আজকের পত্রিকা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম— আবু সালেহ (৪৫)। তিনি ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার দুপুরে এ তথ্য জানান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। তিনি বলেন, ‘সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে থাকা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। তাঁর নাম আবু সালেহ (৪৫)। বাড়ি ঢাকা কেরানীগঞ্জে।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে- ওই ব্যক্তি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।’
এর আগে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পান পথচারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে। সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পশ্চিম পাশে গণিত ভবনের বিপরীতে মানুষজন জটলা বেঁধে আছেন।
পথচারী ও রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ফুটপাতের পাশেই মেহগনি গাছের চূড়ায় লাশটি ঝুলছিল।
হদয় নামের এক রিকশাচালক আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এই পথে রিকশা নিয়ে যাওয়ার সময় লাশটি দেখতে পাই। লাশটি গাছে ঝুলছিল। সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস এসে লাশ নিয়ে যায়।’
এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান আজকের পত্রিকা’কে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো এক ব্যক্তি ঝুলছেন বলে সকাল পৌনে ৯টার দিকে তাঁরা খবর পান। পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়।
এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো এক ব্যক্তি ঝুলছেন বলে সকাল পৌনে ৯টার দিকে তাঁরা খবর পান। পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম— আবু সালেহ (৪৫)। তিনি ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার দুপুরে এ তথ্য জানান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। তিনি বলেন, ‘সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে থাকা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। তাঁর নাম আবু সালেহ (৪৫)। বাড়ি ঢাকা কেরানীগঞ্জে।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে- ওই ব্যক্তি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।’
এর আগে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পান পথচারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে। সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পশ্চিম পাশে গণিত ভবনের বিপরীতে মানুষজন জটলা বেঁধে আছেন।
পথচারী ও রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ফুটপাতের পাশেই মেহগনি গাছের চূড়ায় লাশটি ঝুলছিল।
হদয় নামের এক রিকশাচালক আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এই পথে রিকশা নিয়ে যাওয়ার সময় লাশটি দেখতে পাই। লাশটি গাছে ঝুলছিল। সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস এসে লাশ নিয়ে যায়।’
এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান আজকের পত্রিকা’কে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো এক ব্যক্তি ঝুলছেন বলে সকাল পৌনে ৯টার দিকে তাঁরা খবর পান। পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়।
এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো এক ব্যক্তি ঝুলছেন বলে সকাল পৌনে ৯টার দিকে তাঁরা খবর পান। পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১০ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে