কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বের হন। এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের অভ্যর্থনা গ্রহণ করেন এবং সমর্থক ও কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে বেলা পৌনে ২টার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তাঁকে রিসিভ করে নিতে আসেন তাঁর পরিবারের লোকজন ও বিএনপির নেতাকর্মীরা।
বাবরের মুক্তির খবরে তাঁর নির্বাচনী এলাকার কয়েক হাজার কর্মী-সমর্থক কারাফটকে ভিড় করেন। তাঁদের ভিড় সামলাতে না পেরে কারাগারের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। মুক্তির পর বাবরকে বহনকারী গাড়ি কারাগারের মূল ফটকের দিকে আসতে দেখে নেতা-কর্মীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে তাঁকে অভ্যর্থনা জানান। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
লুৎফুজ্জামান বাবরের শ্যালক সাদাত রহমান আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘ ১৭ বছর পর আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মুক্তির পর তিনি নিজ গাড়িতে করে জিয়ার মাজারের উদ্দেশে রওনা হন। সেখান থেকে রাজধানীর গুলশানের বাসায় ফেরেন। লুৎফুজ্জামান বাবরের মুক্তির মধ্য দিয়ে ভাটি বাংলা তথা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হলো।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বের হন। এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের অভ্যর্থনা গ্রহণ করেন এবং সমর্থক ও কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে বেলা পৌনে ২টার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তাঁকে রিসিভ করে নিতে আসেন তাঁর পরিবারের লোকজন ও বিএনপির নেতাকর্মীরা।
বাবরের মুক্তির খবরে তাঁর নির্বাচনী এলাকার কয়েক হাজার কর্মী-সমর্থক কারাফটকে ভিড় করেন। তাঁদের ভিড় সামলাতে না পেরে কারাগারের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। মুক্তির পর বাবরকে বহনকারী গাড়ি কারাগারের মূল ফটকের দিকে আসতে দেখে নেতা-কর্মীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে তাঁকে অভ্যর্থনা জানান। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
লুৎফুজ্জামান বাবরের শ্যালক সাদাত রহমান আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘ ১৭ বছর পর আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মুক্তির পর তিনি নিজ গাড়িতে করে জিয়ার মাজারের উদ্দেশে রওনা হন। সেখান থেকে রাজধানীর গুলশানের বাসায় ফেরেন। লুৎফুজ্জামান বাবরের মুক্তির মধ্য দিয়ে ভাটি বাংলা তথা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হলো।

দেশে বর্তমানে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত রয়েছে। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজারের বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া এ তথ্য জানিয়ে বলেছেন, ২০৩০ সালের মধ্যেই সরকার শিশুশ্রম দূর করতে চায়।
২৬ মিনিট আগে
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান আজ তাঁদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আট আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
২৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে কলেজশিক্ষার্থী আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার র্যাব-১২ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে সাকিনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩২ মিনিট আগে