বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে লাভলু মিয়া (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের সমর্থক বলে জানা গেছে।
লাভলু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে রায়হান মিয়া ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান। নিহত লাভলু মিয়ার বাড়ি উপজেলার মধুপুরের রাজারামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মহসিন আলীর ছেলে।
বদরগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, থানাপাড়ার জাহিদুল হক পৌর শহরের শহীদ মিনার এলাকায় ইসতিয়াক বাবু নামের এক ব্যক্তির একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসছেন। ওই দোকানের ভাড়ার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। মেয়াদ থাকা অবস্থায় সেই দোকান ফেরত চান ইসতিয়াক বাবু। কিন্তু মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেই দোকান ফেরত দিতে নারাজ জাহিদুল হক।
ইসতিয়াক বাবু বিএনপির একটি পক্ষকে ভাড়া করে গত বুধবার সন্ধ্যায় জাহিদুলের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। ওই সময় লাভলু ও জাহিদুলসহ ৫ জনকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে লাভলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে জাহিদুলের পক্ষে অবস্থান নেন কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক এবং বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সরওয়ার জাহান মানিক। আজ বেলা ১১টার দিকে তাঁরা ব্যবসায়ী ও সাধারণ জনতার ব্যানারে মানববন্ধনের আয়োজন করেন শহীদ মিনারে। মানববন্ধন শুরুর মুহূর্তে ব্যানার ছিঁড়ে ফেলে বিএনপির আরেকটি পক্ষ। অভিযোগ উঠেছে, ওই পক্ষকে সমর্থন জুগিয়েছেন জেলা ও উপজেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে বদরগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় তিন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রংপুর জেলা বিএনপি। তাঁরা হলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক।
লাভলু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, ‘লাভলু মিয়ার মৃত্যুর ঘটনা মৌখিকভাবে শুনেছি, এখনো লিখিতভাবে কোনো কাগজ হাতে পাইনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে লাভলু মিয়া (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের সমর্থক বলে জানা গেছে।
লাভলু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে রায়হান মিয়া ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান। নিহত লাভলু মিয়ার বাড়ি উপজেলার মধুপুরের রাজারামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মহসিন আলীর ছেলে।
বদরগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, থানাপাড়ার জাহিদুল হক পৌর শহরের শহীদ মিনার এলাকায় ইসতিয়াক বাবু নামের এক ব্যক্তির একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসছেন। ওই দোকানের ভাড়ার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। মেয়াদ থাকা অবস্থায় সেই দোকান ফেরত চান ইসতিয়াক বাবু। কিন্তু মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেই দোকান ফেরত দিতে নারাজ জাহিদুল হক।
ইসতিয়াক বাবু বিএনপির একটি পক্ষকে ভাড়া করে গত বুধবার সন্ধ্যায় জাহিদুলের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। ওই সময় লাভলু ও জাহিদুলসহ ৫ জনকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে লাভলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে জাহিদুলের পক্ষে অবস্থান নেন কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক এবং বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সরওয়ার জাহান মানিক। আজ বেলা ১১টার দিকে তাঁরা ব্যবসায়ী ও সাধারণ জনতার ব্যানারে মানববন্ধনের আয়োজন করেন শহীদ মিনারে। মানববন্ধন শুরুর মুহূর্তে ব্যানার ছিঁড়ে ফেলে বিএনপির আরেকটি পক্ষ। অভিযোগ উঠেছে, ওই পক্ষকে সমর্থন জুগিয়েছেন জেলা ও উপজেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে বদরগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় তিন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রংপুর জেলা বিএনপি। তাঁরা হলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক।
লাভলু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, ‘লাভলু মিয়ার মৃত্যুর ঘটনা মৌখিকভাবে শুনেছি, এখনো লিখিতভাবে কোনো কাগজ হাতে পাইনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৬ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৮ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ব্যাপারীসহ দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা নেতাদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে এসব নেতা-কর্মী যোগদান করেন।
২৬ মিনিট আগে