প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার)

কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়রপদপ্রার্থী মকছুদ মিয়া ও তার চাচাতো ভাই সালাউদ্দিনের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে গোলাগুলির ঘটনা ঘটে। পরে সেই ঘটনা অনুসন্ধানে গিয়ে পুড়ে যাওয়া একটি প্রাইভেটকার থেকে ৬ লাখ ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে পৌর এলকার গোরকঘাটায় এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাই বলেন, দুইপক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই দলের লোকজনই পালিয়ে যায়। পরে তাদের পোড়ানো একটি প্রাইভেট কার, তিনটি মোটর সাইকেল জব্দ করা হয়। ক্ষতিগ্রস্ত কারটির জব্দ তালিকা তৈরি করতে গিয়ে ইয়াবাগুলোর সন্ধান মেলে।
এলাকাবাসী সূত্র জানায়, প্রথমে গোরকঘাটা বাজারে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মকছুদ মিয়ার নির্বাচনী অফিসে হামলা চালান তারই চাচাতো ভাই সালাউদ্দিনের নেতৃত্বে কয়েকজন যুবক। এসময় মকছুদ সেখানে ছিলেন।
মকছুদ মিয়া অভিযোগ করেন, তাকে রক্ষা করতে গিয়ে তার সমর্থক নুর হোসেন (৪০), কাউছার (৩০) ভুবন (৩৫), শামসুদ্দিন (৩৪) গুলিতে আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, রাতে গোলাগুলির খবর পেয়ে থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনস্থলে যায়। সেখান থেকে পুলিশ কিছুক্ষণ পর সালাহউদ্দিনের সিকদারপাড়ার গ্যারেজে আগুন লাগার খবরে ছুটে যায়।
ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভানোর পর প্রাইভেট কারটি পুলিশ জব্দ করে এবং আলামতের তালিকা করার সময় ইয়াবা খুঁজে পায়।
তিনি জানান, সালাহউদ্দিন পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী।
দুই পরিবারেরই ইয়াবা ব্যবসা
পুলিশের খাতায় সালাহউদ্দিন জেলার অন্যতম শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তার রয়েছে মিয়ানমার কেন্দ্রিক বিশাল নেটওয়ার্ক। অতীতে ইয়াবা নিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিল। কিন্তু জামিনে বেরিয়ে ফের ইয়াবা কারবারে জড়িয়ে পড়ে। তার স্ত্রী জোসনাও ইয়াবা নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন।
এছাড়া সালাহউদ্দিনের ভাই পৌরসভার ৮নং ওয়াডের কাউন্সিলর মিশকাত সিকদারও ঢাকা থেকে ইয়াবা নিয়ে গ্রেপ্তার হন।
অপরদিকে মেয়র মকছুদ মিয়ার ছেলে মিরাজ উদ্দিন নিশানও সম্প্রতি ঢাকার এলিফেন্ট রোড়ের কলাবাগান থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, গতমাসে কক্সবাজারের চৌফলদন্ডী এলাকায় পৌনে ১৮ লাখ ইয়াবা উদ্ধারের পর এটিই জেলায় বড় কোনো ইয়াবার চালান জব্দ করা হলো। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সালাহউদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করেছে।

কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়রপদপ্রার্থী মকছুদ মিয়া ও তার চাচাতো ভাই সালাউদ্দিনের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে গোলাগুলির ঘটনা ঘটে। পরে সেই ঘটনা অনুসন্ধানে গিয়ে পুড়ে যাওয়া একটি প্রাইভেটকার থেকে ৬ লাখ ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে পৌর এলকার গোরকঘাটায় এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাই বলেন, দুইপক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই দলের লোকজনই পালিয়ে যায়। পরে তাদের পোড়ানো একটি প্রাইভেট কার, তিনটি মোটর সাইকেল জব্দ করা হয়। ক্ষতিগ্রস্ত কারটির জব্দ তালিকা তৈরি করতে গিয়ে ইয়াবাগুলোর সন্ধান মেলে।
এলাকাবাসী সূত্র জানায়, প্রথমে গোরকঘাটা বাজারে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মকছুদ মিয়ার নির্বাচনী অফিসে হামলা চালান তারই চাচাতো ভাই সালাউদ্দিনের নেতৃত্বে কয়েকজন যুবক। এসময় মকছুদ সেখানে ছিলেন।
মকছুদ মিয়া অভিযোগ করেন, তাকে রক্ষা করতে গিয়ে তার সমর্থক নুর হোসেন (৪০), কাউছার (৩০) ভুবন (৩৫), শামসুদ্দিন (৩৪) গুলিতে আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, রাতে গোলাগুলির খবর পেয়ে থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনস্থলে যায়। সেখান থেকে পুলিশ কিছুক্ষণ পর সালাহউদ্দিনের সিকদারপাড়ার গ্যারেজে আগুন লাগার খবরে ছুটে যায়।
ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভানোর পর প্রাইভেট কারটি পুলিশ জব্দ করে এবং আলামতের তালিকা করার সময় ইয়াবা খুঁজে পায়।
তিনি জানান, সালাহউদ্দিন পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী।
দুই পরিবারেরই ইয়াবা ব্যবসা
পুলিশের খাতায় সালাহউদ্দিন জেলার অন্যতম শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তার রয়েছে মিয়ানমার কেন্দ্রিক বিশাল নেটওয়ার্ক। অতীতে ইয়াবা নিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিল। কিন্তু জামিনে বেরিয়ে ফের ইয়াবা কারবারে জড়িয়ে পড়ে। তার স্ত্রী জোসনাও ইয়াবা নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন।
এছাড়া সালাহউদ্দিনের ভাই পৌরসভার ৮নং ওয়াডের কাউন্সিলর মিশকাত সিকদারও ঢাকা থেকে ইয়াবা নিয়ে গ্রেপ্তার হন।
অপরদিকে মেয়র মকছুদ মিয়ার ছেলে মিরাজ উদ্দিন নিশানও সম্প্রতি ঢাকার এলিফেন্ট রোড়ের কলাবাগান থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, গতমাসে কক্সবাজারের চৌফলদন্ডী এলাকায় পৌনে ১৮ লাখ ইয়াবা উদ্ধারের পর এটিই জেলায় বড় কোনো ইয়াবার চালান জব্দ করা হলো। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সালাহউদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করেছে।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
৪ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৫ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে