নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ মোড়ে সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার বেলা ৩টার পর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। সড়কে অবস্থান নেওয়ায় শাহবাগ মোড় দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।
ছাত্রদল নেতা–কর্মীরা দুপুর থেকে জড়ো হতে থাকেন। এ সময় ছাত্রদলের নেতা–কর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতা–কর্মীরা জানান, সাম্য হত্যায় জড়িত বাকি আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে।
তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের একটি নিরাপদ জায়গা। অথচ বিশ্ববিদ্যালয়ের পাশেই ক্যাম্পাসের একজন শিক্ষার্থীকে খুন করা হলো। এই হত্যার দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে সাম্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে পালিয়ে যায়। পরে রাত ১২টার দিকে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৪ মে সকালে সাম্যের বড় ভাই শরিফুল ইসলাম ১০-১২ জনের নামে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ মোড়ে সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার বেলা ৩টার পর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। সড়কে অবস্থান নেওয়ায় শাহবাগ মোড় দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।
ছাত্রদল নেতা–কর্মীরা দুপুর থেকে জড়ো হতে থাকেন। এ সময় ছাত্রদলের নেতা–কর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতা–কর্মীরা জানান, সাম্য হত্যায় জড়িত বাকি আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে।
তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের একটি নিরাপদ জায়গা। অথচ বিশ্ববিদ্যালয়ের পাশেই ক্যাম্পাসের একজন শিক্ষার্থীকে খুন করা হলো। এই হত্যার দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে সাম্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে পালিয়ে যায়। পরে রাত ১২টার দিকে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৪ মে সকালে সাম্যের বড় ভাই শরিফুল ইসলাম ১০-১২ জনের নামে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে