রংপুর প্রতিনিধি

রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আজ রোববার রাতে কোতোয়ালি থানায় মামলা দুটি রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সেনপাড়ায় দ্য স্কাই ভিউতে জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন শুক্রবার রাতে জাপার নেতারা কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করেন।
তবে সে সময় অভিযোগ গ্রহণ করলেও মামলা রেকর্ড না করায় অসন্তোষ প্রকাশ করেন জাপা নেতারা। শনিবার দুপুরে দলের কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা থানার ওসিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন মামলা গ্রহণে।
এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ আলীর দায়েরকৃত মামলা রেকর্ড করে পুলিশ, যেখানে ২২ জনের নাম উল্লেখ করে এবং ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অপর দিকে শনিবার পাল্টা মামলা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর শাখার সংগঠক আলমগীর রহমান নয়ন। তিনি অভিযোগে বলেন, শান্তিপূর্ণ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেনপাড়া চৌরাস্তার দিকে যাওয়ার সময় জি এম কাদেরের নির্দেশে তাঁর সমর্থকেরা মিছিলে হামলা চালায়, এতে তাঁদের চারজন কর্মী আহত হন।
এ মামলায় জি এম কাদের, মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাপার ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ বিষয়ে ওসি আতাউর রহমান বলেন, উভয় পক্ষের দায়েরকৃত মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আজ রোববার রাতে কোতোয়ালি থানায় মামলা দুটি রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সেনপাড়ায় দ্য স্কাই ভিউতে জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন শুক্রবার রাতে জাপার নেতারা কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করেন।
তবে সে সময় অভিযোগ গ্রহণ করলেও মামলা রেকর্ড না করায় অসন্তোষ প্রকাশ করেন জাপা নেতারা। শনিবার দুপুরে দলের কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা থানার ওসিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন মামলা গ্রহণে।
এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ আলীর দায়েরকৃত মামলা রেকর্ড করে পুলিশ, যেখানে ২২ জনের নাম উল্লেখ করে এবং ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অপর দিকে শনিবার পাল্টা মামলা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর শাখার সংগঠক আলমগীর রহমান নয়ন। তিনি অভিযোগে বলেন, শান্তিপূর্ণ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেনপাড়া চৌরাস্তার দিকে যাওয়ার সময় জি এম কাদেরের নির্দেশে তাঁর সমর্থকেরা মিছিলে হামলা চালায়, এতে তাঁদের চারজন কর্মী আহত হন।
এ মামলায় জি এম কাদের, মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাপার ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ বিষয়ে ওসি আতাউর রহমান বলেন, উভয় পক্ষের দায়েরকৃত মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১৫ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২৮ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে