Ajker Patrika

বন্দর রক্ষা ও করিডর ঠেকাতে রোডমার্চ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া ঠেকাতে ও মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডরের উদ্যোগ বন্ধের দাবিতে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের’ রোডমার্চ চট্টগ্রামে পৌঁছেছে। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া ঠেকাতে ও মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডরের উদ্যোগ বন্ধের দাবিতে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের’ রোডমার্চ চট্টগ্রামে পৌঁছেছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া ঠেকাতে ও মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডরের উদ্যোগ বন্ধের দাবিতে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের’ রোডমার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে রোডমার্চটি বন্দর ভবনের সামনে পৌঁছায়। রোডমার্চে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজসহ বিভিন্ন বাম সংগঠনের নেতারা।

এর আগে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ নামের প্ল্যাটফর্মের ব্যানারে বাম নেতারা গতকাল শুক্রবার ঢাকা থেকে দুই দিনের রোডমার্চ শুরু করেন। রাতে ফেনীতে বিরতি নেন। আজ সকাল সাড়ে ৯টায় ফেনী থেকে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয় মিছিলের মাধ্যমে। মিছিলটি মহিপাল হয়ে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ট্রাংক রোড, দোয়েল চত্বর, খেজুর চত্বর, প্রেসক্লাব, বড় মসজিদ, সেন্ট্রাল হাই স্কুল হয়ে দাউদপুর ব্রিজ অতিক্রম করে। এরপর রোডমার্চে অংশগ্রহণকারীরা পরিবহনে চড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

মীরসরাই ও সীতাকুণ্ডে পথসভা করার পর বিকেলে রোডমার্চ চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং মোড়ে এসে জড়ো হয়। সেখান থেকে বন্দর ভবন অভিমুখে যাত্রা করে রোডমার্চ। রোডমার্চে অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত