নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিদ্ধেশ্বরীতে প্রাইভেট কার থেকে শিক্ষিকার ব্যাগ টান দিয়ে ছিনতাইয়ের ঘটনা তিন দিন পার হয়েছে। তবে এ ঘটনায় ওই নারীর পক্ষ থেকে এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন।
এদিকে পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ে ব্যবহৃত ওই প্রাইভেট কারের খোঁজ পেতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
ভুক্তভোগী নারীর নাম ফারহানা আক্তার জাহান। তিনি গাজীপুরের চন্দ্রার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক। প্রশিক্ষণে অংশ নিতে গত শনিবার সকালে সিদ্ধেশ্বরীর বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার আগে ছিনতাইয়ের শিকার হন তিনি।
গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেট কারে আসা ছিনতাইকারীরা তাঁর ভ্যানিটি ব্যাগটি টান দিলে তিনি রাস্তায় পড়ে যান। ব্যাগটি ধরে থাকায় গাড়ির সঙ্গে তিনিও টেনেহিঁচড়ে কিছুদূর যান। একপর্যায়ে হাত ছেড়ে দিলে গাড়িটি চলে যায়। আঘাত পেয়েও গাজীপুরে যান, সেখানে অংশ নেন প্রশিক্ষণে।
সেদিনের স্মৃতিচারণা করতে গিয়ে ফারহানা বলেন, ‘মনে হচ্ছিল, আমি হয়তো আর বাঁচব না। কিন্তু আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি।’
তিনি বলেন, ‘আমি এখানে প্রশিক্ষণে এসেছি, পরীক্ষাও দিতে হবে। তাই এখনো থানায় গিয়ে কিছু করতে পারিনি।’
মামলা না হওয়ার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ঢাকার বাইরে থাকায় মামলা হয়নি এখনো। অপরাধীদের শনাক্তে কাজ করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, গাড়ির নম্বরপ্লেট ছিল না। এ জন্য গাড়িটি চিহ্নিত করতে হিমশিম খেতে হচ্ছে। অপরাধীরা পেশাদার ও কৌশলী বলেও জানান তিনি।

সিদ্ধেশ্বরীতে প্রাইভেট কার থেকে শিক্ষিকার ব্যাগ টান দিয়ে ছিনতাইয়ের ঘটনা তিন দিন পার হয়েছে। তবে এ ঘটনায় ওই নারীর পক্ষ থেকে এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন।
এদিকে পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ে ব্যবহৃত ওই প্রাইভেট কারের খোঁজ পেতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
ভুক্তভোগী নারীর নাম ফারহানা আক্তার জাহান। তিনি গাজীপুরের চন্দ্রার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক। প্রশিক্ষণে অংশ নিতে গত শনিবার সকালে সিদ্ধেশ্বরীর বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার আগে ছিনতাইয়ের শিকার হন তিনি।
গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেট কারে আসা ছিনতাইকারীরা তাঁর ভ্যানিটি ব্যাগটি টান দিলে তিনি রাস্তায় পড়ে যান। ব্যাগটি ধরে থাকায় গাড়ির সঙ্গে তিনিও টেনেহিঁচড়ে কিছুদূর যান। একপর্যায়ে হাত ছেড়ে দিলে গাড়িটি চলে যায়। আঘাত পেয়েও গাজীপুরে যান, সেখানে অংশ নেন প্রশিক্ষণে।
সেদিনের স্মৃতিচারণা করতে গিয়ে ফারহানা বলেন, ‘মনে হচ্ছিল, আমি হয়তো আর বাঁচব না। কিন্তু আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি।’
তিনি বলেন, ‘আমি এখানে প্রশিক্ষণে এসেছি, পরীক্ষাও দিতে হবে। তাই এখনো থানায় গিয়ে কিছু করতে পারিনি।’
মামলা না হওয়ার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ঢাকার বাইরে থাকায় মামলা হয়নি এখনো। অপরাধীদের শনাক্তে কাজ করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, গাড়ির নম্বরপ্লেট ছিল না। এ জন্য গাড়িটি চিহ্নিত করতে হিমশিম খেতে হচ্ছে। অপরাধীরা পেশাদার ও কৌশলী বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
১০ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
১১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৭ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৪০ মিনিট আগে