Ajker Patrika

স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ: ডিএনসিসি মেয়র

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রচার চালাচ্ছে। সচেতন করার জন্য করা হচ্ছে মাইকিং। এরপরও যারা স্বাস্থ্যবিধি মেনে দোকান–পাট খুলবে না সেসব দোকান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

আজ সোমবার মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স ও একটি লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র।

অনুষ্ঠানে মেয়র বলেন, 'বুধবার থেকে আমি বিভিন্ন মার্কেটে যাবো। যেসব দোকানে স্বাস্থ্যবিধি মানা হবে সেগুলো খোলা থাকবে আর যারা স্বাস্থ্যবিধি মানবেন না সেসব দোকান বন্ধ করে দেওয়া হবে। এ অভিযানে কোন পূর্ব নির্ধারিত এলাকা থাকবে না। আমি ইচ্ছেমতো বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করবো।'

ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র বলেন, 'ব্যবসা করুন কিন্তু স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার নির্দেশ মানতে হবে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গীকার দিয়ে দোকান খুলেছেন। তাই নিজেদের ও ক্রেতাদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতের দায়িত্ব আপনাদের।'

এর আগে অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলামের সৌজন্যে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে দুটি অ্যাম্বুলেন্স ও একটি লাশবাহী গাড়ি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহম্মাদ খুরশীদ আলম, ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, ডিএনসিসির প্রধান নির্বাহী সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত