ঢাবি সংবাদদাতা

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠকদের নেতৃত্বে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করেছে। আবু বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্যসচিব করে ৬ সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যাত্রা শুরু করেছে এ সংগঠন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটিও প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে দলের নাম এবং কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।
প্রাথমিকভাবে সংগঠনটির কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার, যুগ্ম-আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনকে মনোনীত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আব্দুল কাদেরকে আহ্বায়ক,সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, মহির আলমকে সদস্যসচিব, সিনিয়র সদস্যসচিব আল-আমিন সরকার, হাসিবুল ইসলামকে মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা হৃদিকে মুখপাত্র করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া জাহিদ আহসান একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের, তাহমিদ আল মুদাসসির চৌধুরী বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। আশরেফা খাতুন এবং রিফাত রশিদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আব্দুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মহির আলম গণিত বিভাগের, হাসিবুল ইসলাম এবং রাফিয়া রেহনুমা হৃদি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। লিমন মাহমুদ হাসান ইংলিশ স্পিকিং ফর আদার ল্যাঙ্গুয়েজ (ইসোল) বিভাগের এবং আল-আমিন সরকার সরকার ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠকদের নেতৃত্বে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করেছে। আবু বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্যসচিব করে ৬ সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যাত্রা শুরু করেছে এ সংগঠন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটিও প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে দলের নাম এবং কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।
প্রাথমিকভাবে সংগঠনটির কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার, যুগ্ম-আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনকে মনোনীত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আব্দুল কাদেরকে আহ্বায়ক,সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, মহির আলমকে সদস্যসচিব, সিনিয়র সদস্যসচিব আল-আমিন সরকার, হাসিবুল ইসলামকে মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা হৃদিকে মুখপাত্র করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া জাহিদ আহসান একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের, তাহমিদ আল মুদাসসির চৌধুরী বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। আশরেফা খাতুন এবং রিফাত রশিদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আব্দুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মহির আলম গণিত বিভাগের, হাসিবুল ইসলাম এবং রাফিয়া রেহনুমা হৃদি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। লিমন মাহমুদ হাসান ইংলিশ স্পিকিং ফর আদার ল্যাঙ্গুয়েজ (ইসোল) বিভাগের এবং আল-আমিন সরকার সরকার ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে