নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে `সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রীক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডে আওয়ামী লীগের সাবেক এমপির বাসায় এ ঘটনা ঘটে। চাঁদাবাজীর অভিযোগে থানা হেফাজতে আটককৃতরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না (২৪), সদস্য মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাড্ডা থানার সদস্য মো. আমিনুল ইসলাম (১৩) ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।
শনিবার রাতে ঘটনার সত্যতা স্বীকার করে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। শাম্মী আহমেদ পলাতক রয়েছেন। তাই তাঁর স্বামীর কাছে এই চাঁদা দাবি করেন। এতে তাঁরা ১০ লাখ টাকা কয়েক দিন আগে ওই বাসা থেকে নিয়ে আসেন। কিন্তু আজ সন্ধ্যায় তাঁরা আবার ওই বাসায় টাকা ও স্বর্ণালংকার আনতে যান। পরে পরিবারের লোকজন আমাদের খবর দিলে সেখানে গিয়ে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।’
হাফিজুর রহমান বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। ভুক্তভোগী আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করছেন। মামলা সম্পন্ন হলে আমরা তাঁদের গ্রেপ্তার দেখাব।’
থানা সূত্রে জানা যায়, প্রথম দফায় সাবেক এই সংসদ সদস্যের স্বামী সিদ্দিক আবু জাফরকে (৭৪) জিম্মি করে, গ্রেপ্তারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা আদায় করেন। এরপর আরো দুই দফা সেই বাসায় গিয়ে হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। গতকাল তৃতীয়বারের মতো সেই বাসায় গিয়ে হুমকি-ধমকি দেন অভিযুক্তরা। তখন সিদ্দিক আবু জাফর পুলিশের সহায়তা চাওয়ায় অভিযুক্তদের আটক করে গুলশান থানার পুলিশ।
ভুক্তভোগী সিদ্দিক আবু জাফর থানায় করা অভিযোগপত্রে বলেছেন, ‘সমন্বয়ক পরিচয় দিয়ে গত ১৭ জুলাই সকালে রিয়াদ এবং অপু (২২) আমার বাসায় ঢুকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে পঞ্চাশ লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দিয়ে টাকার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে আমি বাধ্য হয়ে আমার নিজের কাছে থাকা পাঁচ লাখ ও আমার ভাইয়ের কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা নিয়ে তাদের দেই। এর এক দিন পরে গত ১৯ জুলাই রাতে তারা আবার বাসায় ঢুকে আমার ফ্ল্যাটের দরজায় জোরে ধাক্কা মারে। তাৎক্ষণিক আমি বিষয়টি গুলশান থানার পুলিশকে মোবাইল ফোনে জানাই। এটা শুনে তারা চলে যায়। এরপর গতকাল শনিবার বিকেলে রিয়াদসহ তারা আবার আমার বাসার সামনে এসে আমাকে খুঁজতে থাকে। আমি বাসায় না থাকায় আমার বাসার দারোয়ান মোবাইল ফোনে আমাকে বিষয়টি জানায়। আমার ধারণা আসামিরা আমাকে আবার ভয়ভীতি দেখিয়ে জোর করে টাকা (চাঁদা) নিতে এসেছে।’
এই পাঁচজন ছাড়াও ভুক্তভোগী অভিযোগপত্রে আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করেছেন। এ ছাড়া প্রথম দফায় ভুক্তভোগীর বাড়িতে গিয়ে নগদ ১০ লাখ টাকা নেওয়ার একটি ভিডিওতে দেখা গেছে সেখানে রিয়াদ,অপুসহ আরোও কয়েকজন উপস্থিত আছেন। সংশ্লিষ্ট থানা সূত্রে সেই ভিডিওর সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
এই ঘটনার পরে গতকাল রাতেই নিজ নিজ সংগঠন থেকে আটক পাঁচজনের মধ্য থেকে চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

রাজধানীর গুলশানে `সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রীক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডে আওয়ামী লীগের সাবেক এমপির বাসায় এ ঘটনা ঘটে। চাঁদাবাজীর অভিযোগে থানা হেফাজতে আটককৃতরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না (২৪), সদস্য মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাড্ডা থানার সদস্য মো. আমিনুল ইসলাম (১৩) ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।
শনিবার রাতে ঘটনার সত্যতা স্বীকার করে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। শাম্মী আহমেদ পলাতক রয়েছেন। তাই তাঁর স্বামীর কাছে এই চাঁদা দাবি করেন। এতে তাঁরা ১০ লাখ টাকা কয়েক দিন আগে ওই বাসা থেকে নিয়ে আসেন। কিন্তু আজ সন্ধ্যায় তাঁরা আবার ওই বাসায় টাকা ও স্বর্ণালংকার আনতে যান। পরে পরিবারের লোকজন আমাদের খবর দিলে সেখানে গিয়ে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।’
হাফিজুর রহমান বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। ভুক্তভোগী আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করছেন। মামলা সম্পন্ন হলে আমরা তাঁদের গ্রেপ্তার দেখাব।’
থানা সূত্রে জানা যায়, প্রথম দফায় সাবেক এই সংসদ সদস্যের স্বামী সিদ্দিক আবু জাফরকে (৭৪) জিম্মি করে, গ্রেপ্তারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা আদায় করেন। এরপর আরো দুই দফা সেই বাসায় গিয়ে হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। গতকাল তৃতীয়বারের মতো সেই বাসায় গিয়ে হুমকি-ধমকি দেন অভিযুক্তরা। তখন সিদ্দিক আবু জাফর পুলিশের সহায়তা চাওয়ায় অভিযুক্তদের আটক করে গুলশান থানার পুলিশ।
ভুক্তভোগী সিদ্দিক আবু জাফর থানায় করা অভিযোগপত্রে বলেছেন, ‘সমন্বয়ক পরিচয় দিয়ে গত ১৭ জুলাই সকালে রিয়াদ এবং অপু (২২) আমার বাসায় ঢুকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে পঞ্চাশ লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দিয়ে টাকার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে আমি বাধ্য হয়ে আমার নিজের কাছে থাকা পাঁচ লাখ ও আমার ভাইয়ের কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা নিয়ে তাদের দেই। এর এক দিন পরে গত ১৯ জুলাই রাতে তারা আবার বাসায় ঢুকে আমার ফ্ল্যাটের দরজায় জোরে ধাক্কা মারে। তাৎক্ষণিক আমি বিষয়টি গুলশান থানার পুলিশকে মোবাইল ফোনে জানাই। এটা শুনে তারা চলে যায়। এরপর গতকাল শনিবার বিকেলে রিয়াদসহ তারা আবার আমার বাসার সামনে এসে আমাকে খুঁজতে থাকে। আমি বাসায় না থাকায় আমার বাসার দারোয়ান মোবাইল ফোনে আমাকে বিষয়টি জানায়। আমার ধারণা আসামিরা আমাকে আবার ভয়ভীতি দেখিয়ে জোর করে টাকা (চাঁদা) নিতে এসেছে।’
এই পাঁচজন ছাড়াও ভুক্তভোগী অভিযোগপত্রে আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করেছেন। এ ছাড়া প্রথম দফায় ভুক্তভোগীর বাড়িতে গিয়ে নগদ ১০ লাখ টাকা নেওয়ার একটি ভিডিওতে দেখা গেছে সেখানে রিয়াদ,অপুসহ আরোও কয়েকজন উপস্থিত আছেন। সংশ্লিষ্ট থানা সূত্রে সেই ভিডিওর সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
এই ঘটনার পরে গতকাল রাতেই নিজ নিজ সংগঠন থেকে আটক পাঁচজনের মধ্য থেকে চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ নভেম্বর) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
৪ মিনিট আগে
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
১১ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
৩৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
১ ঘণ্টা আগে