নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সেই গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও মাদারীপুরের বিভিন্ন মৌজায় ২০টি দাগের জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান। দুদকের সরকারি পরিচালক আল-আমিন সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আবেদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তদন্তকালে তাঁর মাদারীপুরের বিভিন্ন মৌজায় ২০টি দাগে বিপুল পরিমাণ জমির তথ্য পাওয়া গেছে। এসব জমির মূল্য ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।
এ ছাড়া ব্যাংকের বিভিন্ন হিসাবে বিপুল অর্থ লেনদেনের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১৪টি ব্যাংক হিসাবে ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা স্থিতি রয়েছে।
তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তের সময় দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, তিনি এসব সম্পদ অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। এ কারণে তাঁর স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অর্থাৎ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে গত ৯ ফেব্রুয়ারি তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন একই আদালত। পিএসসির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছর তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রশ্নফাঁসের মামলায় তিনি কারাগারে রয়েছেন।

প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সেই গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও মাদারীপুরের বিভিন্ন মৌজায় ২০টি দাগের জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান। দুদকের সরকারি পরিচালক আল-আমিন সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আবেদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তদন্তকালে তাঁর মাদারীপুরের বিভিন্ন মৌজায় ২০টি দাগে বিপুল পরিমাণ জমির তথ্য পাওয়া গেছে। এসব জমির মূল্য ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।
এ ছাড়া ব্যাংকের বিভিন্ন হিসাবে বিপুল অর্থ লেনদেনের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১৪টি ব্যাংক হিসাবে ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা স্থিতি রয়েছে।
তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তের সময় দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, তিনি এসব সম্পদ অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। এ কারণে তাঁর স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অর্থাৎ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে গত ৯ ফেব্রুয়ারি তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন একই আদালত। পিএসসির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছর তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রশ্নফাঁসের মামলায় তিনি কারাগারে রয়েছেন।

দেশে বর্তমানে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত রয়েছে। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজারের বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া এ তথ্য জানিয়ে বলেছেন, ২০৩০ সালের মধ্যেই সরকার শিশুশ্রম দূর করতে চায়।
২৬ মিনিট আগে
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান আজ তাঁদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আট আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
২৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে কলেজশিক্ষার্থী আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার র্যাব-১২ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে সাকিনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩২ মিনিট আগে