পটুয়াখালী প্রতিনিধি

নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী মো. সোহাগকে (৪০) পটুয়াখালীর পায়রা ব্রিজ ফেরিঘাট এলাকা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া সোহাগের স্ত্রী উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি সোহাগকে নারায়ণগঞ্জ থেকে অপহরণ করে ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরানোর পর বরিশাল হয়ে পটুয়াখালীর পায়রা কুঞ্জ এলাকায় ফেলে রেখে যায়।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৬টা নাগাদ দুটি গাড়ি এসে পায়রা কুঞ্জে থামে। স্থানীয়দের ধারণা ছিল, এটি পায়রা ব্রিজের কোনো প্রকল্পের গাড়ি। তবে সকাল ১০টার দিকে স্থানীয়রা একটি সাদা গাড়ির পেছন থেকে এক ব্যক্তিকে হাত নেড়ে সাহায্য চাইতে দেখেন। গাড়ির কাছে গিয়ে দেখা যায়, ওই ব্যক্তি হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে সদর থানা-পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৮-৭০৯৪) এবং কফি রঙের প্রিমিও গাড়ি (ঢাকা মেট্রো-গ ৪২-৬৭৩২) উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গাড়ি চুরির উদ্দেশ্যেই তাঁকে অপহরণ করা হয়েছিল।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘মো. সোহাগ নামের এক ব্যক্তিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে নারায়ণগঞ্জ থানা-পুলিশের নির্দেশনায় তাঁর স্ত্রীর কাছে আমরা তাঁকে হস্তান্তর করেছি। এরপরে হেলিকপ্টারযোগে তাঁরা ঢাকায় নিয়ে গিয়েছেন।’
ওসি আরও জানান, উদ্ধারের সময় থানা-পুলিশকে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) সহযোগিতা করেছে। বর্তমানে অপহরণের বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ থানা-পুলিশ কাজ করছে।

নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী মো. সোহাগকে (৪০) পটুয়াখালীর পায়রা ব্রিজ ফেরিঘাট এলাকা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া সোহাগের স্ত্রী উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি সোহাগকে নারায়ণগঞ্জ থেকে অপহরণ করে ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরানোর পর বরিশাল হয়ে পটুয়াখালীর পায়রা কুঞ্জ এলাকায় ফেলে রেখে যায়।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৬টা নাগাদ দুটি গাড়ি এসে পায়রা কুঞ্জে থামে। স্থানীয়দের ধারণা ছিল, এটি পায়রা ব্রিজের কোনো প্রকল্পের গাড়ি। তবে সকাল ১০টার দিকে স্থানীয়রা একটি সাদা গাড়ির পেছন থেকে এক ব্যক্তিকে হাত নেড়ে সাহায্য চাইতে দেখেন। গাড়ির কাছে গিয়ে দেখা যায়, ওই ব্যক্তি হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে সদর থানা-পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৮-৭০৯৪) এবং কফি রঙের প্রিমিও গাড়ি (ঢাকা মেট্রো-গ ৪২-৬৭৩২) উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গাড়ি চুরির উদ্দেশ্যেই তাঁকে অপহরণ করা হয়েছিল।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘মো. সোহাগ নামের এক ব্যক্তিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে নারায়ণগঞ্জ থানা-পুলিশের নির্দেশনায় তাঁর স্ত্রীর কাছে আমরা তাঁকে হস্তান্তর করেছি। এরপরে হেলিকপ্টারযোগে তাঁরা ঢাকায় নিয়ে গিয়েছেন।’
ওসি আরও জানান, উদ্ধারের সময় থানা-পুলিশকে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) সহযোগিতা করেছে। বর্তমানে অপহরণের বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ থানা-পুলিশ কাজ করছে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
২৫ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
৩৮ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে