ঢাবি সংবাদদাতা

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠকদের নেতৃত্বে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করেছে। আবু বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্যসচিব করে ৬ সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যাত্রা শুরু করেছে এ সংগঠন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটিও প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে দলের নাম এবং কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।
প্রাথমিকভাবে সংগঠনটির কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার, যুগ্ম-আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনকে মনোনীত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আব্দুল কাদেরকে আহ্বায়ক,সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, মহির আলমকে সদস্যসচিব, সিনিয়র সদস্যসচিব আল-আমিন সরকার, হাসিবুল ইসলামকে মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা হৃদিকে মুখপাত্র করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া জাহিদ আহসান একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের, তাহমিদ আল মুদাসসির চৌধুরী বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। আশরেফা খাতুন এবং রিফাত রশিদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আব্দুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মহির আলম গণিত বিভাগের, হাসিবুল ইসলাম এবং রাফিয়া রেহনুমা হৃদি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। লিমন মাহমুদ হাসান ইংলিশ স্পিকিং ফর আদার ল্যাঙ্গুয়েজ (ইসোল) বিভাগের এবং আল-আমিন সরকার সরকার ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠকদের নেতৃত্বে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করেছে। আবু বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্যসচিব করে ৬ সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যাত্রা শুরু করেছে এ সংগঠন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটিও প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে দলের নাম এবং কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।
প্রাথমিকভাবে সংগঠনটির কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার, যুগ্ম-আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনকে মনোনীত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আব্দুল কাদেরকে আহ্বায়ক,সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, মহির আলমকে সদস্যসচিব, সিনিয়র সদস্যসচিব আল-আমিন সরকার, হাসিবুল ইসলামকে মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা হৃদিকে মুখপাত্র করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া জাহিদ আহসান একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের, তাহমিদ আল মুদাসসির চৌধুরী বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। আশরেফা খাতুন এবং রিফাত রশিদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আব্দুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মহির আলম গণিত বিভাগের, হাসিবুল ইসলাম এবং রাফিয়া রেহনুমা হৃদি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। লিমন মাহমুদ হাসান ইংলিশ স্পিকিং ফর আদার ল্যাঙ্গুয়েজ (ইসোল) বিভাগের এবং আল-আমিন সরকার সরকার ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩৬ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩ ঘণ্টা আগে