দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় চলন্ত বাস থামিয়ে চালক ও সুপারভাইজারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় মারধরের পাশাপাশি সুপারভাইজারের কাছ থেকে ৬০ হাজার টাকা লুট করা হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৮টার দিকে দশমিনা-রণগোপালদী সড়কের আরোজবেগী সিকদারবাড়ির সামনে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহন রণগোপালদীর দিকে যাওয়ার সময় তানভীর নামের এক যুবক মোটরসাইকেলযোগে ছয়-সাতজন সহযোগী নিয়ে বাসটিকে অনুসরণ করেন। পরে সিকদারবাড়ির সামনে পৌঁছালে রাস্তার মাঝে গাছ ফেলে বাসের গতি রোধ করেন তাঁরা। এরপর অন্তত ১৫–১৬ জন বাসে উঠে চালক হাসান ও সুপারভাইজার আল আমিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বেধড়ক মারধর করে। এ সময় সুপারভাইজারের পকেটে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেন তাঁরা।
চেয়ারম্যান পরিবহনের চালক হাসান বলেন, ‘নলখোলা থেকে রণগোপালদী যাওয়ার পথে কয়েকটি গাড়ি সাইড চায়। রাস্তা সরু হওয়ায় সাইড দিতে সময় লাগে। পরে সিকদারবাড়ির সামনে এসে দেখি রাস্তার মাঝখানে গাছের গুঁড়ি রাখা। গাড়ি থামানোর পরপরই তানভীরসহ কয়েকজন বাসে উঠে আমাকে টানাহেঁচড়া করে নামিয়ে মারধর করে এবং সুপারভাইজারকেও মারধর করে টাকা নিয়ে যায়।’
সুপারভাইজার আল আমিন বলেন, ‘আমাকে গাড়ি থেকে নামিয়ে গলা চেপে ধরে পকেটে থাকা ৬০ হাজার টাকা কেড়ে নেয়। মারধরের একপর্যায়ে আমাকে পুকুরে চুবিয়ে মারার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমি শুনেছি, ওদের একজন তখন বলছিল, তানভীর, বেশি মারিস না, সমস্যা হবে।’
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জসিম জানান, রাত ৮টার দিকে বাসটি যাত্রী নামাতে সিকদারবাড়ির সামনে থামলে পাঁচ-ছয়টি মোটরসাইকেলযোগে কিছু যুবক এসে রাস্তার মাঝখানে গাছ ফেলে বাস থামায়। এরপর চালক ও সুপারভাইজারকে নামিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর দশমিনায় চলন্ত বাস থামিয়ে চালক ও সুপারভাইজারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় মারধরের পাশাপাশি সুপারভাইজারের কাছ থেকে ৬০ হাজার টাকা লুট করা হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৮টার দিকে দশমিনা-রণগোপালদী সড়কের আরোজবেগী সিকদারবাড়ির সামনে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহন রণগোপালদীর দিকে যাওয়ার সময় তানভীর নামের এক যুবক মোটরসাইকেলযোগে ছয়-সাতজন সহযোগী নিয়ে বাসটিকে অনুসরণ করেন। পরে সিকদারবাড়ির সামনে পৌঁছালে রাস্তার মাঝে গাছ ফেলে বাসের গতি রোধ করেন তাঁরা। এরপর অন্তত ১৫–১৬ জন বাসে উঠে চালক হাসান ও সুপারভাইজার আল আমিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বেধড়ক মারধর করে। এ সময় সুপারভাইজারের পকেটে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেন তাঁরা।
চেয়ারম্যান পরিবহনের চালক হাসান বলেন, ‘নলখোলা থেকে রণগোপালদী যাওয়ার পথে কয়েকটি গাড়ি সাইড চায়। রাস্তা সরু হওয়ায় সাইড দিতে সময় লাগে। পরে সিকদারবাড়ির সামনে এসে দেখি রাস্তার মাঝখানে গাছের গুঁড়ি রাখা। গাড়ি থামানোর পরপরই তানভীরসহ কয়েকজন বাসে উঠে আমাকে টানাহেঁচড়া করে নামিয়ে মারধর করে এবং সুপারভাইজারকেও মারধর করে টাকা নিয়ে যায়।’
সুপারভাইজার আল আমিন বলেন, ‘আমাকে গাড়ি থেকে নামিয়ে গলা চেপে ধরে পকেটে থাকা ৬০ হাজার টাকা কেড়ে নেয়। মারধরের একপর্যায়ে আমাকে পুকুরে চুবিয়ে মারার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমি শুনেছি, ওদের একজন তখন বলছিল, তানভীর, বেশি মারিস না, সমস্যা হবে।’
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জসিম জানান, রাত ৮টার দিকে বাসটি যাত্রী নামাতে সিকদারবাড়ির সামনে থামলে পাঁচ-ছয়টি মোটরসাইকেলযোগে কিছু যুবক এসে রাস্তার মাঝখানে গাছ ফেলে বাস থামায়। এরপর চালক ও সুপারভাইজারকে নামিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
৩ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৯ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে