নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোসরদের অপসারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়টির রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জুলাই ঐক্যের সংগঠকেরা।
এ সময় বিক্ষোভ সমাবেশে জুলাই ঘোষণাপত্র অতিদ্রুতই ঘোষণার দাবি করা হয়।
বিক্ষোভ সমাবেশে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, ‘এ জুলাইয়ের রক্তের ওপর দিয়ে যারা ক্ষমতায় বসেছিল তারা বিভিন্ন ইস্যুতে দৃশ্যমান কোনো কাজ করেনি। জুলাইয়ের সৈনিকদের বিপদে ঠেলে দিয়ে তোমরা ক্ষমতা ক্ষমতা করো।’
ড. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই। আপনার আশেপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাঁদেরকে অপসারণ করুন।’
মিনহাজ বলেন, ‘খুনি হাসিনাকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে ভারতে পালাতে বাধ্য করেছি, সেভাবে জুলাইয়ের রক্তের সঙ্গে যারা গাদ্দারি করবে তাঁদেরকেও আমরা পালাতে বাধ্য করব।
উপদেষ্টা মাহফুজের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাহফুজ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে। দেশের প্রশ্নে কেউ কাল হয়ে দাঁড়ালে আমরা তা সহ্য করব না।’
প্লাটফর্মের মুখপাত্র ইসরাফিল ফরাজী বলেন, ‘আজকে জুলাই যোদ্ধারা মাঠে আছে, এখনও ঘরে ফিরে যায় নাই। যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের গাদ্দারদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের যোদ্ধারা ঘরে ফিরবে না। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ঘোষণা দিয়ে সসম্মানে আমাদের সঙ্গে থাকুন।’
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তিন দাবি জানিয়ে বলেন, ‘সকল জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদীদের অপসারণ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমে যেসব আওয়ামী লীগের দোসর আছে তাদেরকে অতি দ্রুত সরিয়ে ব্যবস্থা নিতে হবে।’

জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোসরদের অপসারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়টির রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জুলাই ঐক্যের সংগঠকেরা।
এ সময় বিক্ষোভ সমাবেশে জুলাই ঘোষণাপত্র অতিদ্রুতই ঘোষণার দাবি করা হয়।
বিক্ষোভ সমাবেশে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, ‘এ জুলাইয়ের রক্তের ওপর দিয়ে যারা ক্ষমতায় বসেছিল তারা বিভিন্ন ইস্যুতে দৃশ্যমান কোনো কাজ করেনি। জুলাইয়ের সৈনিকদের বিপদে ঠেলে দিয়ে তোমরা ক্ষমতা ক্ষমতা করো।’
ড. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই। আপনার আশেপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাঁদেরকে অপসারণ করুন।’
মিনহাজ বলেন, ‘খুনি হাসিনাকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে ভারতে পালাতে বাধ্য করেছি, সেভাবে জুলাইয়ের রক্তের সঙ্গে যারা গাদ্দারি করবে তাঁদেরকেও আমরা পালাতে বাধ্য করব।
উপদেষ্টা মাহফুজের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাহফুজ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে। দেশের প্রশ্নে কেউ কাল হয়ে দাঁড়ালে আমরা তা সহ্য করব না।’
প্লাটফর্মের মুখপাত্র ইসরাফিল ফরাজী বলেন, ‘আজকে জুলাই যোদ্ধারা মাঠে আছে, এখনও ঘরে ফিরে যায় নাই। যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের গাদ্দারদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের যোদ্ধারা ঘরে ফিরবে না। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ঘোষণা দিয়ে সসম্মানে আমাদের সঙ্গে থাকুন।’
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তিন দাবি জানিয়ে বলেন, ‘সকল জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদীদের অপসারণ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমে যেসব আওয়ামী লীগের দোসর আছে তাদেরকে অতি দ্রুত সরিয়ে ব্যবস্থা নিতে হবে।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩ ঘণ্টা আগে