে প্রতিদিন হাজার হাজার মানুষকে নরসিংদী জেলা শহর হয়ে বিভিন্ন স্থানে আসা যাওয়া করতে হয়। চরাঞ্চলের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানুষসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জেলা শহর থেকে নৌপথে যাতায়াত করে থাকেন। এছাড়া চরাঞ্চলীয় বাজারের ব্যবসায়ীদের মালামাল পরিবহন করতে হয় নৌপথে। চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য ও দুধ নৌপরিবহন করে বিক্রি করতে হয় নরসিংদী জেলা শহরে। কয়েক সপ্তাহ ধরে নরসিংদী শহর সংলগ্ন মেঘনা ও মেঘনার শাখা নদীতে কচুরিপানার কারণে ব্যাহত হচ্ছে নৌ চলাচল।
নৌযান চালক ও যাত্রীরা জানান, প্রতিবছরের মতো এবারও মেঘনা ও মেঘনার শাখা নদীতে প্রচুর পরিমানে কচুরিপানার জট দেখা দিয়েছে। সদর উপজেলার নলবাটা থেকে শুরু করে নরসিংদী শহর সংলগ্ন থানাঘাট ও নাগরিয়াকান্দি এলাকার শেখ হাসিনা সেতু পর্যন্ত কচুরিপানার জট লেগে আছে। এতে ইঞ্জিনচালিত নৌকা ও স্পীড বোটে কোনরকমে পার হতে পারলেও বেশি ভোগান্তিতে পড়ছেন ছোট ছোট খেয়া নৌকার যাত্রী ও চালকরা। প্রায় সময়ই কচুরিপানা আটকে বন্ধ হয়ে যাচ্ছে নৌযানের ইঞ্জিন।
এতে দীর্ঘ সময় আটকা থাকতে হচ্ছে নৌযানগুলোকে। কচুরিপানার জট এড়িয়ে যাতায়াত করতে গিয়ে ব্যয় করতে হচ্ছে বাড়তি সময়। যেখানে যেতে সময় লাগতো ৩০ মিনিট সেখানে সময় লাগছে এক ঘন্টারও বেশি। এছাড়া ভৈরব ও নারায়ণগঞ্জ নদী বন্দরসহ দেশের বিভিন্ন নদী বন্দরে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কচুরিপানা। প্রতিবছরই নৌপথে কচুরিপানার কারণে এমন দুর্ভোগ দেখা দিলেও সমাধানের উদ্যোগ নেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ’র।
ইঞ্জিনচালিত নৌকার চালক জহিরুল হক বলেন, প্রতিবছরই এই সময়টাতে নদীতে কচুরিপানার কারণে ভোগান্তিতে পড়তে হয়। কচুরি আটকে বারবার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে সময়মত গন্তব্যে যাওয়া যাচ্ছে না। দুর্ভোগের পাশাপাশি আমাদের আয়ও কমে গেছে।
নৌযান চালক নজরুল ইসলাম বলেন, নদীতে কচুরিপানার কারণে নৌ চলাচল ব্যাহত হলেও এসব দেখার কেউ নেই। তাই বাধ্য হয়ে ভোগান্তি মাথায় নিয়েই চলতে হচ্ছে।
করিমপুর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন সরকার বলেন, করিমপুর ও নজরপুর এলাকায় শেখ হাসিনা সেতু হয়ে যাতায়াত করা গেলেও অন্যান্য এলাকায় যেতে হয় নৌপথে। কিন্তু কচুরিপানার কারণে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে চরাঞ্চলের মানুষকে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নরসিংদী নদী বন্দর) নূর হোসেন বলেন, ‘আমাকে নরসিংদী নদী বন্দরে নতুন পদায়ণ করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পরপরই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় কচুরিপানার কারণে নৌ চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। সুস্থ হয়ে দায়িত্ব পালন শুরুর সময় এ সমস্যা সমাধানের উদ্যোগ নেবো’।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৪২ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৯ ঘণ্টা আগে