নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় কারাবন্দী সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের সঙ্গে কারাগারেই বিয়ে হয়েছে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ বিয়ে সম্পন্ন হয়।
আজ শুক্রবার সকালে (২০ জুন) ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালতের নির্দেশে সকল নিয়ম মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
এর আগে, গত বুধবার (১৮ জুন) গায়ক নোবেলের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বিয়ের অনুমতি দেন।
বিয়ের সময় কারাগারে উপস্থিত ছিলেন উভয় পক্ষের চার সাক্ষী—নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূঁইয়া।
কারাগার সূত্রে জানা গেছে, বিয়ের সময় ইসলামি শরিয়তের নিয়ম অনুযায়ী কাজী উপস্থিত ছিলেন এবং কাবিন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, গত ১৯ মে ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী প্রিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন গায়ক নোবেলের বিরুদ্ধে। মামলায় অভিযোগ করা হয়, নোবেল তাঁকে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন।
মামলার দিনই পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠান। ওই সময় নোবেলের আইনজীবী আদালতে দাবি করেন, বাদী আসলে তাঁর স্ত্রী, তিনি ধর্ষণ করেননি। তবে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে বৈধ কাবিননামা জমা দিতে পারেননি তিনি। বর্তমানে নোবেল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় কারাবন্দী সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের সঙ্গে কারাগারেই বিয়ে হয়েছে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ বিয়ে সম্পন্ন হয়।
আজ শুক্রবার সকালে (২০ জুন) ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালতের নির্দেশে সকল নিয়ম মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
এর আগে, গত বুধবার (১৮ জুন) গায়ক নোবেলের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বিয়ের অনুমতি দেন।
বিয়ের সময় কারাগারে উপস্থিত ছিলেন উভয় পক্ষের চার সাক্ষী—নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূঁইয়া।
কারাগার সূত্রে জানা গেছে, বিয়ের সময় ইসলামি শরিয়তের নিয়ম অনুযায়ী কাজী উপস্থিত ছিলেন এবং কাবিন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, গত ১৯ মে ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী প্রিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন গায়ক নোবেলের বিরুদ্ধে। মামলায় অভিযোগ করা হয়, নোবেল তাঁকে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন।
মামলার দিনই পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠান। ওই সময় নোবেলের আইনজীবী আদালতে দাবি করেন, বাদী আসলে তাঁর স্ত্রী, তিনি ধর্ষণ করেননি। তবে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে বৈধ কাবিননামা জমা দিতে পারেননি তিনি। বর্তমানে নোবেল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১০ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৪ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
১৭ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
১৯ মিনিট আগে