ঝিনাইদহ প্রতিনিধি

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা জঙ্গি নির্মূলে বদ্ধপরিকর। তবে শেখ হাসিনার সাজানো নাটকের জঙ্গিদের নিয়ে এখন পুনরায় ভাবার সময় এসেছে। আমার কাছে যখন জঙ্গিদের তালিকা উপস্থাপন করা হয়েছে, তখন বিভিন্ন সংস্থাকে প্রথম প্রশ্ন করেছি, কবে কারা তালিকা করেছে। তারা বলেছে, ‘‘১৩/১৪ সালে করেছি।” আমি বলেছি, এই তালিকা নতুন করে চেক করেন।’
আজ বুধবার ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা জানানো অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে জুলাই যোদ্ধা পরিবারের আয়োজনে এই অনুষ্ঠান হয়। এ সময় জুলাই আন্দোলনে নিহত ও আহত ঝিনাইদহের গেজেটভুক্ত ১৩৯ জনকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের চাল-চলন, কথাবার্তায় এমন কোনো আচরণ করবেন না, যাতে আপনাদের মধ্যে বিভেদ তৈরি হয়। আপনাদের মধ্যে কোনো বৈষম্য আনে—এমন কোনো পরিবেশ তৈরি করতে দেবেন না, যে পরিবেশ জুলাই বিপ্লবের চেতনাকে ধূলিসাৎ করার জন্য ভূমিকা রাখতে পারে।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আওয়ামী লীগ যে লুটপাট, দখলদারির সঙ্গে জড়িত হয়ে পড়েছিল, সেই পথে আপনারা যদি কেউ হাঁটেন, সেই পথ কিন্তু অন্ধকার পথ। সে পথে হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গেছেন এখানের আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ক্ষমতার লোভে এমন কোনো অকাজ ছিল না যে তাঁরা করতেন না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ। তিনি গণমাধ্যমগুলোর মালিকদের উদ্দেশে বলেন, ‘যারা এখনো মিডিয়া হাউসে বসে শেখ হাসিনাকে দেশে আনার কলকাঠি নাড়ছে, তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করে দিন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবু হুরাইরা, সদস্যসচিব সাইদুর রহমান প্রমুখ।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা জঙ্গি নির্মূলে বদ্ধপরিকর। তবে শেখ হাসিনার সাজানো নাটকের জঙ্গিদের নিয়ে এখন পুনরায় ভাবার সময় এসেছে। আমার কাছে যখন জঙ্গিদের তালিকা উপস্থাপন করা হয়েছে, তখন বিভিন্ন সংস্থাকে প্রথম প্রশ্ন করেছি, কবে কারা তালিকা করেছে। তারা বলেছে, ‘‘১৩/১৪ সালে করেছি।” আমি বলেছি, এই তালিকা নতুন করে চেক করেন।’
আজ বুধবার ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা জানানো অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে জুলাই যোদ্ধা পরিবারের আয়োজনে এই অনুষ্ঠান হয়। এ সময় জুলাই আন্দোলনে নিহত ও আহত ঝিনাইদহের গেজেটভুক্ত ১৩৯ জনকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের চাল-চলন, কথাবার্তায় এমন কোনো আচরণ করবেন না, যাতে আপনাদের মধ্যে বিভেদ তৈরি হয়। আপনাদের মধ্যে কোনো বৈষম্য আনে—এমন কোনো পরিবেশ তৈরি করতে দেবেন না, যে পরিবেশ জুলাই বিপ্লবের চেতনাকে ধূলিসাৎ করার জন্য ভূমিকা রাখতে পারে।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আওয়ামী লীগ যে লুটপাট, দখলদারির সঙ্গে জড়িত হয়ে পড়েছিল, সেই পথে আপনারা যদি কেউ হাঁটেন, সেই পথ কিন্তু অন্ধকার পথ। সে পথে হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গেছেন এখানের আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ক্ষমতার লোভে এমন কোনো অকাজ ছিল না যে তাঁরা করতেন না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ। তিনি গণমাধ্যমগুলোর মালিকদের উদ্দেশে বলেন, ‘যারা এখনো মিডিয়া হাউসে বসে শেখ হাসিনাকে দেশে আনার কলকাঠি নাড়ছে, তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করে দিন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবু হুরাইরা, সদস্যসচিব সাইদুর রহমান প্রমুখ।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৩ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৩৯ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪০ মিনিট আগে