Ajker Patrika

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের বন্দীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৫ জুন ২০২৫, ১৫: ৪০
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) সাইদুর রহমান সুজন (৪৫) নামের এক বন্দীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ জুন) কয়েকজন কারারক্ষী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, আজ দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে ওই বন্দীকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে কারা সূত্রে জানা যায়, তিনি ডিটেন্যু বন্দী (নির্দিষ্ট কোনো আইন বা আদেশের ভিত্তিতে আটক বা গ্রেপ্তার রয়েছেন, তবে আদালতের দ্বারা দোষী সাব্যস্ত হননি) হিসেবে সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষে ছিলেন। আজ বেলা ১১টার দিকে তাঁর ব‍্যবহৃত গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে প্রথমে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে মারা যান।

আরও জানা গেছে, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটক এই বন্দীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাসহ মোট ১৫টি বিচারাধীন মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত