ঝিনাইদহ প্রতিনিধি

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা জঙ্গি নির্মূলে বদ্ধপরিকর। তবে শেখ হাসিনার সাজানো নাটকের জঙ্গিদের নিয়ে এখন পুনরায় ভাবার সময় এসেছে। আমার কাছে যখন জঙ্গিদের তালিকা উপস্থাপন করা হয়েছে, তখন বিভিন্ন সংস্থাকে প্রথম প্রশ্ন করেছি, কবে কারা তালিকা করেছে। তারা বলেছে, ‘‘১৩/১৪ সালে করেছি।” আমি বলেছি, এই তালিকা নতুন করে চেক করেন।’
আজ বুধবার ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা জানানো অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে জুলাই যোদ্ধা পরিবারের আয়োজনে এই অনুষ্ঠান হয়। এ সময় জুলাই আন্দোলনে নিহত ও আহত ঝিনাইদহের গেজেটভুক্ত ১৩৯ জনকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের চাল-চলন, কথাবার্তায় এমন কোনো আচরণ করবেন না, যাতে আপনাদের মধ্যে বিভেদ তৈরি হয়। আপনাদের মধ্যে কোনো বৈষম্য আনে—এমন কোনো পরিবেশ তৈরি করতে দেবেন না, যে পরিবেশ জুলাই বিপ্লবের চেতনাকে ধূলিসাৎ করার জন্য ভূমিকা রাখতে পারে।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আওয়ামী লীগ যে লুটপাট, দখলদারির সঙ্গে জড়িত হয়ে পড়েছিল, সেই পথে আপনারা যদি কেউ হাঁটেন, সেই পথ কিন্তু অন্ধকার পথ। সে পথে হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গেছেন এখানের আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ক্ষমতার লোভে এমন কোনো অকাজ ছিল না যে তাঁরা করতেন না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ। তিনি গণমাধ্যমগুলোর মালিকদের উদ্দেশে বলেন, ‘যারা এখনো মিডিয়া হাউসে বসে শেখ হাসিনাকে দেশে আনার কলকাঠি নাড়ছে, তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করে দিন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবু হুরাইরা, সদস্যসচিব সাইদুর রহমান প্রমুখ।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা জঙ্গি নির্মূলে বদ্ধপরিকর। তবে শেখ হাসিনার সাজানো নাটকের জঙ্গিদের নিয়ে এখন পুনরায় ভাবার সময় এসেছে। আমার কাছে যখন জঙ্গিদের তালিকা উপস্থাপন করা হয়েছে, তখন বিভিন্ন সংস্থাকে প্রথম প্রশ্ন করেছি, কবে কারা তালিকা করেছে। তারা বলেছে, ‘‘১৩/১৪ সালে করেছি।” আমি বলেছি, এই তালিকা নতুন করে চেক করেন।’
আজ বুধবার ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা জানানো অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে জুলাই যোদ্ধা পরিবারের আয়োজনে এই অনুষ্ঠান হয়। এ সময় জুলাই আন্দোলনে নিহত ও আহত ঝিনাইদহের গেজেটভুক্ত ১৩৯ জনকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের চাল-চলন, কথাবার্তায় এমন কোনো আচরণ করবেন না, যাতে আপনাদের মধ্যে বিভেদ তৈরি হয়। আপনাদের মধ্যে কোনো বৈষম্য আনে—এমন কোনো পরিবেশ তৈরি করতে দেবেন না, যে পরিবেশ জুলাই বিপ্লবের চেতনাকে ধূলিসাৎ করার জন্য ভূমিকা রাখতে পারে।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আওয়ামী লীগ যে লুটপাট, দখলদারির সঙ্গে জড়িত হয়ে পড়েছিল, সেই পথে আপনারা যদি কেউ হাঁটেন, সেই পথ কিন্তু অন্ধকার পথ। সে পথে হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গেছেন এখানের আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ক্ষমতার লোভে এমন কোনো অকাজ ছিল না যে তাঁরা করতেন না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ। তিনি গণমাধ্যমগুলোর মালিকদের উদ্দেশে বলেন, ‘যারা এখনো মিডিয়া হাউসে বসে শেখ হাসিনাকে দেশে আনার কলকাঠি নাড়ছে, তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করে দিন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবু হুরাইরা, সদস্যসচিব সাইদুর রহমান প্রমুখ।

ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
২৩ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে