নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বন বিভাগের বিট কার্যালয়ে ২০ থেকে ২৫টি বন্য হাতির দল তাণ্ডব চালিয়ে ঘরের আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে পাহাড়ের টিলায় অবস্থিত বাতকুচি বিট কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বন বিভাগের মধুটিলা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে একটি হাতি বিট কার্যালয়ের সীমানায় চলে আসে। খবর পেয়ে বন বিভাগের লোকজন, গ্রামবাসী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা তাড়িয়ে জঙ্গলে ফিরিয়ে দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ওই হাতিসহ ২০-২৫টি হাতির দল বাতকুচি বিট কার্যালয়ের চারপাশে দাঁড়িয়ে থাকে। এতে ৪-৫টি হাতি ঘরের দরজা-জানালা ভেঙে ফেলে। এ সময় দলের সঙ্গে থাকা কয়েকটি হাতির শাবক ঘরের ভেতরে প্রবেশ করে।
পরে ঘরে থাকা চাল খেয়ে ফেলে এবং তিনটি কক্ষে থাকা সব আসবাবপত্র ভেঙে তছনছ করে ফেলে। পরে সেখান থেকে দলটি বন উপদেষ্টার পরিদর্শন করে যাওয়া প্রস্তাবিত দাওধারা কাটাবাড়ি পর্যটনকেন্দ্রে অবস্থান করে ও জঙ্গলের দিকে চলে যায়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীসহ বন বিভাগের লোকজন।
জানতে চাইলে শমশ্চুড়া বিট কর্মকর্তা মো. কাওসার হোসেন আজকের পত্রিকাকে বলেন, শমশ্চুড়া ও কাটাবাড়ি এলাকার জঙ্গলে ৩০-৩৫টি হাতি দুই ভাগে অবস্থান করছে। বিট কার্যালয় ভেঙে শেষ রাতে কয়েকটি ঘর ভেঙে দিয়েছে।

বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, বাতকুচি বিট অফিসটা টিলার ওপরে। গতকাল বিকেলে একটি হাতি দেখে যাওয়ার পর রাতে দল বেঁধে হানা দিয়েছে। এতে অফিসে থাকা সবকিছু তছনছ করে ফেলেছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বন বিভাগের বিট কার্যালয়ে ২০ থেকে ২৫টি বন্য হাতির দল তাণ্ডব চালিয়ে ঘরের আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে পাহাড়ের টিলায় অবস্থিত বাতকুচি বিট কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বন বিভাগের মধুটিলা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে একটি হাতি বিট কার্যালয়ের সীমানায় চলে আসে। খবর পেয়ে বন বিভাগের লোকজন, গ্রামবাসী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা তাড়িয়ে জঙ্গলে ফিরিয়ে দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ওই হাতিসহ ২০-২৫টি হাতির দল বাতকুচি বিট কার্যালয়ের চারপাশে দাঁড়িয়ে থাকে। এতে ৪-৫টি হাতি ঘরের দরজা-জানালা ভেঙে ফেলে। এ সময় দলের সঙ্গে থাকা কয়েকটি হাতির শাবক ঘরের ভেতরে প্রবেশ করে।
পরে ঘরে থাকা চাল খেয়ে ফেলে এবং তিনটি কক্ষে থাকা সব আসবাবপত্র ভেঙে তছনছ করে ফেলে। পরে সেখান থেকে দলটি বন উপদেষ্টার পরিদর্শন করে যাওয়া প্রস্তাবিত দাওধারা কাটাবাড়ি পর্যটনকেন্দ্রে অবস্থান করে ও জঙ্গলের দিকে চলে যায়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীসহ বন বিভাগের লোকজন।
জানতে চাইলে শমশ্চুড়া বিট কর্মকর্তা মো. কাওসার হোসেন আজকের পত্রিকাকে বলেন, শমশ্চুড়া ও কাটাবাড়ি এলাকার জঙ্গলে ৩০-৩৫টি হাতি দুই ভাগে অবস্থান করছে। বিট কার্যালয় ভেঙে শেষ রাতে কয়েকটি ঘর ভেঙে দিয়েছে।

বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, বাতকুচি বিট অফিসটা টিলার ওপরে। গতকাল বিকেলে একটি হাতি দেখে যাওয়ার পর রাতে দল বেঁধে হানা দিয়েছে। এতে অফিসে থাকা সবকিছু তছনছ করে ফেলেছে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩০ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৪৩ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে